
Aim of life , Competitive Coaching Centre , Raghunathganj, Murshidabad ,
SHORT MOCK TEST , F.M. – 50 , T – 40 Min.
1. কোন তারিখে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে বেশি হয়?
(a) 3রা জানুয়ারী
(b) 21শে মার্চ
(c) 4ঠা জুলাই
(d) 22শে ডিসেম্বর
2. 564823 সংখ্যাটিতে 4 এর স্থানীয় মান ও অভিহিত মানের গুণফল হল –
(a) 4004
(b) 4827
(c) 16000
(d) 19292
3. নিচের কোনটিঅন্যদের থেকে আলাদা
(a) Maharashtra
(b) Goa
(c) kerala
(d) Tamilnadu
4. ‘Genocide’ is the
(a) Deliberate murder of a whole community or race
(b) Mass suicide
(c) Mass killing of pilgrims
(d) A sudden, violent, and illegal seizure of power from a government
5. রাজধানী এক্সপ্রেস ও পূর্বা এক্সপ্রেসের গতিবেগের অনুপাত 4:3 । পূর্বা এক্সপ্রেস যদি 4 ঘন্টায় 72 কিমি পথ যায়, তবে 3 ঘন্টায় রাজধানী এক্সপ্রেস কত পথ যাবে?
(a) 72 কিমি
(b) 48 কিমি
(c) 24 কিমি
(d) 60 কিমি
6. নীচের চিত্রে বৃত্ত শিক্ষকদেরকে, ত্রিভূজ ডাক্তারদেরকে এবং আয়তক্ষেত্র খেলোয়াড়দের নির্দেশ করছে।
এই চিত্রে কতজন লোক আছে যারা যেকোন্ দুটি কাজের সাথে যুক্ত?
(a) 18
(b) 24
(c) 15
(d) 20
7. একটি পরীক্ষায় 48টি প্রশ্ন ছিল। প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নম্বর দেওয়া হত এবং ভুল উত্তরের জন্য ½ নম্বর কেটে নেওয়া হত একটি ছাত্র প্রতিটি প্রশ্নের উত্তর করে মোট 21 নম্বর পেল। তবে ছাত্রটি কতগুলি প্রশ্নের উত্তর ভুল করেছিল?
(a) 30
(b) 20
(c) 12
(d) 18
8.নিচের কোন বিকল্পের চিহ্নের স্থান পরিবর্তন করলে সমাধানটি সঠিক হবে?
5 + 3 × 8 – 12 ÷ 4 = 3
(a) + এবং –
(b) – এবং ÷
(c) + এবং ×
(d) + এবং ÷
9. ‘শিবাজী’ এবং ‘গণপতি’ উৎসব কে প্রবর্তন করেছিলেন?
(a) বি. জি. তিলক।
(b) ভি. ডি. সাভারকর
(c) লালা লাজপত রায়
(d) কোনোটিই নয়
10. ছেলেদের একটি সারিতে, A বাম দিক থেকে 10 ম এবং B ডান দিক থেকে 9 ম স্থান রয়েছে এবং যদি তাদের মধ্যে অবস্থান পরিবর্তন করা হয় , তাহলে A বাম দিক থেকে 15 তম স্থান হয়। সারিতে কতজন ছেলে আছে?
(a) 23
(b) 27
(c) 28
(d) 31
11. My friend was a person who walked in sleep.
(a) Philistine
(b) Egotist
(c) Somnambulist
(d) Libertine
12. হরি একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করল। যদি সে আরও 54 টাকা বেশিতে বিক্রি করত তবে 8% লাভ হত। ঘড়িটির বিক্রয়মূল্য কত?
(a) 300
(b) 324
(c) 270
(d) 354
13. ‘ইন্ডিয়ান মিরর’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
(a) এস. এন. ব্যানার্জী
(b) কেশবচন্দ্র সেন
(c) রামমোহন রায়
(d) এম. জি. রাণাডে
14. Writer : Pen : : ?
(a) Needle : Tailor
(b) Artist : Brush
(c) Painter : Canvas
(d) Teacher : Class
15. X-একটি কাজ 24 দিনে করতে পারে। সে 4 দিন কাজ করার পরে Y কাজে যোগ দিল। যদি সম্পূর্ণ কাজটি 16 দিনে শেষ হয়, তবে Y-একা কাজটি কতদিনে শেষ করবে?
(a) 4
(b) 8
(c) 20
(d) 36
16. ‘দাক্ষিণাত্যের কাশী’ বলা হয় কোন শহরকে?
(a) পাটনা
(b) ইন্দোর
(c) মাদুরাই
(d) লক্ষ্ণৌ
17. বৃহত্তম সংখ্যাটি নির্ণয় কর— √2,3√3,4√4, 6√6.
(a) √2
(b) 3√3
(c) 4√4
(d) 6√6
18. Choose the passive voice of the following sentence:
He can do the sum.
(a) The sum can be done by him.
(b) Let the sum be done,
(c) The sum can being do.
(d) The sum had been done.
19.BAT এর কোড যদি UBC হয় এবং GOAL এর কোড যদি MPBH হয় তবে, DOOR এর কোড কি হবে?
(a) TPMO
(b) ESSP
(c) SPPE
(d) TBFJ
20. ভারতের সবচেয়ে পুরাতন পারমাণবিক শক্তিকেন্দ্র কোনটি?
(a) জয়তাপুর
(b) তারাপুর
(c) কৈগা
(d) নারোরা
21. একটি ঘোড়া 40 মিটার লম্বা এবং 24 মিটার চওড়া একটি আয়তাকার ঘাসের মাঠের এক কোণে গাড়া একটি খুঁটিতে 14 মিটার লম্বা দড়ির সাথে বাঁধা আছে। ঘোড়াটি মাঠের কত ক্ষেত্রফল পর্যন্ত ঘাস খেতে পারবে?
(a) 154 ব:মি:
(b) 308 ব:মি:
(c) 240 ব:মি:
(d) 480 ব:মি:
22. নন-স্টিক পাত্রগুলিতে তৈরী করতে কী ব্যবহৃত হয়?
(a) PVC
(b) টেফলন
(c) পিকরিক অ্যাসিড
(d) হাইপো
23. 4 : 12 টা তে ঘন্টার এবং মিনিটের কাঁটার কত ডিগ্রী কোন তৈরি হয় ?
(a) 66º
(b) 44º
(c) 54º
(d) 60.5º
24. ছয়টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে 2, 4, 6, 8, 10 এবং 12 সেকেন্ড পর বাজতে লাগলো 30 মিনিটে কতবার তারা একসঙ্গে বাজবে?
(a) 14
(b) 15
(c) 16
(d) 60
25. Fill in the blank with appropriate preposition
Columbus was in search___ America.
(a) For
(b) Of
(c) About
(d) Under
26. একটি খুঁটির ½ অংশ কাদায়, ⅓ অংশ জলে ও 25 মিটার জলের উপরে আছে। খুঁটিটি কত লম্বা ?
(a) 175 মিটার
(b) 125 মিটার
(c) 100 মিটার
(d) 150 মিটার
27. নিচের ফিগারটি ভাঁজ করে ঘনক তৈরি করলে কোন ঘনকটি তৈরি হবে?
(a) (b) (c) (d)
28.সোডিয়াম থাওসালফেট কোথায় ব্যবহৃত হয়?
(a) দেশলাই
(b) শুষ্ক কোষ
(c) ফটোগ্রাফি
(d) জল পরিশুদ্ধতা
29. শতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি ঘণ্টায় 100 কিলোমিটার বেগে যায় এবং ঘটায় 120 কিলোমিটার বেগে ফিরে আসে শতাব্দী এক্সপ্রেসর যাতায়াতের গড় গতিবেগ কত? (কিলোমিটার/ঘন্টা)
(a) 119 ¹/11
(b) 109 ¹/11
(c) 110
(d) 111 ¹/11
30. নিচের কোনটি আমাদের দেশের জিডিপি গণনার জন্য ভিত্তি বছর হিসাবে বিবেচনা করা হয়?
(a) 2001-02
(b) 1991-92
(c) 2004-05
(d) 2011-12
31. একটি দ্রব্যের ধার্যমূল্য, ক্রয়মূল্যের থেকে 30% বেশি। দোকানদার ক্রেতাকে যদি 10% ছাড় দেয় তবে দোকানদারের লাভের শতকরা পরিমান কত?
(a) 27%
(b) 20%
(c) 17%
(d) 12%
32. নিচের চিত্রে কয়টি ত্রিভুজ আছে
(a) 26
(b) 28
(c) 30
(d) 32
33. দুধ, ছাগল, গরু, মুরগির মধ্যে কোন উত্তরের চিত্রটি সবচেয়ে ভালো সম্পর্ককে নির্দেশ করে?
(a) (b) (c) (d)
34. তাস খেলার সময় A বসেছে B ও C-এর মধ্য স্থানে। X রয়েছে Y ও Z-এর মধ্যে। যদি Z ঠিক B-এর ডানদিকে বসে, তাহলে Y-এর ঠিক ডানদিকে কে বসেছে?
(a) X
(b) C
(c) A
(d) Y
35. ভারতে আমূল অর্থনৈতিক সংস্কার এবং উদারীকরণের প্রক্রিয়াটি কত সালে শুরু হয়েছিল?
(a) 1990
(b) 1991
(c) 1992
(d) 1995
36. Directions: “A bolt from the blue” means
(a) sudden disaster
(b) in trouble
(c) blessing from above
(d) to remain neutral
37. কত টাকার 60%, 90 টাকার 83⅓ %-এর সমান?
(a) 160
(b) 135
(c) 175
(d) 125
38.উত্তরবঙ্গের সর্বাধিক পূর্বের নদী কোনটি?
(a) তোর্সা
(b) সঙ্কোশ
(c) মেচি
(d) পাগলা
39. A:B = 3:4, B:C = 6:5 হলে A:C- এর মান কত?
(a) 10:11
(b) 8:9
(c) 5:7
(d) 9:10
40. 2022 সালের 15 th august যদি রবিবার হয় তবে 2025 সালের 5th September কি বার হবে?
(a) সোমবার
(b) মঙ্গলবার
(c) বুধবার
(d) বৃহস্পতিবার।
41. নিম্নলিখিত কোন সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছিল?
(a) 74 তম
(b) 77 তম
(c) 71 তম
(d) 73 তম
42. একটি নির্দিষ্ট মূলধন 25 বছরে 3 গুণ হয়, তবে বার্ষিক সুদের হার কত?
(a) 4%
(b) 8%
(c) 10%
(d) 12%
43. নিচে শূন্যস্থানটি পূরন করুন সঠিক বিকল্প নির্বাচন করুন –
3, 7, 13, 27, ___.
(a) 35
(b) 45
(c) 53
(d) 55
44. অ্যাকোয়া রিজিয়া 1: 3 অনুপাতে নীচের কোন দুটির মিশ্রণ
(a) ঘনীভূত HNO3, এবং ঘনীভূত HCI
(b) ঘনীভূত HNO3, এবং ঘনীভূত H₂SO₄
(c) লঘু HCI এবং লঘু HNO3
(d) ঘনীভূত HCI এবং ঘনীভূত HNO3,
45. এক ব্যক্তি পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়েছিল তারপর পরপর দুবার ডান দিকে এবং একবার বাম দিকে ঘুরে যথাক্রমে 5 মিটার 10 মিটার এবং 5 মিটার গেলেন এখন সে প্রথম স্থান থেকে কত দূরে রয়েছে?
(a) 15 মিটার
(b) 12 মিটার
(c) 10 মিটার
(d) কোনোটিই নয়।
46. ‘গৌতম বুদ্ধে’র পুত্রের নাম কী?
(a) রাহুল
(b) আনন্দ
(c) মহেন্দ্র
(d) সিদ্ধার্থ
47. নিচের শূন্যস্থানে সঠিক বিকল্প নির্বাচন করুন –
abcb_ab_bcabc_c_bcbc
(a) bcab
(b) ccba
(c) cbca
(d) bbac
48. ভারতের সংবিধানের কোন ধারায় সংসদের যৌথ অধিবেশন উল্লেখ আছে?
(a) ধারা 110
(b) ধারা 86
(c) ধারা 102
(d) ধারা 108
49.নিচের ‘?’ চিহ্ন স্থানে সঠিক বিকল্প নির্বাচন করুন –
(a) 4
(b) 8
(c) 6
(d) 2
50. একটি দ্রব্যের উপর পরপর 10%, 20% এবং 30% ছাড়ের সমতুল্য ছাড় হল—
(a) 50.4%
(b) 60%
(c) 49.6%
(d) 50.5%
উপরের MOCK TEST টির ANSWER এর জন্য এখানে CLICK করুন।