
বোম্বাই ত্রিমূর্তি নামে কারা পরিচিত?
(a)বি. জি. তিলক, জি. কে. গোখেল এবং এম. বি. নামজোশি
(b)ফিরোজশাহ মেহতা, কে. টি. তেলাং এবং বদরুদ্দিন তায়েবজি
(c)বি. জি. তিলক, জি. জি. আগারকারএবং জি. এইচ. দেশমুখ
(d)দাদাভাই নৌরজি, কে. টি. তেলাং এবংআর. জি. ভান্ডারকার
Answer:- (b)ফিরোজশাহ মেহতা, কে. টি. তেলাং এবং বদরুদ্দিন তায়েবজি
ফিরোজশাহ মেহতা ১৮৭৩ সালে তিনি বোম্বাই পুরসভার কমিশনার হন। তিনি একজন ভারতীয় রাজনীতিবিদ ও আইনজীবী। তিনি ব্রিটিশ সরকার দ্বারা নাইট উপাধিতে ভূষিত হন।
বদরুদ্দিন তায়েবজি ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি।
বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন-ফিরোজশাহ মেহতা, কে. টি. তেলাং এবং বদরুদ্দিন তায়েবজি