1. HIV সংক্রমণ নীচের কোনটির দ্বারা শুধুমাত্র ছড়াতে পারে?(W.B. Police Constable (Prelims) Examination- 2013)
(a) পরস্পর আলিঙ্গন করলে
(b) সাধারণ শৌচাগার ব্যবহার করলে
(c) খাদ্য ভাগ করে খেলে
(d) অন্যের রেজর ব্যবহার করলে
2. কোন্ ভিটামিন ভাইরাল ইনফেকশন চিকিৎসার জন্য কার্যকরী?(W.B. Police Constable (Prelims) Examination- 2013)
(a) ভিটামিন C
(b) ভিটামিন A
(c) ভিটামিন B
(d) ভিটামিন K
3. নীচের তালিকা দুটি থেকে সঠিক উত্তর নির্বাচন করুন:(W.B. Police Constable (Prelims) Examination- 2013)
তালিকা-1 (অ্যাসিড) তালিকা-II (উৎস)
(A) ল্যাকটিক অ্যাসিড 1. তেঁতুল
(B) টারটারিক অ্যাসিড 2. লেবু
(C) অক্সালিক অ্যাসিড 3. টম্যাটো
(D) সাইট্রিক অ্যাসিড 4. টক দই
Codes:
(A)(B)(C)(D)
(a) 2 4 3 1
(b) 2 3 4 1
(c) 4 3 1 2
(d) 4 1 3 2
4. নিম্নবর্ণিত কোন্ রোগটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয় না?(W.B. Police Constable (Prelims) Examination- 2015)
(a) টাইফয়েড
(b) ইনফ্লুয়েঞ্জা
(c) পথেরিয়া
(d) কলেরা
5.. ELISA-টেস্টটি কোন্ রোগ শনাক্ত করতে সাহায্য করে?(W.B. Police Constable (Prelims) Examination- 2016)
(a) ম্যালেরিয়া
(b) ক্যানসার
(c) এইচ.আই.ভি/এইডস
(d) ব্রেন টিউমার
6. যে গ্রন্থিটি মস্তিষ্কের সবচেয়ে কাছে অবস্থিত, সেটি হল-
(W.B. Police Constable (Prelims) Examination- 2016)
(a) অগ্ন্যাশয়
(b) পিটুইটারি গ্রন্থি
(c) থাইরয়েড গ্রন্থি
(d) অ্যাড্রিনাল গ্রন্থি
7. নিম্নের কোন শস্যটি (crop) মাটিতে নাইট্রোজেনের (nitrogen) পরিমাণ বৃদ্ধি (enriches) করে?(W.B. Police Constable (Prelims) Examination- 2018)
(a) সূর্যমুখী (Sunflower)
(b) মটরশুঁটি (Pea)
(c) আলু (Potato)
(d) জোয়ার (Sorghum)
8. ‘হাইড্রোপোনিক্স’ (Hydroponics) কথাটি কীসের সাথে যুক্ত?(W.B. Police Constable (Prelims) Examination- 2018)
(a) হাইড্রোজেন যুক্ত যৌগ
(b) বংশ পরস্পরা
(c) জল
(d) মাটি ছাড়া গাছের প্রতিপালন
9. খাদ্য সংরক্ষণের (Food preservation) জন্য কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয়?(W.B. Police Constable (Prelims) Examination- 2018)
(a) অ্যাসেটিক অ্যাসিড,
(b) বেনজোয়িক অ্যাসিড
(c) সোডিয়াম বাই কার্বোনেট
(d) টারটারিক অ্যাসিড
10. নিম্নের কোন ব্যাকটেরিয়াটি মানবদেহের পক্ষে উপকারী?(W.B. Police Constable (Prelims) Examination- 2018)
(a) স্ট্রেপটোকক্কাস (Streptococccus)
(b) স্ট্যাফিলোকক্কাস Staphylococcus)
(c) সালমোনেল্লা (Salmonella)
(d) ল্যাকটোব্যাসিলাস (Lactobacillus)
11. খনিজ পদার্থ ‘ফ্লোরিন’ এর অভাবে মানবদেহের কী ক্ষতি হয়?
(W.B. Police Constable (Prelims) Examination- 2019)
(a) দুর্বল দাঁত
(b) অ্যানিমিয়া
(c) গয়টার (Goiter)
(d) ক্ষুধামান্দ্য (loss of appetite)
12. কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয়?(W.B. Police Constable (Prelims) Examination- 2019)
(a) বর্ষাকালে (Rainy Season)
(b) গরমকালে (Summer)
(c) শীতকালে (Winter)
(d) বসন্তকালে (Spring)
13. ফল (fruit) সংক্রান্ত বিদ্যা (study) কে কী বলে?(W.B. Police Constable (Prelims) Examination- 2019)
(a) স্পার্মোলজি
(b) পোমোলজি
(c) পেরোলজি
(d) অ্যান্থোলজি
14. নীচের কোন খাবারের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায়?(W.B. Police Constable (Prelims) Examination- 2019)
(a) মাখন (butter)
(b) দুধ (milk)
(c) লেটুস (lettuce)
(d) মাছ (fish)
15. স্পঞ্জ কী?(W.B. Police Constable (Prelims) Examination- 2019)
(a) জীবাশ্ম (Fossil)
(b) ছত্রাক (Fungus)
(c) জীব (Animal)
(d) উদ্ভিদ (Plant)
16. কীসের অভাবের জন্য দুধকে এখন সুষমখাদ্য (balanced diet) বলে না?
(W.B. Police Constable (Prelims) Examination- 2019)
(a) ম্যাগনেশিয়াম ও ভিটামিন-ডি
(b) লোহা (iron) ও ভিটামিন-এ
(c) ক্যালসিয়াম ও ভিটামিন-সি
(d) লোহা (iron) ও ভিটামিন-সি
17. মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ (organ)-এর নাম কী?
(W.B. Police Constable (Prelims) Examination- 2019)
(a) মস্তিষ্ক (brain)
(b) হৃদযন্ত্র (heart)
(c) কিডনি (kidney)
(d) লিভার (liver)
18. নিম্নোক্ত কোন অঙ্গটি স্বয়ংক্রিয় (Autonomous) স্নায়ুতন্ত্রের (Nervous System) দ্বারা নিয়ন্ত্রিত নয়?(W.B. Police Constable (Prelims) Examination- 2021)
(a) গ্রন্থি (Glands)
(b) হৃদযন্ত্র (Heart)
(c) চক্ষু (Eye)
(d) জরায়ু (Uterus)
19. কোন মশা ডেঙ্গি (Dengue) রোগ ছড়ায়?
(W.B. Police Constable (Prelims) Examination- 2021)
(a) ম্যানসোনিয়া
(b) এডিস
(c) কিউলেক্স
(d) অ্যানোফিলিস
20. ক্লোরোফিলে (chlorophyll) নিম্নোক্ত কোন ধাতুটি বর্তমান?
(W.B. Police Constable (Prelims) Examination- 2021)
(a) বেরিয়াম
(b) বেরিলিয়াম
(c) ম্যাগনেশিয়াম
(d) ক্যালশিয়াম
21. কোষের সুইসাইড ব্যাগ কোন্ অঙ্গাণুকে বলা হয়?(W.B. Police Lady Constable (Prelims) Examination- 2023)
(a) সেন্ট্রোজোম
(b) মাইটোকনড্রিয়া
(c) লাইসোজোম
(d) রাইবোজোম
22. শ্বাসমূল (Breathing Root) নীচের কোন্ উদ্ভিদে দেখা যায় না?
(W.B. Police Lady Constable (Prelims) Examination- 2023)
(a) সুন্দরী
(b) গেওয়া
(c) কচুরিপানা
(d) গরান
23. থাইরক্সিন হরমোন কোন্ গ্রন্থি থেকে ক্ষরিত হয়?(W.B. Police Lady Constable (Prelims) Examination- 2023)
(a) পিটুইটারি
(b) থ্যালামাস
(c) হাইপোথ্যালামাস
(d) থাইরয়েড
24. নীচের কোনটি ভূ-নিম্নস্থ কাণ্ডের উদাহরণ নয়?(W.B. Police Lady Constable (Prelims) Examination- 2023)
(a) আলু
(b) ওল
(c) ফুলকপি
(d) আদা
25. কোন ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম ক্যালসিফেরল?(W.B. Police Lady Constable (Prelims) Examination- 2023)
(a) ভিটামিন-A
(b) ভিটামিন-D
(c) ভিটামিন-K
(d) ভিটামিন-C
26. প্রাকৃতিক নির্বাচনবাদের (Natural Selection Theory) প্রবক্তা কে?(W.B. Police Lady Constable (Prelims) Examination- 2023)
(a) মেন্ডেল
(b) ল্যামার্ক
(c) নিউটন
(d) চার্লস ডারউইন
ANSWER
1 – A[ ], B[ ], C[ ], D[ ✓ ]
2 – A[ ✓ ], B[ ], C[ ], D[ ]
3 – A[ ], B[ ], C[ ], D[ ✓ ]
4 – A[ ], B[ ✓ ], C[ ], D[ ]
5 – A[ ], B[ ], C[ ✓ ], D[ ]
6 – A[ ], B[ ✓ ], C[ ], D[ ]
7 – A[ ], B[ ✓], C[ ], D[ ]
8 – A[ ], B[ ], C[ ], D[✓ ]
9 – A[ ], B[ ✓ ], C[ ], D[ ]
10 – A[ ], B[ ], C[ ], D[ ✓ ]
11 – A[ ], B[ ], C[ ], D[ ✓ ]
12 – A[ ], B[ ], C[ ✓], D[ ]
13 – A[ ], B[ ✓], C[ ], D[ ]
14 – A[ ], B[ ], C[ ], D[✓ ]
15 – A[ ], B[ ], C[ ✓], D[ ]
16 – A[ ], B[ ], C[ ], D[ ✓ ]
17 – A[ ], B[ ], C[ ], D[ ✓ ]
18 – A[ ], B[ ], C[✓ ], D[ ]
19 – A[ ], B[ ✓], C[ ], D[ ]
20 – A[ ], B[ ], C[ ✓ ], D[ ]
21 – A[ ], B[ ], C[✓ ], D[ ]
22 – A[ ], B[ ], C[ ✓ ], D[ ]
23 – A[ ], B[ ], C[ ], D[✓ ]
24 – A[ ], B[ ], C[ ✓], D[ ]
25 – A[ ], B[ ✓ ], C[ ], D[ ]
26 – A[ ], B[ ], C[ ], D[✓ ]