1.কংগ্রেসের সুরাট অধিবেশনে যে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে বিভাজন হয়, সেটি কোন সালে অনুষ্ঠিত হয়েছিল? (W.B.Police Constable (Prelims) Examination – 2023)
(a) 1905
(b) 1907
(c) 1908
(d) 1906
2. পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল?
(W.B.Police Constable (Prelims) Examination – 2023)
(a) 1526
(b) 1564
(c) 1761
(d) 1556
3. কত সালে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ গঠিত হয়?
(W.B.Police Constable (Prelims) Examination – 2023)
(a) 1947
(b) 1971
(c) 1990
(d) 1962
4. বেমানান শব্দটি নির্ণয় করুন-
(W.B.Police Constable (Prelims) Examination – 2023)
(a) আমির খশরু
(b) তানসেন
(c) টোডরমল
(d) বীরবল
5. পেশোয়া শব্দের অর্থ কী?
(W.B.Police Constable (Prelims) Examination – 2023)
(a) সেনাপতি
(b) প্রধানমন্ত্রী
(c) পুরোহিত
(d) রাজা
6. চিতোর কোন রাজপুত রাজ্যের রাজধানী ছিল?
(W.B.Police Constable (Prelims) Examination – 2023)
(a) উদয়পুর
(b) বুন্দেলখণ্ড
(c) জয়পুর
(d) মেবার
7. ‘মারাঠা’ ও ‘কেশরী’ নামক পত্রিকা দুটি কে সম্পাদনা করতেন ?
(W.B.Police Constable (Prelims) Examination – 2023)
(a) বিপিনচন্দ্র পাল
(b) বালগঙ্গাধর তিলক
(c) গোপালকৃষ্ণ গোখলে
(d) লালা লাজপত রাই
8. নেতাজি সুভাষচন্দ্র বোস নিম্নলিখিত কোন্ স্থানে জন্মগ্রহণ করেন?
(W.B.Police Constable (Prelims) Examination – 2023)
(a) শিমলা
(b) কটক
(c) ভুবনেশ্বর
(d) কলকাতা
9. কলকাতায় এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা কে করেন?
(W.B.Police Constable (Prelims) Examination – 2023)
(a) স্যার অ্যালেক্স হিউম
(b) লর্ড ক্লাইভ
(c) লর্ড ওয়েলেসলি
(d) স্যার উইলিয়াম জোন্স
10. মহাবলীপুরমের সপ্তরথ মন্দির কোন্ রাজবংশের সৃষ্টি?
(W.B.Police Constable (Prelims) Examination – 2023)
(a) চোল
(b) পল্লব
(c) রাষ্ট্রকূট
(d) চালুক্য
11. নিম্নোক্ত কোন্ ব্যক্তি ‘ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স’ প্রতিষ্ঠা করেছিলেন?
(W.B.Police Constable (Prelims) Examination – 2023)
(a) দাদাভাই নওরোজি
(b) সুরেন্দ্রনাথ ব্যানার্জি
(c) জওহরলাল নেহরু
(d) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
12. কে কানপুরে সিপাই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন?
(W.B.Police Constable (Prelims) Examination – 2023)
(a) মঙ্গল পাণ্ডে
(b) কুনওয়ার সিং
(c) নানা সাহেব
(d) লক্ষ্মীবাই
13. নিম্নলিখিতের মধ্যে কোনটি পশ্চিমবঙ্গে দিনেমার (Denmark) উপনিবেশ ছিল?
(W.B. Police Constable (Prelims) Examination -2021)
(a) চুঁচুড়া, হুগলি
(b) চন্দননগর, হুগলি
(c) শ্রীরামপুর, হুগলি
(d) ব্যারাকপুর, উত্তর 24 পরগনা
14. 1857 সালের মহাবিদ্রোহের সময় কানপুরে কে বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছিলেন?
(W.B. Police Constable (Prelims) Examination -2021)
(a) নানা সাহেব
(b) দ্বিতীয় বাহাদুর শাহ
(c) রাণী লক্ষ্মীবাঈ
(d) বেগম হজরত মহল
15. কোন মোগল সম্রাট দীন-ই-ইলাহি প্রচলন করেন?
(W.B. Police Constable (Prelims) Examination -2021)
(a) শাহজাহান
(b) হুমায়ুন
(c) জাহাঙ্গীর
(d) আকবর
16. অজাতশত্রু কোন মহাজনপদের অধিপতি ছিলেন?
(W.B. Police Constable (Prelims) Examination -2021)
(a) অঙ্গ
(b) কোশল
(c) মগধ
(d) অবন্তী
17. বাংলার রেনেসাঁসের জনক বলে কাকে অভিহিত করা হয়?
(W.B. Police Constable (Prelims) Examination -2021)
(a) রাজা রামমোহন রায়
(b) পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(c) মাইকেল মধুসূদন দত্ত
(d) প্রিন্স দ্বারকানাথ ঠাকুর
18. কত সালে সর্বভারতীয় কিষান সভা প্রতিষ্ঠিত হয়েছিল?
(W.B. Police Constable (Prelims) Examination -2021)
(a) 1916
(b) 1926
(c) 1936
(d) 1946
19.কোন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করেন?
(W.B. Police Constable (Prelims) Examination -2021)
(a) মেসোপটেমিয়া সভ্যতা
(b) মিশরীর সভ্যতা
(c) সিন্ধু সভ্যতা
(d) চৈনিক সভ্যতা
20.ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন?
(W.B. Police Constable (Prelims) Examination -2021)
(a) করাচি
(b) অমরাবতী
(c) নাগপুর
(d) বেলগাঁও
21. বৌদ্ধ ধর্মগ্রন্থ ‘ত্রিপিটক’ কোন লিপিতে লেখা?
(W.B. Police Constable (Prelims) Examination -2021)
(a) হিন্দি
(b) পালি
(c) সংস্কৃত
(d) প্রাকৃত
22. সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি ছিল?
(W.B. Police Constable (Prelims) Examination -2021)
(a) লোথাল
(b) কালিবঙ্গান
(c) সুরকোটারা
(d) ঢোলাভিরা
23. ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশন ‘পূর্ণ স্বরাজ’-এর অঙ্গীকার নেওয়া হয়েছিল?
(W.B. Police Constable (Prelims) Examination -2021)
(a) লাহোর (1930)
(b) মাদ্রাজ (1927
(c) হরিপুরা (1938)
(d) কলকাতা (1928)
24. গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কী ছিল?
(W.B. Police Constable (Prelims) Examination -2021)
(a) হিন্দি
(b) পালি
(c) প্রাকৃত
(d) সংস্কৃত
25. কোন মুঘল সম্রাট ‘জিন্দা পীর’ নামে পরিচিত ছিলেন?
(W.B. Police Constable (Prelims) Examination -2019)
(a) আকবর
(b) ঔরঙ্গজেব
(c) জাহাঙ্গীর
(d) শাহজাহান
26. কোন আন্দোলনের সময় থেকে বল্লভভাই প্যাটেল ‘সর্দার’ নামে ভূষিত হন?
(W.B. Police Constable (Prelims) Examination -2019)
(a) স্বদেশী আন্দোলন
(b) আইন অমান্য আন্দোলন (Civil Disobedience movement)
(c) ভারত ছাড়ো আন্দোলন (Quit India movement)
(d) বরদৌলি আন্দোলন
27. ‘কাইজার-ই-হিন্দ’ কাকে বলা হত?
(W.B. Police Constable (Prelims) Examination -2019)
(a) মহাত্মা গান্ধী
(b) দাদাভাই নৌরোজি
(c) পণ্ডিত জওহরলাল নেহেরু
(d) নেতাজী সুভাষচন্দ্র বসু
28. ‘সতীদাহ প্রথা’ কে রদ করেন?
(W.B. Police Constable (Prelims) Examination -2019)
(a) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
(b) লর্ড ক্যানিং
(c) লর্ড কার্জন
(d) লর্ড ডালহৌসি
29. ‘Servants of India Society’ কে প্রতিষ্ঠা করেছিলেন?
(W.B. Police Constable (Prelims) Examination -2019)
(a) গোপালকৃষ্ণ গোখলে
(b) অ্যানি বেসান্ত
(c) দাদাভাই নৌরোজি
(d) ঋষি অরবিন্দ ঘোষ
30. 1946 সালের ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন?
(W.B. Police Constable (Prelims) Examination -2019)
(a) লর্ড পেথিক লরেন্স
(b) লর্ড মাউন্টব্যাটেন
(c) এ ভি আলেক্সান্ডার
(d) স্যার স্টাফোর্ড ক্লিপস
31. ‘জালিয়ানওয়ালা বাগ’-এর ঘটনা কোন সালে হয়েছিল?
(W.B. Police Constable (Prelims) Examination -2019)
(a) 1928
(b) 1750
(c) 1789
(d) 1919
32. ‘ফতেপুর সিক্রি’ কে প্রতিষ্ঠা করেছিলেন?
(W.B. Police Constable (Prelims) Examination -2019)
(a) আকবর
(b) ঔরঙ্গজেব
(c) জাহাঙ্গীর
(d) হুমায়ুন
33. ‘মনসবদারী প্রথা’ কে প্রচলন করেছিলেন?
(W.B. Police Constable (Prelims) Examination -2019)
(a) শের শাহ
(b) শাহজাহান
(c) জাহাঙ্গীর
(d) আকবর
34. 1928 সালে ‘বরদলুই সত্যাগ্রহ’ আন্দোলনের নেতা কে ছিলেন?
(W.B. Police Constable (Prelims) Examination -2018)
(a) বিট্টলভাই প্যাটেল
(b) মহাদেব দেশাই
(c) সর্দার বল্লভভাই প্যাটেল
(d) মহাত্মা গান্ধী
35. মেডিকেল কলেজ, কলকাতা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল?
(W.B. Police Constable (Prelims) Examination -2018)
(a)1840
(b) 1857
(c) 1835
(d) 1823
36. ‘পাল বংশ’ কোথায় রাজত্ব করেছিল?
(W.B. Police Constable (Prelims) Examination -2018)
(a) মধ্যপ্রদেশ
(b) বিহার
(c) মহারাষ্ট্র
(d) দিল্লী
37. দিল্লীর প্রাচীন নাম কী ছিল?
(W.B. Police Constable (Prelims) Examination -2018)
(a) গয়া
(b) ইন্দ্রপ্রস্থ
(c) পাটলিপুত্র
(d) অযোধ্যা
38. কে 1905 সালে ‘ঢাকা অনুশীলন সমিতি’ স্থাপন করেছিলেন?
(W.B. Police Constable (Prelims) Examination -2018)
(a) বারীন্দ্র কুমার ঘোষ
(b) কেশবচন্দ্র সেন
(c) পুলিন বিহারী দাস
(d) ক্ষুদিরাম বসু
39. ‘ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি’ (Indian Republican Army) কে প্রতিষ্ঠা করেছিলেন?
(W.B. Police Constable (Prelims) Examination -2018)
(a) রাসবিহারী বোস
(b) চিত্তরঞ্জন দাশ
(c) সূর্য সেন
(d) সুভাষ চন্দ্র বোস
40. ‘ভারতের নেপোলিয়ন’ কাকে বলা হত?
(W.B. Police Constable (Prelims) Examination -2018)
(a) সমুদ্রগুপ্ত
(b) স্কন্দগুপ্ত
(c) প্রথম চন্দ্রগুপ্ত
(d) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
41.দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ গ্রন্থটি কে ইংরাজীতে অনুবাদ করেছিলেন?
(W.B. Police Constable (Prelims) Examination -2018)
(a) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(b) মাইকেল মধুসূদন দত্ত
(c) জন কেরি
(d) উমেশচন্দ্র দত্ত
42. সম্রাট আকবরের কোন জায়গার বিজয়কে স্মরণীর করে রাখতে ‘বুলন্দ দরওয়াজা’ নির্মাণ করা হয়েছিল?
(W.B. Police Constable (Prelims) Examination -2018)
(a) বিহার
(b) বাংলা
(c) গুজরাট
(d) দাক্ষিণাত্য
43. অজন্তা গুহাচিত্রগুলি কোন সময়কার?
(W.B. Police Constable (Prelims) Examination -2018)
(a) গুপ্ত বংশ
(b) রাষ্ট্রকূট বংশ
(c) মৌর্য বংশ
(d) পাল বংশ
44. কোন সালে নেতাজী সুভাষ চন্দ্র বোস দেশত্যাগ করেছিলেন?
(W.B. Police Constable (Prelims) Examination -2018)
(a) 1942
(b) 1943
(c) 1940
(d) 1941
45. ‘আত্মীয় সভা’র প্রতিষ্ঠাতা কে?
(W.B. Police Constable (Prelims) Examination -2018)
(a) মতিলাল নেহেরু
(b) চিত্তরঞ্জন দাশ
(c) রাজা রামমোহন রায়
(d) প্রিন্স দ্বারকানাথ ঠাকুর
46. কে ‘শের-এ-পাঞ্জাব’ নামে পরিচিত ছিলেন?
W.B. Police Constable (Prelims) Examination -2016)
(a) ভগত সিং
(b) লালা লাজপত রাই
(c) জয় প্রকাশ নারায়ণ
(d) রাম মনোহর লোহিয়া
47. একমাত্র মহিলা সম্রাঞ্জী যিনি দিল্লীর সিংহাসনে আসীন হয়েছিলেন, তাঁর নাম-
W.B. Police Constable (Prelims) Examination -2016)
(a) জাহানারা
(b) নূর জাহান
(c) মমতাজ মহল
(d) রাজিয়া সুলতানা
48. কলকাতার হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন?
(W.B. Police Constable (Prelims) Examination- 2015)
(a) হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও
(b) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(c) কেশবচন্দ্র সেন
(d) রাজা রামমোহন রায়।
49. কলকাতায় মেট্রোরেল পরিষেবা চালু হয়
(W.B. Police Constable (Prelims) Examination- 2015)
(a) 1984 সালে
(b) 1981 সালে
(c) 1975 সালে
(d) 1979 সালে
50. ‘লবণ সত্যাগ্রহ আন্দোলন’-এ মহাত্মা গান্ধীর সাথে কে নেতৃত্ব দিয়েছিলেন?
(W.B. Police Constable (Prelims) Examination- 2015)
(a) অ্যানি বেসান্ত
(b) মৃদুলা সারাভাই
(c) মুথু লক্ষ্মী
(d) সরোজিনী নাইডু
51. 1930 সালে মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন শুরু করেন?
(W.B. Police Constable (Prelims) Examination- 2013)
(a) সেবাগ্রামে
(b) ডাণ্ডিতে
(c) সবরমতিতে
(d) ওয়ার্ধাতে
52. বারদলী সত্যাগ্রহ (1928) র নেতা—
(W.B. Police Constable (Prelims) Examination- 2013)
(a) সর্দার বল্লভভাই প্যাটেল
(b) মহাত্মা গান্ধী
(c) বল্লভভাই জে প্যাটেল
(d) মহাদেব দেশাই
53. 1943 সালে ইন্ডিয়ান ন্যাশানাল আর্মি (INA) আত্মপ্রকাশ করে–
(W.B. Police Constable (Prelims) Examination- 2013)
(a) জাপানে
(b) বার্মায়
(c) সিঙ্গাপুরে
(d) মালয়ে