
1. নীচের কোনটি ভারতীয় সংসদের অধিবেশন নয়?
(a) গ্রীষ্মকালীন অধিবেশন
(b) বর্ষাকালীন অধিবেশন
(c) শীতকালীন অধিবেশন
(d) বাজেট অধিবেশন
2. তথ্য জানার অধিকার আইন কোন্ সালে পাস হয়?
(a) 1952
(b) 1977
(c) 2000
(d) 2005
3. পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় কটি স্তর আছে?
(a) পাঁচ
(b) দুই
(c) তিন
(d) চার
4. নীচের কোনটির প্রস্তাবে গণপরিষদ (Constituent Assembly) গঠন করার কথা বলা হয়েছিল?
(a) ক্যাবিনেট মিশন পরিকল্পনা
(b) সাইমন কমিশন
(c) ক্লিপস মিশন
(d) ওয়াভেল পরিক্লনা
5. ভারতীয় সংবিধানের 35A ধারা কোন রাজ্যে সাথে সম্পর্কযুক্ত?
(a) কর্ণাটক
(b) জম্মু ও কাশ্মীর
(c) পশ্চিমবঙ্গ
(d) আসাম
6. ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন?
(a) পদ্মনাভন
(b) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(c) অ্যানি বেসান্ত
(d) পিঙ্গালি ভেঙ্কাইয়া
7. ভারতীয় সংবিধানের কোন ধারাকে (article) ডঃ বি আর আম্বেদকর সংবিধানের ‘হৃদয় ও আত্মা (heart and soul)’ বলেছেন?
(a) 19 ধারা
(b) 14 ধারা
(c) 32 ধারা
(d) 356 ধারা
8. ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর (amendment) মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে অঞ্চল (territory) বিনিময় হয়েছে?
(a) 100 তম
(b) 103 তম
(c) 102 তম
(d) 101 তম
9. নিম্নোক্ত কোন তারিখে ভারতের সংবিধান গৃহীত (adopted) হয়েছিল?
(a) ডিসেম্বর 31, 1950
(b) নভেম্বর 26, 1949
(c) জানুয়ারি 26, 1949
(d) জানুয়ারি 26, 1950
10. ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়?
(a) ড. বি. আর আম্বেদকর
(b) পণ্ডিত জওহরলাল নেহেরু
(c) বালগঙ্গাধর তিলক
(d) সর্দার বল্লভভাই প্যাটেল
11. লোয়েস কী দ্বারা গঠিত ভূমিরূপের উদাহরণ?
(a) নদী
(b) হিমবাহ
(c) সমুদ্র
(d) বায়ু
12. নীচের কোনটি সবথেকে উৎকৃষ্ট কয়লার উদাহরণ?
(a) অ্যানাথ্রাসাইট
(b) লিগনাইট
(c) পিট
(d) বিটুমিনাস
13. নীচের কোনটি একটি ‘রিট’ (writ) নয়?
(a) হেবিয়াস কর্পাস
(b) স্পেশাল লিভ পিটিশন
(c) সার্টিওরারি
(d) ম্যান্ডামাস
14. ইমপিচমেন্টের মাধ্যমে নীচের কোন্ ব্যক্তিকে তার পদ থেকে সরানো যেতে পারে?
(a) প্রধানমন্ত্রী
(b) সেনাপ্রধান
(c) রাষ্ট্রপতি
(d) স্পিকার
15. প্রতিবছর লোকসভায় কে বাজেট পেশ করেন?
(a) প্রধানমন্ত্রী
(b) অর্থমন্ত্রী
(c) স্পিকার
(d) স্বরাষ্ট্রমন্ত্রী।
16. সুপ্রিম কোর্টের বিচারপতির অবসরগ্রহণের বয়স কত বছর?
(a) 60
(b) 62
(c) 65
(d) 58
17. সংবিধানের কোন ধারায় দেশে যুদ্ধ বা বহিঃশত্রুর আক্রমণের পরিপ্রেক্ষিতে জরুরি অবস্থা জারি করার কথা বলা হয়েছে?
(a) 360
(b) 352
(c) 350
(d) 356
18. নিম্নোক্ত কোন্ রাজ্যটিতে বিধান পরিষদ নেই?
(a) রাজস্থান
(b) মহারাষ্ট্র
(c) বিহার
(d) উত্তরপ্রদেশ
19. কততম সংবিধান সংশোধন দ্বারা ভোটাধিকারের বয়স 21 বছর থেকে 18 বছর করা হয়েছে?
(a) 60 তম
(b) 61 তম
(c) 58 তম
(d) 59 তম
20. সংসদে ‘জিরো আওয়ার’ বলতে কোন সময়কে বোঝায়?
(a) 12 টা থেকে । টা
(b) 12 টা থেকে 3 টা
(c) 11 টা থেকে 1 টা
(d) 11 টা থেকে 12 টা
21. পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় কটি স্তর আছে?
(a) পাঁচ
(b) দুই
(c) চার
(d) তিন
22. নিম্নবর্ণিত কোন্ পদাধিকারী ভারতের রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন?
(A) অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া
(B) কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া
(C) রাজ্যের রাজ্যপাল
(D) উপরের সবকটিই
23. কেন্দ্রীয় সরকারকে আইন বিষয়ক পরামর্শ দেবার জন্য ভারতীয় সংবিধানে কোন পদটি তৈরি করা হয়েছে?
(A) লোকসভার স্পিকার
(B) অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া
(C) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
(D) অ্যাডভোকেট জেনারেল অফ ইন্ডিয়া
24. ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনা (Preamble)-র সঙ্গে ‘সমাজতান্ত্রিক’ ও ‘ধর্মনিরপেক্ষ’ (Socialist and Secular) শব্দ দুটি যুক্ত করা হয়?
(A) 37
(B) 42
(C) 41
(D) 52
25. ভারতের কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে সংবিধানের কোন ধারা অনুসারে?
(A) 365
(B) 356
(C) 355
(D) 352
26. রাষ্ট্রের নির্দেশমূলক নীতি গুলি স্থান পেয়েছে সংবিধানের
(A) প্রথম অংশে
(B) তৃতীয় অংশে
(C) চতুর্থ অংশে
(D) পঞ্চম অংশে
27. ভারতের নাগরিকদের মৌলিক কর্তব্যের সংখ্যা কত
(A) 15
(B) 9
(C) 11
(D) 13
28. লোকসভায় উপস্থিত কোন বিলকে অর্থবিল হিসেবে সার্টিফিকেট প্রদান করেন কে?
(A) রাষ্ট্রপতি
(B) প্রধানমন্ত্রী
(C) লোকসভার স্পিকার
(D) ভারতের অর্থমন্ত্রী
29. অনুচ্ছেদ/অনুচ্ছেদগুলিতে উল্লিখিত মৌলিক অধিকার। কোন অধিকারসমূহ জরুরি অবস্থার সময়ে স্থগিত করা যায় না?
(A) অনুচ্ছেদ 19
(B) অনুচ্ছেদ 17
(C) অনুচ্ছেদ 14
(D) অনুচ্ছেদ 21
30. কোন ব্যক্তি গণপরিষদের সভাপতি হয়েছিলেন 11 ডিসেম্বর 1946 সালে?
(A) জওহরলাল নেহেরু
(B) সর্দার বল্লভভাই প্যাটেল
(C) ড: সর্বপল্লী রাধাকৃষ্ণন
(D) ড: রাজেন্দ্র প্রসাদ
31. গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন কে
(A) জওহরলাল নেহেরু
(B) ড: ভীমরাও আম্বেদকার
(C) ড: রাজেন্দ্র প্রসাদ
(D) ড: সর্বপল্লী রাধাকৃষ্ণন
32. সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধন পদ্ধতি বর্ণিত আছে ?
(A) অনুচ্ছেদ 368
(B) অনুচ্ছেদ 369
(C) অনুচ্ছেদ 370
(D) অনুচ্ছেদ 371
33. ভারতীয় রাষ্ট্র বাবস্থার প্রকৃতি হচ্ছে-
(A) এককেন্দ্রীক
(B) যুক্তরাষ্ট্রীয়
(C) কৃতিত্ব প্রধান
(D) রাষ্ট্রপতি শাসিত
34. সংবিধানের কোন অনুচ্ছেদে কোনো রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করার অধিকার রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে?
(A) অনুচ্ছেদ 354
(B) অনুচ্ছেদ 355
(C) অনুচ্ছেদ 356
(D) অনুচ্ছেদ 357
35. ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে ঘোষিত হয়েছিল যে ভারত একটি রাষ্ট্রের সম্মেলন
(A) অনুচ্ছেদ 1
(B) অনুচ্ছেদ 2
(C) অনুচ্ছেদ 3
(D) অনুচ্ছেদ 4
36. ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে কম্পট্রোলার ও অডিটর
(A) অনুচ্ছেদ 147
(B) অনুচ্ছেদ 148
(C) অনুচ্ছেদ 149
(D) অনুচ্ছেদ 150
37. ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে জম্বু ও কাশ্মীর সম্বন্ধে বিশেষ ব্যবস্থা করা হয়েছিল?
(A) অনুচ্ছেদ 368
(B) অনুচ্ছেদ 369
(C) অনুচ্ছেদ 370
(D) অনুচ্ছেদ 371
38. সংবিধানের কোন অনুচ্ছেদে সমগ্র ভারতের বা কোনো অংশে জরুরি অবস্থা ঘোষণা করার ক্ষমতা রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে?
(A) অনুচ্ছেদ 350
(B) অনুচ্ছেদ 351
(C) অনুচ্ছেদ 352
(D) অনুচ্ছেদ 353
39. সাংসদ নির্বাচনে ভোট দেওয়ার অধিকার
(A) মৌলিক অধিকার
(B) রাজনৈতিক অধিকার
(C) আইনি অধিকার
(D) স্বাভাবিক অধিকার
40. রাজ্যসভার সদস্যগণকে নির্বাচিত করেন
(A) জনগণ
(B) লোকসভা
(C) বিধানসভার নির্বাচিত সদস্যগণ
(D) বিধানপরিষদের নির্বাচিত সদস্যগণ
41. রাজ্যপালকে শপথ গ্রহণ করান
(A) ভারতের প্রধান বিচারপতি
(B) ভারতের রাষ্ট্রপতি
(C) হাইকোর্টের প্রধান বিচারপতি
(D) বিধানসভার অধ্যক্ষ
42. নীচের দুটি তালিকা থেকে সঠিক উত্তর নির্বাচন করুন:
বিশেষ পদাধিকারী কার্য কাল
a. ভারতের সুপ্রিমকোর্টের বিচারপতি 1. 65 বছর বয়স পর্যন্ত
b. রাজ্যের হাইকোর্টের বিচারপতি 2. 62 বছর বয়স পর্যন্ত
c. ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল 3.6 বছর বা 65 বছরপর্যন্ত-এর মধ্যে যেটি কম হবে
d. রাজ্যপাল 4. 5 বছর
উপরের QUESTION গুলির ANSWER এর জন্য এখানে CLICK করুন।