
1. যদি 2t + 3t = 4t + 6t – 10 হয়, তবে t এর মান কত?
(A) -1
(B) 0
(C) 1/2
(D) 2
2. রাকেশের শ্রেণিতে তার অবস্থান উপর দিক থেকে নবম স্থানে এবং নীচের দিক থেকে আটত্রিশতম স্থানে। রাকেশের শ্রেণিতে ছাত্রসংখ্যা কত?
(A) 47
(B) 45
(C) 46
(D) 48
3. যদি কোনো সংখ্যার 4/5 অংশের 3/4 অংশ 1/2-এর সমান হয়, তবে সংখ্যাটি কত?
(A) 3/10
(B) 5/6
(C) 6/5
(D) 11/10
4. তহবিল সংগ্রহের উদ্দেশ্যে একটি শ্রেণির ছাত্ররা একটি নাটক মঞ্চস্থ করবার পরিকল্পনা করল এবং একই মূল্যের প্রবেশপত্রের ব্যবস্থা করবে স্থির করল। ঐ নাটক মঞ্চস্থ করবার ব্যয়ভার ছিল 700 টাকা। যদি 300 প্রবেশপত্র বিক্রিত হয়, তবে ঐ শ্রেণির লাভ হবে 1,100 টাকা। যদি 500 প্রবেশপত্র বিক্রিত হয়, তবে ঐ শ্রেণির লাভ কত হবে?
(A) 1,133 টাকা
(B) 3,700 টাকা
(C) 2,300 টাকা
(D) 1,833 টাকা
5. একটি পরীক্ষায় 9 জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর 86। যদি তাদের মধ্যে 4 জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর 81 হয়, তবে বাকি 5 জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর কত?
(A) 87
(B) 86
(C) 90
(D) 91
6. যদি xy + 7y = 84 এবং x + 7 = 3 হয়, তবে y এর মান কত?
(A) -4
(B) 4.9
(C) 8.4
(D) 28
7. যদি কোনো নকশাতে 0.4 ইঞ্চি দূরত্বের অর্থ 6 ফুট দূরত্বের সমান হয়, তবে 76 ফুট দূরত্বে অবস্থিত দুটি অট্টালিকার দূরত্ব ঐ নকশাতে কত হবে?
(A) 3.2 ইঞ্চি
(B) 5.1 ইঞ্চি
(C) 12.7 ইঞ্চি
(D) 30.4 ইঞ্চি
8. প্রথম পাঁচটি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় নির্ণয় করুন।
(A) 11
(B) 25.5
(C) 28
(D) 45
9. A দুটি স্টেশনের মধ্যে রেললাইন পাতার কাজ 16 দিনে সম্পূর্ণ করে এবং B ঐ একই কাজ 12 দিনে সম্পূর্ণ করে। C-এর সাহায্য নিয়ে তারা ঐ কাজটি 4 দিনে সম্পূর্ণ করে। C একা ঐ কাজটি করে
(A) 9⅕ দিনে
(B) 9⅖ দিনে
(C) 9⅗ দিনে
(D) 10 দিনে
10. যদি একজন শ্রমিক প্রতি দু মিনিটে 15 টি বাক্স প্যাক করতে পারেন এবং অপর একজন শ্রমিক প্রতি তিন মিনিটে 15 টি বাক্স প্যাক করতে পারেন, তবে দুজনের একসঙ্গে কাজ শুরু করে 300 বাক্স প্যাক করতে মোট কত মিনিট সময় লাগবে?
(A) 10
(B) 12
(C) 24
(D) 30
11. 15 টাকা ও 20 টাকা প্রতি কিগ্রা মূল্যের দুই রকম ডাল কোনো মুদি কী অনুপাতে মিশ্রিত করলে প্রতি কিগ্রা 16.50 টাকা মূল্যের মিশ্রণ পাবে?
(A) 3:7
(B) 5:7
(C) 7:3
(D) 7:5
12. যদি x = √15²-12², তবে এ’-এর মান
(A) √3
(B) (81)²
(C) 9
(D) 81
13. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, প্রস্থের চারগুণ। যদি ঐ আয়তক্ষেত্রের পরিসীমা 40 সেমি হয় তবে তার ক্ষেত্রফল কত?
(A) 4 বর্গ সেমি
(B) 16 বর্গ সেমি
(C) 40 বর্গ সেমি
(D) 64 বর্গ সেমি
14. স্বাস্থ্যব্যবস্থা, পুলিশ দপ্তর এবং অগ্নিনির্বাপণ দপ্তরের জন্য ব্যয়-বাবদ কোনো বছর মহানাগরিক 45,000 টাকা বরাদ্দ করলেন। যদি এই অর্থের 1/5 অংশ স্বাস্থ্যব্যবস্থায় এবং অবশিষ্ট অর্থের 2/3 অংশ পুলিশ দপ্তরের জন্য ব্যয় হয় তবে অগ্নিনির্বাপণ দপ্তরের জন্য মহানাগরিক কত পরিমাণ অর্থ বরাদ্দ করেছিলেন?
(A) 21,000 টাকা
(B) 6,000 টাকা
(C) 24,000 টাকা
(D) 12,000 টাকা
15. একটি থলেতে 25 পয়সা, 10 পয়সা এবং 5 পয়সার মুদ্রা 1:2:3 অনুপাতে রয়েছে। যদি থলের সমগ্র মুদ্রার মূল্য 30 টাকা হয়, তবে ঐ থলেতে 5 পয়সার মুদ্রার সংখ্যা কত?
(A) 50
(B) 100
(C) 150
(D) 200
16. যদি দুটি সংখ্যার যোগফল 10 হয় এবং প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং 6 এর যোগফলের সমান হয়, তবে বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করলে বিয়োগফল কত হবে?
(A) 2
(B) 7⅓
(C) 6
(D) 8½
ANSWER জন্য এখানে CLICK করুন ।