
Aim of life , Competitive Coaching Centre , Raghunathganj, Murshidabad ,
NTPC MOCK TEST , F.M- 100 , T- 1½h
MOCK TEST টির ANSWER এর LINK নিচে দেওয়া রয়েছে।
GK PART
1. ‘হুতোম প্যাচা’ ছদ্মনামে কে পরিচিত ?
a. মাইকেল মধুসুদন দত্ত
b. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
c. কালীপ্রসন্ন সিংহ
d. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
2. পণ্ডিত শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের প্রসিদ্ধ শিল্পী?
a. বাঁশি
b. তবলা
c. সতুর
d. তানপুরা
3. প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার কে পান ?
a. রাজ কাপুর
b. শাবানা আজমি
c. দেবিকা রাণী
d. ধুন্ডীরাজ গোবিন্দ ফালকে
4. সেলুকাসের কোন্ রাজদূত মৌর্য রাজসভায় আসেন?
a. মেগাস্থেনিস
b.ইৎসিং
c. ফা-হিয়েন
d. বারবোসা
5. অশোক মগধের সিংহাসনে বসেন-
a. 270 খ্রিঃ পূর্বাভেদ
b. 273 খ্রিঃ পূর্বাব্দে
c. 269 খ্রিঃ পূর্বাব্দে
d. 261 খ্রিঃ পূর্বাব্দে
6.কে বলেছিলেন ‘বেদের যুগে ফিরে যাও?
a.রাজা রামমোহন রায়
b.স্বামী দয়ানন্দ সরস্বতী
c.স্বামী বিবেকানন্দ
d.শ্রীরামকৃষ্ণ
7. ‘যুগান্তর’ পত্রিকা রচনা করেন-
a.অরবিন্দ ঘোষ
b.ব্রহ্মবান্ধব উপাধ্যায়
c.ভূপেন্দ্রনাথ দত্ত
d.ভূপেন্দ্রনাথ উপাধ্যায়
8. প্রথম সংবিধান সংশোধনী কত খ্রিস্টাব্দে করা হয়?
a.1954
b.1959
c.1950
d.1951
9. বামপক্ষ ও ডানপক্ষের সাথে মিল খুঁজে বের করুন
বামপক্ষ ডানপক্ষ
1. ভেম্বানাদ A. কারাকোরাম
2. গুরুশিখর B. কয়াল
3. K2 C. ধান্দ
4. সম্বর D. আরাবল্লী
1 2 3 4
a. A B C D
b. B D A C
c. C A D A
d. B C D A
10. হুড্রু জলপ্রপাত অবস্থিত কোন নদীতে ?
a.সূবর্ণরেখা
b.কংসাবতী
c.গোদাবরী
d.তাপ্তির প্রবাহপথে
11. নীচের কোন্ রোগটি জন্মগত?
a.কালাজ্বর
b.হাম
c.মেনিনজাইটিস
d.সিকল সেল অ্যানিমিয়া
12. জেনেটিক্সের উপর কোন বিজ্ঞানী প্রথম অনুসন্ধান করেন?
a.ল্যার্নাক
b.হুগো ডি ভিস
c.মেন্ডেল
d.বেটসন
13. প্ল্যানিং কমিশনের প্রথম ডেপুটি চেয়ারম্যান কে ছিলেন ?
a. জওহরলাল নেহরু
b. ভি. টি. কৃষ্ণমাচারী
c. ড. রাজেন্দ্রপ্রসাদ
d. সি. রাজাগোপালাচারী
14. পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হন কার দ্বারা?
a. রাষ্ট্রপতি
b. উপরাষ্ট্রপতি
c. অর্থমন্ত্রী
d. প্রধানমন্ত্রী
15. ভারতের প্রথম সবাক চলচ্চিত্র হল
a. রাজা হরিশচন্দ্র
b.আলম আরা
c. চণ্ডীদাস
d. ঝাঁসি কি রানি
16. 100° C এবং 373K-এর মধ্যে সম্পর্কটি হল-
a. 100°C=373 K.
b. 100°C< 373 K.
c. 100°C > 373 K.
d. কোনোটিই নয়
17. শব্দের গতিবেগ সর্বোচ্চ হয়-
a. রাতে
b. গ্রীষ্মকালে
c. শীতকালে
d. সবসময় একই থাকে
18. শীতকালে ধাতব দোলকসম্পন্ন ঘড়ি –
a. স্লো যায়
b. ফাস্ট যায়
c. সঠিক সময় দেয়
d. কোনোটিই নয়
19. মহারাষ্ট্রের মখুযমন্ত্রীর নাম কি-
a.ভগবন্ত মন
b.একনাথ শিন্ডে
c.জাগমোহন রেড্ডি
d.দেবেন্দ্র ফাডনবিশ
20. এশিয়া কাপ হকি 2025 এর আয়োজক দেশ হল?
a. রাশিয়া
b. ইন্দোনেশিয়া
c. বাংলাদেশ
d. ভারত
21. ইন্টারন্যাশনাল কোট অফ জাস্টিস এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
a. প্যারিস
b. জেনেভা
c. নিউইয়র্ক
d. হেগ
22. ওয়াটসন ও ক্রিক কোন্টি আবিষ্কারের জন্য বিখ্যাত?
a. Plasmodium vivax-এর জীবনচক্র
b. ভ্যাকসিন
c. DNA-এর গঠন
d. অ্যান্টিবডি
23.10° চ্যানেল কার কার মাঝে অবস্থিত?
a. ক্ষুদ্র আন্দামান ও কার নিকোবর
b. বৃহৎ আন্দামান মধ্য আন্দামান
c. মধ্য আন্দামান দক্ষিণ আন্দামান
d. সবকয়টি
24. কাকে বলা হয় ভারতীয় রেনেসাঁসের ভোরের শুকতারা?
a. রবীন্দ্রনাথ ঠাকুর
b. রাজা রামমোহন রায়
c. এম. কে. গান্ধী
d. স্বামী বিবেকানন্দ
25. নিম্নলিখিত কমিটিগুলির মধ্যে কোনটি সরকারী ব্যয় নিয়মমাফিক হয়েছে কিনা তা দেখে?
a. পাবলিক এ্যাকাউন্টস কমিটি
b. এস্টিমেটস্ কমিটি
c. পাবলিক আন্ডারটেকিং সংক্রান্ত কমিটি
d. উপরের সবগুলিই
26. ঘূর্ণমান পরিকল্পনার সময়কাল ছিল-
a. 1978-83
b. 1973-78
c. 1970-75
d. 1980-85
27. আন্দামানে ভারতের কোন্ গভর্নর জেনারেল নিহত হয়েছিলেন?
a. লর্ড লিটন
b. লর্ড মেয়ো
c. লর্ড কার্জন
d. উপরের কেউ নয়। MOCK TEST টির ANSWER এর LINK নিচে দেওয়া রয়েছে।
28. নিউক্লীয় চুল্লীতে সংঘটিত সংশ্লিষ্ট নিউক্লীয় বিক্রিয়া হল
a. ফিসন (বিভাজন)
b. ফিউজন (সংশ্লেষণ)
c. স্প্যালেশন
d. নিউট্রন অ্যাবজপসন (নিউট্রন অভিশোষণ)
29. একটি ধাতব পাত থেকে একটি পাত থেকে একটি বৃত্তাকার অংশ কেটে নেওয়া হল। ধাতব পাতটিতে তাপ প্রযোগ করলে বৃত্তাকার অংশের ব্যাস
a. বাড়বে
b. কমবে
c. বাড়বে বা কমবে তা নির্ভর করবে বৃত্তাকার অংশের ব্যাসের উপর
d. বাড়বে বা কমবে তা নির্ভর করবে পাতের পদার্থের উপর
30. পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে উৎপন্ন উৎসেচক হল-
a. ইনসুলিন
b. টায়ালিন
c. পেপসিন
d. ট্রিপসিন
31. বিধান পরিষদ কে—
a. ভেঙ্গে দেওয়া যায়
b. ভেঙ্গে দেওয়া যায় না
c. a ও b দুটোই ঠিক
d. কোনোটিই ঠিক নয়
32. পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ-
a. কলসুবাই
b. অগস্ত্যকূটম
c. মহাবালেশ্বর
d. আনাইমুদি।
33.সুলতান রাজিয়ার রাজত্বকাল হল—
a. ১২০৬-১২১০ খ্রিস্টাব্দ
b. ১২১০-১২৩৬ খ্রিস্টাব্দ
c. ১২৩৬-১২৪০ খ্রিস্টাব্দ
d. কোনোটিই নয়
34. “দ্বিতীয় পরশুরাম” কার উপাধি –
a. আলেকজান্ডার
b. মেগাস্থিনিস
c. মহাপদ্মানন্দ
d. ধননন্দ
35. দলত্যাগ বিরোধী আইনের দৃষ্টিকোণ থেকে লোকসভার কোনও সাংসদের সদস্যপদ থাকবে না বাতিল হবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার আছে
a. লোকসভার স্পিকারের
b. মুখ্যনির্বাচন কমিশনের
c. সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতির
d. রাষ্ট্রপতির।
36. নিম্নলিখিত কোনটি হর্ষবর্ধনের রচনা নয়?
a. হর্ষচরিত
b. রত্নাবলী
c. প্রিয়দর্শিকা
d. নাগানন্দ
37. স্বাধীন ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন?
a. ডঃ নগেন্দ্র সিংহ
b. আর কে ত্রিবেদী
c. টি স্বামীনাথণ
d. সুকুমার সেন
38. কোন পরিকল্পনার সময় ভারতবর্ষ পরপর দুটি যুদ্ধে লিপ্ত হয়?
a. দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা
b. তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা
c. চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা
d. পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা
39. হাফ ম্যারাথনে’ আনুমানিক কতটা দূরত্ব অতিক্রম করতে হয়?
a. 45 কিমি
b. 41 কিমি
c. 25 কিমি
d. 21 কিমি
40. কোন মহিলা ক্রিকেটার এর নামে ইডেন গার্ডেনে একটি স্ট্যান্ড তৈরি হয়েছে
a. হারমানপ্রীত কাউর
b. মিতালী রাজ
c. ঝুলন গোস্বামী
d. স্মৃতি মন্ধনা
MATH PART
41. চার অঙ্কের কোন্ বৃহত্তম সংখ্যাকে 3, 5, 7 এবং 9 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1, 3, 5 এবং 7 অবশেষ থাকে?
a. 9764
b. 9763
c. 9765
d. 9767
42. মান নির্ণয় করুন:
a.6
b. 3.6
c. 36
d. 12
43. বড়ো থেকে ছোটো সাজান: 31/50,√0.49, 0.629, (0.8)²
a. 31/50, v0.49, 0.629, (0.8)²
b. √0.49, (0.8)², 0.629, 31/50
c. (0.8)², 0.629, 31/50 31, √0.49
d. 0.629, √0.49, (0.8)², 31/50
44.
a. 0.01
b. 0.25
c. 0.24
d. 0.001
45. 36% এর 4800 x 0.2% এর 1320 = ?
a. 4562.92
b. 4561.92
c. 4561.83
d. 4560.5
46. একজন মোটর আরোহী A থেকে B স্থানে 20 কিমি/ঘণ্টা বেগে যান এবং 30 কিমি/ঘণ্টা বেগে ফিরে আসেন। আরোহীর গড় বেগ কত ছিল?
a.22 কিমি/ঘণ্টা
b. 23 কিমি/ঘণ্টা
c. 24 কিমি/ঘণ্টা
d. 26 কিমি/ঘণ্টা
47. পরপর 5 টি সংখ্যার গড় (average) 20 হলে বৃহত্তম সংখ্যাটি কত?
a. 20
b. 22
c. 23
d. 24
48. একটি ক্রিকেট খেলায় প্রথম 10 ওভারে রানের গড় ছিল 3.2 । মোট 282 রান তুলতে হলে বাকি 40 ওভারে রানের গড় কত হবে?
a. 6.75
b. 6.5
c. 6.25
d. 7. MOCK TEST টির ANSWER এর LINK নিচে দেওয়া রয়েছে।
49. 15, 25 ও 30 দ্বারা বিভাজ্য বৃহত্তম তিন অঙ্কের সংখ্যা হল-
a. 900
b. 930
c. 960
d. 975
50. 5x ও ৪x-এর গ.সা.গু. ও ল.সা.গু যথাক্রমে 9 ও 360 হলে x-এর মান নির্ণয় করো
a. 5
b. 7
c. 9
d. 11
51. ক্ষুদ্রতম কোন্ সংখ্যাটি 1456-এর সঙ্গে যোগ করলে তা 6, 5 এবং 4 দ্বারা বিভাজ্য হবে এবং কোনো ভাগশেষ থাকবে না
a. 6
b. 61
c. 44
d. 16
52. P এর 40% = Q এর 0.75 হলে Q:P এর মান হবে?
a. 8:15
b. 15:8
c. 5:8
d. 8:5
53. 3, 7, 8 এবং 16-এর সঙ্গে কোন্ সংখ্যা যোগ করলে যোগফলগুলি সমানুপাতে থাকবে?
a. 4
b. 3
c.2
d. 1
54. P-এর 3=Q-এর 75% = R-এর 0.6 হলে P: Q: R-এর মান
a. 6:7: 8
b 9:8:10
c.1/9,1/8,1/10
d. কোনোটিই নয়
55. আনন্দ এবং বালার বর্তমান বয়সের অনুপাত 4: 3। আনন্দের বয়স যখন 30 ছিল বালার বয়স তখন 20 ছিল। বালার বর্তমান বয়স
a. 30
b. 22
c. 25
d. 20
56. দুটি নল যথাক্রমে 20 মিনিট এবং 30 মিনিটে একটি ট্যাংক পূর্ণ করে। উভয় নল খোলা থাকলে ট্যাংকটির পূর্ণ হতে সময় লাগবে
a. 10 মিনিট
b 12 মিনিট
c. 15 মিনিট
d. 25 মিনিট।
57. একটি ব্যাগে 1:2:3 অনুপাতে যথাক্রমে 25 পয়সা, 10 পয়সা এবং 5 পয়সার মুদ্রা আছে । ব্যাগটিতে যদি মোট 30 টাকা থেকে থাকে, তবে 5 পয়সার মুদ্রার সংখ্যা কত?
a. 50
b. 100
c. 150
d. 200
58. 125 গ্যালন দ্রবণে জলের পরিমাণ 20%। দ্রবণে জলের পরিমাণ 25% করতে গেলে আরও কত পরিমাণ জল মেশাতে হবে?
a.19/2 গ্যালন
b.17/2 গ্যালন
c. 15/2 গ্যালন
d. 81/3গ্যালন
59. 15 টাকা কেজি দরের চা-এর সঙ্গে কী অনুপাতে 20 টাকা কেজি দরের চা মেশালে মিশ্রণের মূল্য প্রতি কেজি 16.50 টাকা হবে?
a 7:3
b. 3:7
c. 5:7
d. 7:5
60. 45 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3: 2। ওই মিশ্রণে কত পরিমাণ জল মেশালে দুধ ও জলের অনুপাত 9:11 হবে?
a. 17 লিটার
b. 20 লিটার
c. 15 লিটার
d. 10 লিটার
61. এক প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত 5:3। ওই প্রকার 24 কেজি পিতলে যদি 3 কেজি তামা মেশানো হয় তবে তামা ও দস্তার অনুপাত কত হবে?
a. 2:1
b. 5:4
c. 4:5
d. 2:5
62. এক ব্যক্তি 423 টাকায় একটি স্টোভ বিক্রয় করায় তাঁর 6% ক্ষতি হয়। কত টাকায় স্টোভটি বিক্রয় করলে তাঁর ৪% লাভ হত?
a. 486 টাকা
b. 468 টাকা
c. 450 টাকা
d. কোনোটিই নয়
63. A ও B ট্যাপ একটি বালতিতে যথাক্রমে 12 মিনিট ও 15 মিনিটে জলপূর্ণ করতে পারে। যদি উভয় ট্যাপ খুলে দেওয়ার 3 মিনিট পরে A ট্যাপটিকে বন্ধ করে দেওয়া হয়, তবে B ট্যাপের আর কত সময় লাগবে বালতিকে জলপূর্ণ করতে?
a. ৪ মিনিট 5 সেকেন্ড
b. ৪ মিনিট 15 সেকেন্ড
c. 7 মিনিট 45 সেকেন্ড
d. 7 মিনিট 15 সেকেন্ড
64. একটি যৌথ ব্যবসায় A, B ও C এর বিনিয়োগের অনুপাত ½:⅓:¼। A যদি তার অর্ধেক 5 মাস পরে তুলে নেয় এবং 10 মাস পর মোট লাভের পরিমাণ 4140 টাকা হয়, তবে C-এর লাভের পরিমাণ হবে
a. 1080 টাকা
b. 2010 টাকা
c. 2350 টাকা
d. 2950 টাকা
65. কোনো বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 3: 2। যদি ছাত্রদের 20% এবং ছাত্রীদের 30% স্কলারশিপ প্রাপক হয়, তবে কত শতাংশ ছাত্রছাত্রী স্কলারশিপ পায়নি?
a. 50%
b. 75%
c. 76%
d. 72%
66.. 1550 টাকাকে দুটি ভাগে বিভক্ত করে 5% এবং ৪% হারে জমা রাখলে 3 বছর পরে 300 টাকা সুদ পাওয়া গেল। অংশ দুটির অনুপাত কত?
a. 5:8
b. 8: 5
c. 31:6
d. 16:15
67. কোনো আয়তক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধির পরিমাণ হল
a. 40%
b. 46%
c. 44%
d. 42%
68. কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের 17% বাংলায় এবং 18% ইংরেজিতে অকৃতকার্য হয়। যদি বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে 5% অকৃতকার্য হয়। তবে উভয় বিষয়ে কৃতকার্যের শতকরা হার হল?
a. 40%.
b. 60%
c. 70%
d. 30%
69. যদি Aএর 90% = Bএর 30% এবং B = Aএর 2x%, তবে x = ?
a. 150
b. 300
c. 400
d. 450
d. 25%
70. একজন সাঁতারু স্রোতের প্রতিকূলে এবং অনুকূলে গতিবেগ যথাক্রমে 10 কিমি/ঘণ্টা ও 13 কিমি/ঘণ্টা। নদীতে স্রোতের গতিবেগ কত?
a. 3 কিমি/ঘণ্টা
b. 1.5 কিমি/ঘণ্টা
c. 11.5 কিমি/ঘণ্টা
d. কোনোটিই নয়
REASONING PART
71. যদি ‘RAMAYANA’কে ‘AMARANAY’ হিসাবে কোড করা হয় তবে আপনি কীভাবে ‘TULSIDAS’ কোড করবেন?
a. UTSLIDSA
b. SADISLUT
c. IDASTULS
d. SLUTSADI
72. যদি C> A, D>B, E>C এবং Z পর্যন্ত হয়, তাহলে ‘CHICMAGALUR’..?
a. EJKENCICNWT
b. EJKEOCIBNWT
c.EJKEOCICNWT
d EJKEOCICNVT
73. যদি MATCH = OCVEJ, তাহলে SCORE = ?
a. UETQH
b. UETQG
c. UEQGT
d. UEQTG
74. যদি ‘EARN’ কে ‘RANE’ হিসাবে কোড করা হয় এবং ‘BOND’ কে ‘NODB’ হিসাবে কোড করা হয়, তাহলে আপনি কীভাবে ‘TEAR’ কোড করবেন?
a. ARET
b. ATRE
c. AERT
d. REAT
75. ‘Red coloured chalk’-256, ‘Green coloured Flower’- 589 and ‘White coloured chalk’ -245, তবে ‘White’ এর কোড হবে?
a. 2
b. 3
c. 4
d. 5
76. রাহুল এবং রবিন দুই ভাই। রবিনের বাবা হল প্রমোদ, প্রমোদের বোন হল শীলা। প্রেমা হল প্রমোদের খুড়তুতো বোন। শীলার নাতনি হল শুভা। রাহুল, শুভার কে হয়?
a. ভাইপো
b. ভাই
c. খুড়তুতো ভাই
d. কাকা বা মামা
77. শ্যামা বলল যে রাজীবের বাবার বাবা, তার বাবা, শ্যামা রাজীবের সঙ্গে কীরূপে সম্পর্কিত?
a. মা
b. পিসি
c. খুড়তুতো ভাই
d. বোন
78. এক ব্যক্তি দক্ষিণ দিকে যাত্রা শুরু করলেন। 4 km যাওয়ার পর তিনি পূর্বদিকে ঘুরলেন এবং 6 km গেলেন। আবার তিনি উত্তরদিক অভিমুখে 12 km গেলেন যাত্রা শুরুর স্থান থেকে তিনি কত km দূরে আছেন?
a. 18 km
b. 14 km
c. 10 km
d. 22 km MOCK TEST টির ANSWER এর LINK নিচে দেওয়া রয়েছে।
79. বেমানান কোনটি?
a. Sri Lanka
b. Japan
c. Maldives
d. Tibet
নিম্নলিখিত সিরিজের প্রতিটিতে আলাদা বা ভুলসংখ্যা খুঁজুন ( Odd or Missing Number )[80-83]
80. 5, 7, 10, 13, 17, 19, 23
a. 7
b. 10
c. 17
d. 23
81. 1, 1, 4, 8, 9, 27, 16, 63
a. 8.
b. 27
c. 16
d. 63
82. 101, 123, 147, 172, 201
a. 101
b. 123
c. 147
d. 172
83. 4, 5, 10, 18, 34, 59
a. 5
b. 10
c. 34
d. 59
84. ABCD:NPRT :: FGHI:?
a. RTUW
b. RTOQ
c. SUWY
d. SUYW
85. 85. যদি L বোঝায় ‘÷’ , M বোঝায় ‘×’ , P বোঝায় ‘+’ , Q বোঝায় ‘-’ , তাহলে নিচের কোন বিবৃতি টি সত্য?
a. 32 P8 L 16Q4=-3/2
b. 6 M 18 Q26 L 13 P7 = 173/13
c. 11 M 34 L 17Q8L3=38/3
d. 9 P 9 L 9 Q 9 M 9 =-71
86. নীচের ছক্কায় E এর বিপরীতে কী আছে?
a. A
b. B
c. C
d. D
87. নীচের Diagram টিতে কয়টি চতুভূজ আছে?
a. 8
b. 9
c. 10
d. 11
88. 2023 সালের 15 ই আগস্ট যদি Sunday হয় তবে 2028 সালের 15 ই আগস্ট কী বার হবে?
a. Sunday
b. Saturday
c. Friday
d. Monday
89.? চিহ্ন স্থানে কী বসবে-
a. 5
b. 6
c. 7
d. 8
90. 1×2=5, 2×3=13, 3×4=?
a. 18
b. 20
c. 23
d. 25
91. নিচের ডায়াগ্রামে বর্গক্ষেত্রের সংখ্যা কয়টি ?
a. 42
b. 35
c. 36
d. 45
92. X যদি Y এর বোন হয়, Z হল Y এর মা, W হল Z এর বাবা, V হল Z এর স্বামী, তাহলে W, X এর কে হন?
a. কাকা/মামা/জ্যাঠা
b. দাদামশাই
c. দাদু/ঠাকুরদাদা
d. ভাই
93. যদি ‘fun’ 62114 হিসাবে লেখা হয় এবং ‘ten’ 20514 হিসাবে লেখা হয় তাহলে ‘feet’ এর কোডটি কী হবে?
a. 6552
b. 65520
c. 62554
d. 6050520
94. বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে নিম্নের অণুক্রমটি সম্পূর্ণ কর।
AA, DB, GC, JD,_,_.
a. EM, FP
b. MF, PI
c. ME, PF
d. PE, KF
95. নীচের ক্রমটির মধ্যে প্রশ্ন চিহ্নের স্থানে কী বসবে
X-1, V-9, T-25, ?, P-81.
a. R-20
b. R-49
c. N-15
d. G-25
96.
‘?’ চিহ্ন স্থানে নীচের কোন সংখ্যাটি হবে?
a. 3
b. 4
c. 5
d. 6
97.
‘?’ চিহ্ন স্থানে নীচের কোন সংখ্যাটি হবে?
a. 11
b. 12
c. 22
d. 44
98.
‘?’ চিহ্ন স্থানে নীচের কোন সংখ্যাটি হবে?
a. 5
b. 25
c. 175
d. 225
99.
‘?’ চিহ্ন স্থানে নীচের কোন সংখ্যাটি হবে?
a. 22
b. 25
c. 27
d. 29
100.
‘?’ চিহ্ন স্থানে নীচের কোন সংখ্যাটি হবে?
a. 5
b. 8
c. 9
d. 6
উপরের MOCK TEST এর ANSWER এর জন্য এখানে CLICK করুন।