PREVIOUS YEAR EVS WBCS

1. নেকটন হল-
[WBCS (Prelim) 2017]
(a) জলে ভাসমান জীব
(b) জলে সন্তরণ শীল জীব
(c) জলজ উদ্ভিদের সঙ্গে সংবদ্ধ প্রাণী
(d) জলে নিমজ্জমাণ উদ্ভিদ
2. কমপিটিটিভ এক্সক্লুশন নীতি অনুযায়ী দুইটি প্রজাতি অনেকদিন ধরে বাস্তুতন্ত্রের কোন্ অংশে থাকতে পারে না?
[WBCS (Prelim) 2016]
(a) বায়োম
(b) হ্যাবিটেট
(c) টেরিটরি
(d) নিচ্
3. পৃথিবীতে যদি কোনো বায়ুমণ্ডল না থাকে, তবে পৃথিবী হয়ে উঠত –
[WBCS (Prelim) 2016]
(a) অল্পমাত্রায় উষ্ণ
(b) অল্পমাত্রায় শীতল
(c) ভীষণ উষ্ণ
(d) ভীষণ শীতল
4. বায়ুমণ্ডলের কোন্ স্তর ওজোন অতিবেগুনি রশ্মি শোষণ করে?
[WBCS (Prelim) 2015]
(a) ট্রপোস্ফিয়ার
(b) থার্মোস্ফিয়ার
(c) স্ট্র্যাটোস্ফিয়ার
(d) মেসোস্ফিয়ার
5. পৃথিবীপৃষ্ঠে যতটা অংশে জীব বিরাজ করে, তা হল-[WBCS (Main) 2014]
(a) লিথোস্ফিয়ার
(b) হাইড্রোস্ফিয়ার
(c) অ্যাটমোস্ফিয়ার
(d) বায়োস্ফিয়ার
6. ‘Hot Spot’ হল যে সকল অঞ্চলে জীব-
[WBCS (Main) 2014]
(a) কম বৈচিত্র্যপূর্ণ
(b) বেশি বৈচিত্র্যপূর্ণ
(c) জেনেটিক বৈচিত্র্যপূর্ণ
(d) বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যপূর্ণ
7. ভারতে জীববৈচিত্র্য পূর্ণ অঞ্চলের সংখ্যা হল-[WBCS (Main) 2018]
(a) 1
(b) 2
(c) 12
(d) 12 এর বেশি
৪. নীচের কোন বাস্তুতন্ত্রে তৃণভূমি অন্তর্ভুক্ত?
[WBCS (Main) 2018]
(a) সমুদ্র
(b) স্বাদুজল
(c) স্থলজ
(d) কৃত্রিম
9.____পরিবেশ রক্ষায় সাহায্য করে-
[WBCS (Main) 2018]
(a) নগরায়ণ
(b) পারমাণবিক বিস্ফোরন
(c) শিল্পায়ন
(d) বনসৃজন ও অরণ্যস্থাপন
10. পরিবেশে নাইট্রোজেনের ভাণ্ডার হল-
[WBCS (Main) 2018]
(a) বায়ু
(b) ভূপৃষ্ঠ
(c) সমুদ্র
(d) উদ্ভিদ ও প্রাণী
11. বাস্তুতন্ত্রের উপাদানগুলি হল-
[WBCS (Main) 2019]
(a) পপুলেশন
(b) বায়োটিক কমুনিটি
(c) পপুলেশন ও তার নির্জীব উপাদান
(d) বায়োটিক কমুনিটি ও তার নির্জীব উপাদান
12. যে সকল বিয়োজক জীবের বর্জ্য পদার্থ থেকে পুষ্টি নেয়, তাদের বলা হয়-
[WBCS (Main) 2019]
(a) কপ্রোফেগি
(b) হেটারোফেগি
(c) অ্যালোফেগি
(d) প্যারাফেগি
13. প্ল্যাঙ্কটন কাকে বলে?
[WBCS (Main) 2019]
(a) জলের বৃহৎ উদ্ভিদ
(b) জলে ভাসমান আণুবীক্ষণিক উদ্ভিদ ও প্রাণী
(c) জলের তলদেশের প্রাণী
(d) কোনোটাই নয়
14. বায়োটিক পরিবেশের অন্তর্গত হল-
[WBCS (Main) 2019]
(a) খাদক
(b) বিয়োজক
(c) উৎপাদক
(d) সবগুলি
15. লাভা প্রবাহের উপর নতুন বসতি গঠিত হবার উদাহরণকে বলে-
[WBCS (Main) 2019]
(a) প্রাথমিক পর্যায়
(b) গৌণ পর্যায়
(c) অটোজোনিক পর্যায়
(d) অ্যালোজেনিক পর্যায়
16. সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গে কোথায় অবস্থিত?
[WBCS (Prelim) 2016]
(a) দার্জিলিং
(b) আলিপুরদুয়ার
(c) কোচবিহার
(d) উত্তর দিনাজপুর
17. ‘সামাজিক বনসৃজন’ কার্যে কী করা হয়?
[WBCS (Prelim) 2012
(a) ইউক্যালিপ্টাস রোপণ
(b) জাতীয় জ্বালানি উদ্ভিদ রোপণ
(c) বনের সম্পদ বিক্রয়
(d) সবগুলি
18. প্রখ্যাত একটি পাখিরালয়ের নাম-
[WBCS (Prelim) 2013]
(a) কেওলাদেও ঘানা অভয়ারণ্য
(c) সুন্দরবন
(b) গির অরণ্য
(d) বন্দিপুর
19. একটি নির্দিষ্ট ধরনের এবং/অথবা একটি নির্দিষ্ট এলাকার সমুদয় জীবগুলির ভরকে বলে -[WBCS (Prelim) 2012]
(a) বায়োম
(b) বায়োমাস
(c) বায়োমার্কার
(d) বায়োসেন্সর
20. নীচের কোনটি বাস্তুতন্ত্রে একমুখী পথ অনুসরণ করে?
[WBCS (Main) 2016]
(a) মুক্ত শক্তি
(b) নাইট্রোজেন
(c) কার্বন
(d) পটাশিয়াম
21. পশ্চিমবঙ্গের সমুদ্রতটে বিশ্রাম নেয় যে টার্টল সেটি হল-
[WBCS (Main) 2014]
(a) Batagur Basca
(b) Soft Shelled Gangetic Turtle
(c) Indian Flap Shelled Turtle
(d) Olive Ridley
22. ভারতের প্রাচীনতম সংরক্ষিত প্রাণী হল-
[WBCS (Main) 2015].
(a) বাঘ
(b) সিংহ
(c) হাতি
(d) কালো ভাল্লুক
23. ভারতের সংরক্ষিত পক্ষী হল-
[WBCS (Main) 2015]
(a) মোনলে
(b) ডাভ
(c) গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড
(d) সারস
24. ভূপৃষ্ঠের প্রধান উপাদান হল-
[WBCS (Main) 2018]
(a) Si
(b) Al
(c) Ca
(d) Na
25. বৃষ্টির জল সংরক্ষণের উদ্দেশ্য হল–
[WBCS (Main) 2018]
(a) ভৌমজল পূরণ
(b) বন্যা থেকে বিরত থাকা
(c) মৃত্তিকা ক্ষয় নিয়ন্ত্রণ
(d) স্বাদু জল সংরক্ষণ
26. কোনটি হাইড্রোস্ফেয়ার-এর অন্তর্ভুক্ত নয়?
[WBCS (Main) 2018]
(a) সমুদ্র
(b) নদী
(c) হিমবাহ
(d) শিলা
27. Indian Board of Wildlife কবে প্রতিষ্ঠিত হয়?
[WBCS (Main) 2019]
(a) 1932
(b) 1952
(c) 1962
(d) 1972
28. ভগবতপুর প্রোজেক্টে কোন্ প্রাণীর ব্রিডিং করানো হয়?[WBCS (Main) 2019]
(a) মার্শ ক্রোকোডাইল (Marsh Crocodile)
(b) টাইগার (Tiger)
(c) ব্ল্যাক বাক (Black Buck)
(d) ঢোলস্ (Dholes)
29. পৃথিবীতে স্বাদু জলের পরিমাণ হল-
[WBCS (Main) 2019]
(a) 1%
(b) 2.5%
(c) 5%
(d) 10%
30. ‘The Biodiversity Act’ কবে চালু হয়?
[WBCS (Main) 2019]
(a) 2000
(b) 2002
(c) 2004
(d) 2008
31. ইকোলজিক্যাল নিচ্ হল-
[WBCS (Prelim) 2007]
(a) বাস্তুতন্ত্রের জৈব উপাদান
(b) বাস্তুতন্ত্রের অজৈব উপাদান
(c) a এবং b উভয়ই
(d) এগুলির কোনোটিই নয়
32. ভারতে কতগুলি ‘জীববৈচিত্র্য হট স্পট’ দেখা যায়?-
[WBCS (Prelim) 2015]
(a) একটি
(b) দুইটি
(c) তিনটি
(d) চারটি
33. কত সালে জীববৈচিত্র্য সম্পর্কিত অধিবেশন সংঘটিত হয়েছিল?
[WBCS (Prelim) 2015]
(a) 1973 সালে
(b) 1983 সালে
(c) 1993 সালে
(d) 2000 সালে
34. একটি নির্দিষ্ট ধরনের অথবা একটি নির্দিষ্ট এলাকায় সমুদয় জীবগুলির ভরকে বলে-
[WBCS (Prelim) 2012]
(a) বায়োম
(b) বায়োমাস
(c) বায়োমার্কার
(d) বায়োসেন্সর
35. বৃষ্টির জলের pH কত থাকলে তাকে অম্লবৃষ্টি বলা হবে?
[WBCS (Main) 2019]
(a) 7
(b) 7.3
(c) 5.6
(d) 6
36. Incinerator কী?
[WBCS (Main) 2019]
(a) কঠিন আবর্জনাকে দহনের জন্য ব্যবহৃত ফার্নেস
(b) তরল আবর্জনাকে দহনের জন্য ব্যবহৃত ফার্নেস
(c) (a) এবং (b) উভয়
(d) কোনোটাই নয়
37. বায়ুমণ্ডলে উপস্থিত সর্বাধিক হাইড্রোকার্বনটি হল-
[WBCS (Main) 2019
(a) মিথেন
(b) কার্বনিল সালফাইড
(c) ইথেন
(d) কোনোটাই নয়
38. নীচের কোনটি কার্বন ডাই অক্সাইডের বৃহত্তম ভাণ্ডার?
[WBCS (Main) 2019]
(a) বন
(b) সমুদ্র
(c) বরফ খণ্ড
(d) কোনোটাই নয়
39. নীচের কোনটি এরোেসলের তরল রূপভেদ?
[WBCS (Main) 2019]
(a) ধোঁয়া
(b) ধুলো
(c) কুয়াশা
(d) ধূম্র
40. নীচের কোনটি জলবাহিত রোগ?
[WBCS (Main) 2019]
(a) হেপাটাইটিস A
(b) হেপাটাইটিস B
(c) হেপাটাইটিস C
(d) হেপাটাইটিস E
41. তৈল খনিজ পদার্থ পরিশোধন করে-
[WBCS (Main) 2019]
(a) Bacillus
(b) Pseudomonas
(c) E.Coli
(d) Nitrobacter
42. ‘Stone Cancer’-এর জন্য দায়ী গ্যাসটি হল-
[WBCS (Main) 2019]
(a) N2
(b) SO2
(c) CO2
(d) H₂S
43. কীসের সাহায্যে সূর্যের রশ্মির বিকিরণের ক্ষতি থেকে পৃথিবী আমাদের রক্ষা করে?
[WBCS (Main) 2019]
(a) বৃক্ষ
(b) বায়ুমণ্ডল
(c) 70% জল
(d) সূর্যের চারিদিকে পৃথিবীর প্রদক্ষিন
44. ব্ল্যাকফুট রোগের প্রাথমিক কারণ হল-
[WBCS (Main) 2019]
(a) ফ্লুরাইড
(b) ক্যাডমিয়াম
(c) আর্সেনিক
(d) সিসা
45. জলের BOD পরিমাপের জন্য নিয়ন্ত্রিত তাপমাত্রা হল-
[WBCS (Main) 2019]
(a) 20°C
(b) 30°C
(c) 35°C.
(d) 40°C
46. ‘Bengal Smoke Nuisance Act’ কবে প্রথম চালু হয়?
[WBCS (Main) 2019]
(a) 1900
(b) 1905
(c) 1950
(d) 1978
47. প্লেনের উড্ডয়নের সময় শব্দদূষণের স্তর হল-
[WBCS (Main) 2019]
(a) 100dB
(b) 150dB
(c) 200dB
(d) 250dB
48. মিউনিসিপ্যালিটির পানীয় জলের পরিশোধনে যে পদ্ধতি ব্যবহৃত হয় সেটি হল-
[WBCS (Main) 2019]
(a) ক্লোরিনেশন
(b) ব্রোমিনেশন
(c) ফোটানো
(d) UV-বিকিরণ
49. নীচের কোন্ গ্রিন হাউস গ্যাস বায়ুমণ্ডলে সর্বাধিক পাওয়া যায়?
[WBCS (Main) 2019]
(a) কার্বন ডাই অক্সাইড
(b) জলীয় বাষ্প
(c) মিথেন
(d) নাইট্রোজেন
50. বায়ুর গুণমান নির্ণয়ে কার্বন মনোক্সাইডের প্রাথমিক স্ট্যান্ডার্ড হল-
[WBCS (Main) 2019]
(a) 10ppm
(b) 90ppm
(c) 5ppm
(d) 9ppm
উপরের MOCK TEST এর ANSWER এর জন্য এখানে CLICK করুন।