
Aim of life , Competitive Coaching Centre , Raghunathganj, Murshidabad ,
KP Mock Test , F.M- 100 , T- 1h
1. ‘I Dare’ কার আত্মজীবনী?
(a) ইন্দিরা গান্ধি
(b) কিরণ বেদী
(c) প্রতিমা প্যাটেল
(d) মেধা পাটেকব
2. ছয়জন সহকর্মী A, B, C, D, E এবং F বৃত্তের কেন্দ্রের দিকে মুখ করে সমান দূরত্বে একটি বৃত্তাকার টেবিলে একসঙ্গে লাঞ্চ করছেন। D হল E এবং B এর নিকটবর্তী প্রতিবেশী যখন C হল A এবং F এর নিকটবর্তী প্রতিবেশী। A যদি E এর অবিলম্বে বাম দিকে হয়, তাহলে C এর অব্যবহিত বামে কে?
(a) F
(b) B
(c) D
(d) E
3.হরপ্পা সভ্যতার গুরুত্বপূর্ণ ফসল দুটি কী ছিল?
(a) তুলা ও চাল
(b) তিল ও আখ
(c) চাল ও মটর
(d) গম এবং যব
4.মহম্মদ আলি কোন্ খেলার সঙ্গে যুক্ত ছিলেন?
(a) ক্রিকেট
(b) হকি
(c) বক্সিং
(d) গলফ্
5. একজন ব্যবসায়ী এক টাকা দিয়ে 10 টি টফি কিনলো। 25% লাভের জন্য তাকে কত টাকায় বিক্রিয় করতে হবে?
(a) 7
(b) 8
(c) 5
(d) 6
6. এক ব্যক্তি দক্ষিণ দিকে যাত্রা শুরু করলেন। 4 km যাওয়ার পর তিনি পূর্বদিকে ঘুরলেন এবং 6 km গেলেন। আবার তিনি উত্তরদিক অভিমুখে 12 km গেলেন যাত্রা শুরুর স্থান থেকে তিনি কত km দূরে আছেন?
(a) 14 km
(b) 10 km
(c) 18 km
(d) 22 km
7.নিম্নলিখিত জনপদের কোনটি প্রজাতান্ত্রিক রাজ্য ছিল?
(a) মগধ
(b) অঙ্গ
(c) কোশল
(d) বৃজ্জি
8.কে ’জিতল’ নামক মুদ্রা প্রবর্তন করেছিলেন?
(a) হুমায়ুন
(b) ইলতুৎমিস
(c) কুতুব-উদ্দিন-আইবক
(d) মোহাম্মদ বিন তুঘলক
9. নীচের খালি জায়গায় বসতে পারে এমন চিএটি প্রদও নকশা থেকে নির্বাচন করো।
Question figures:-
10. একটি পরিবারে A, B, C, D, E, F এই 6 জন সদস্য। A এবং B বিবাহিত দম্পতি। D, C-এর পুত্র। A, E-এর বাবা এবং E, F-এর নাতনি, F-এর স্বামী মারা গেছেন এবং C, A-এর ভাই। ওই পরিবারে কতজন পুরুষ সদস্য আছে?
(a) 2
(b) 3
(c) 4
(d) 5
11.টেলিভিশনের রিমোটে কোন রশ্মি ব্যবহৃত হয়?
(a) কসমিক
(b) আল্ট্রা ভায়োলেট
(c) দৃশ্যমান
(d) ইনফ্রা-রেড
12. লোকসভা দ্বারা গৃহীত অর্থ বিল কতদিনের মধ্যে রাজ্যসভা দ্বারা পাস করতে হয়?
(a) 14দিন
(b) 11 দিন
(c) 25দিন
(d) 30দিন
13. তিনটি সংখ্যার অনুপাত 3:4:5 এবং উহাদের ল.সা.গু 4200 হলে, গ.সা.গু কত?
(a) 15
(b) 20
(c) 60
(d) 70.
14.পশ্চিমবঙ্গে কত সালে অপারেশন বর্গা কার্যকর হয়েছিল?
(a) 1975
(b) 1967
(c) 1998
(d) 1978
15. ভারতীয় অর্থনীতিতে প্রথম কবে মুদ্রারহিত করন দেখা গিয়েছিল?
(a)1972
(b)1978
(c)1991
(d)2016
16. যদি ‘+’ মানে ‘÷’ হয়, ‘-‘ মানে ‘+’ ‘x’ মানে ‘-‘ এবং ‘÷’ মানে ‘x’ হয় তাহলে
20×12+4-8÷4= ?
(a) 39
(b) 41
(c) 49
(d) 38
17.কোন নদীর উপর ওসমান সাগর বাঁধটি নির্মাণ করা হয়েছে
(a)মুসি
(b) ব্রহ্মপুত্র
(c) পেরিয়ার
(d)উপরের কোনটি নয়
18. বয়েলের সূত্রে ধ্রুবক হল
(a) শুধুমাত্র গ্যাসের ভর
(b) শুধুমাত্র গ্যাসের তাপমাত্রা
(c) গ্যাসের ভর ও চাপ
(d) গ্যাসের ভর ও উন্নতা
19. প্রথম দুটি পদের যে সম্পর্কে যুক্ত, তৃতীয় পদটি অনুরূপভাবে নিচের কোন বিকল্পটির সঙ্গে একই সম্পর্কে যুক্ত :
ভুবনেশ্বর : ওড়িশা :: আইজল : ?
(a) মিজোরাম
(b) মেঘালয়া
(c) মণিপুর
(d) ত্রিপুরা
20. হাত ব্যাগের উপর 25% ছাড় আছে। মাধু একটি ব্যাগ কিনল, সে আরও 10% ছাড় পেল নগদ কেনার জন্য। তাকে হাত ব্যাগ -এর জন্য 540 টাকা দিতে হল। তাহলে হ্যান্ডব্যাগে দামের ট্যাগটি কত টাকার ছিল?
(a) 500 টাকা
(b) 800 টাকা
(c) 450 টাকা
(d) 600 টাকা।
21.জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয়
(a)X রশ্মি
(b) y রশ্মি
(c) অতিবেগুনি রশ্মি
(d) মাইক্রো তরঙ্গ
22.ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেছিলে?
(a) মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর
(b) হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও
(c) কেশবচন্দ্র সেন
(d)রাজা রামমোহন রায়
23. একটি ফ্ল্যাটের মূল্য 7,000,000 টাকা এবং প্রতি বছর 20% হারে হ্রাস পাচ্ছে। তাহলে আর কত বছর লাগবে যখন ফ্ল্যাটটির মূল্য 35,84,000 হবে?
(a) 2 বছর
(b) 3 বছর
(c) 4 বছর
(d) 5 বছর।
24. আইসিসির নতুন চেয়ারম্যান হিসাবে কে
সম্প্রতি দায়িত্ব শুরু করেছেন
(a) এম এস ধোনি
(b) গ্রেগ বার্কলে
(c) জয় শাহ
(d) শশাঙ্ক মনোহর
25. ‘?’ চিহ্নিত স্থানে উপযুক্ত শব্দ
(a) 56
(b) 58
(c) 64
(d) 84
26. Poverty and Un-British Rule in India’ গ্রন্থের লেখক কে? ‘
(a)সুরেন্দ্রনাথ ব্যানার্জি
(b) বদরুদ্দিন তায়েবজি
(c) ফিরোজশাহ মেহতা
(d) দাদাভাই নৌরজি
27. কোন সালে হিন্দু কলেজ স্থাপিত হয়?
(a) 1817
(b) 1820
(c) 1832
(d) 1857
28. জিজ্ঞাস (?) চিহ্ন স্থানে সঠিক সংখ্যাটি বসিয়ে নিচের সিরিজটি পূর্ণ কর-
19, 23, 32, 48, 73, ?
(a) 109
(b) 108
(c) 111
(d) 103
29. একজন ব্যবসায়ী একটি সোফা সেটের লিখিত মূল্য 24,500 টাকায় উপর দুটি ক্রমাগত ছাড় 5% দিলে। সোফা সেটের বিক্রয়মূল্য কত হবে?
(a) 1,163.75 টাকা
(b) 23,274.75 টাকা
(c) 23,275 টাকা
(d) 22,111.25 টাকা
30.কোন গভর্নর জেনারেল ভারতের পাশ্চাত্য শিক্ষার প্রসারে উদ্যোগী হয়েছিলেন?
(a)লর্ড কর্নওয়ালিস
(b) লর্ড রিপন
(c)লর্ড উইলিয়াম বেন্টিঙ
(d) লর্ড কার্জন
31.বক্রেশ্বর পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?
(a) বর্ধমান
(b) বাঁকুড়া
(c) পুরুলিয়া
(d) বীরভূম
32.চিত্র থেকে গ্রাম্য, অশিক্ষিত, সাকার ব্যক্তির সংখ্যা নির্ণয় করো।
(a) 6
(b) 10
(c) 12
(d) 14
33. উদ্ভিদে জল পরিবহনের জন্য কোন কলা দরকার?
(a) কোলেন কাইমেটাস
(b) ফ্লোয়েম
(c) স্কেরেন কাইমা
(d) জাইলেম
34.সকালবেলার শান্তির দেশ বলা হল-
(a) কোরিয়া
(b) রোম
(c) লেবানন
(d) কায়রো
35. নীচের জিজ্ঞাসা চিহ্ন স্থানে সঠিক সংখ্যা বসিয়ে ছকটি পূর্ণ কর-
(a) 40
(b) 45
(c) 54
(d) 60
36. পৃথিবীতে কোথায় প্রথম অলিম্পিক গেমসের আসর বসেছিল?
(a) মিশর
(b) গ্রীস
(c) চিন
(d) ভারত
37.Half Girlfriend” বইটির লেখক কে?
(a) চেতন ভগৎ
(b) বিক্রম শেঠ
(c) গীতা মেহতা
(d) শোভা দে
38. একটি নির্দিষ্ট কোর্ড ল্যাঙ্গুয়েজে ‘ARROW’ কে FOOSE’ এবং ‘GERM’-কে লেখা হয় ‘THOR’ তবে ‘MOWER’ লেখা হবে-
(a) SHORE
(b) ROSHE
(c) RSEHO
(d) HORSE
39. একটি ট্রেনের গতিবেগ হল 72 কিমি/ঘন্টা। তাহলে ট্রেনটি 15 মিনিটের মধ্যে কত দূর যেতে পারবে।
(a) 28 Km
(b) 36 Km
(c) 18 Km
(d) 27 Km.
40.মেঘদূতের রচয়িতা ছিলেন-
(a) কালিদাস
(b) বিশাখ দত্ত
(c) বাল্মীকি
(d) সেতা দেবী
41.বিশ্বের সর্ববৃহৎ বিতর্ক বা নাগরিক সভা হল-
(a) সাধারণ সভা
(b)অছি পরিষদ
(c)নিরাপত্তা পরিষদ
(d) অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
42.বর্গক্ষেত্রটির মধ্যে কটি ত্রিভুজ আছে?
(a) 12
(b) 16
(c) 18
(d) 20
43. SAARC-এর পুরো নামটি কী?
(a) South African Association for Regional Condition
(b) South Asian Association for Regional Condition
(c) South Asian Association for Regional Cooparation
(d) South African Association for Regional cooparation
44. অক্ষর গুলি একটি নির্দিষ্ট ক্রম অনুয়ায় সাজানো রয়েছে। ফাঁকা স্থানে নির্দিষ্ট সংখ্যা বসিয়ে সিরিজটি পূর্ণ কর-
C2_X2CC_XX2_C2_X_C
(a) C2X2X
(b) X2CX2
(c) AXX2C
(d) XCX2C
45. সাহিত্যে ভারতের সর্বোচ্চ পুরস্কার কোনটি?
(a) সাহিত্য অ্যাকাডেমী পুরস্কার
(b) পদ্মভূষণ পুরস্কার
(c) জ্ঞানপীঠ পুরস্কার
(d) দাদাসাহেব ফালকে পুরস্কার
46. 2012 সালে WHO ভারতবর্ষকে কোন রোগ থেকে মুক্ত বলে ঘোষণা করে?
(a) পোলিয়ো
(b) টিউবারকিউলোসিস
(c) চিকেন পক্স
(d) স্মল পক্স
47. সেই ভেনচিত্রটি চয়ন করুন যা প্রশ্নের দেওয়া তিনটি শ্রেণীকে সঠিকভাবে ব্যাখা করে ফুল, লাল, কাপড়
48. যদি D = 3, G = 6 এবং FUN = 38 হয়, তাহলে PRESIDENT =
(a) 100
(b) 110
(c) 119
(d) 101
49. কোনো একটি ভোটকেন্দ্রে মোট ভোটারের 75% ভোট দেন। প্রদত্ত ভোটের 2% নষ্ট হয়ে যায়। নির্বাচিত প্রার্থী 9261 ভোট পেয়ে নির্বাচিত হন যা প্রদত্ত বৈধ ভোটের 75% ভোটকেন্দ্রের মোট ভোটার কত?
(a) 16000
(b) 17000
(c) 16800
(d) 18600
50. ভারতে সর্বপ্রথম কোন গঠিত হয়? উন্নয়নমূলক আর্থিক প্রতিষ্ঠান
(a) IDBI
(b) IFCI
(c) ICICI
(d) SFCs
51. বিধানসভায় অর্থবিল উত্থাপনের জন্য কার পূর্বানুমতি প্রয়োজন?
(a) মুখ্যমন্ত্রী
(b) রাজ্যের অর্থমন্ত্রী
(c) বিধানসভার স্পিকার
(d) রাজ্যপাল
52. 9 বছর ধরে রমন 13,300 টাকা সুদ দিলো সে কিছু টাকা ধার নিয়েছিল দুই বছরের জন্য 6% হারে তারপর 3 বছরের জন্য 9% হারে, এবং বাকি সময়ের জন্য 14% হারে ধার নিয়েছিল। তাহলে সে কত টাকা ধার নিয়েছিল?
(a) 12,000 টাকা
(b) 10,000 টাকা
(c) 14,000 টাকা
(d) 12,500 টাকা।
53. এই প্রশ্নে, তিনটি বিবৃতি দেওয়া হয়েছে, তারপরে I এবং II নম্বরযুক্ত দুটি উপসংহার দেওয়া হয়েছে। বিবৃতিগুলিকে সত্য বলে ধরে নিয়ে, এমনকি যদি সেগুলি সাধারণভাবে জানা তথ্যের সাথে তারতম্য বলে মনে হয়, তবে সিদ্ধান্ত নিন কোনটি যুক্তিযুক্তভাবে বিবৃতি থেকে অনুসরণ করে/অনুসরণ করে।
বিবৃতি :
সব বোতলই ব্যাগ। কিছু ব্যাগ পেন্সিল। কিছু পেন্সিল শার্পেনার।
উপসংহার:
I. কিছু শার্পনার হল বোতল।
II. কিছু বোতল পেন্সিল।
(a) উভয় উপসংহার I এবং II অনুসরণ করে।
(b) উপসংহার I বা II উভয়ই অনুসরণ করে না।
(c) শুধুমাত্র উপসংহার II অনুসরণ করে।
(d) শুধুমাত্র উপসংহার আমি অনুসরণ করি।
54. ট্রেন A 800 কিলোমিটার যেতে ট্রেন B চেয়ে 6 ঘন্টা বেশি সময় নেয়। যদি ট্রেন A-এর গতি দ্বিগুন করা হয় তাহলে ট্রেন B – এর চেয়ে 2 ঘন্টা কম সময় নেবে। ট্রেন B এর গতি কত?
(a) 75 Km/h
(b) 50 Km/h
(c) 80 Km/h
(d) 60 Km/h.
55. F হল A-এর ভাই, C হল A-এর মেয়ে। K হল F-এর বোন। G হল C-এর ভাই। তাহলে G-এর কাকা কে?
(a) A
(b) C
(c) F
(d) K
56. ‘মাম্পস’ রোগটি কোন অংশের প্রদাহ কারণে হয়?
(a) সাবলিঙ্গুয়াল গ্রন্থি
(b) সাবম্যাক্সিলারি গ্রন্থি
(c) প্যারোটিড গ্রন্থি
(d) ইনফ্রা-অরবিটাল গ্রন্থি
57. বার্ষিক 8⅓ % সরল সুদের হারে 960 টাকার 1 বছর 3 মাসের সরল সুদ হবে-
(a) 100 টাকা
(b) 300 টাকা
(c) 106 ⅔ টাকা
(d) 120 টাকা
58.
‘A + B’ মানে ‘B’ A-এর পিতা।
‘A # B’ মানে ‘B’ A-এর বোন।
‘A@B’ মানে ‘B’ A-এর ভাই।
যদি A@B # C + D + E, তাহলে E কিভাবে A-এর সাথে সম্পর্কিত।
(a) পিতা
(b) পুত্র
(c) পিতার ভাই
(d) পিতার পিতা
59.নিম্নের কোথায় ভারতের প্রথম Google সেফটি ইঞ্জিনিয়ারিং সেন্টার প্রতিষ্ঠা করবে?
(a) হায়দ্রাবাদ
(b) চেন্নাই
(c) দিল্লি
(d) মুম্বাই
60. স্থির জলে নৌকার বেগ 6 km/h। নৌকাটি নির্দিষ্ট দূরত্ব স্রোতের অনুকূলে যেতে যে সময় নেয় ওই একই দূরত্ব স্রোতের প্রতিকূলে যেতে তার তিনগুণ বেশি সময় নেয়। স্রোতের বেগ কত?
(a) 1 km/h
(b) 2 km/h
(c) 3 km/h
(d) 4 km/h
61. ABC ত্রিভুজের O অন্তঃকেন্দ্র। ∠BOC = 110⁰ হলে, ∠BAC এর মান হবে-
(a) 35⁰
(b) 40⁰
(c) 45⁰
(d) 55⁰
62. ইংরোজি Dictionary অনুযায়ী প্রদত্ত শব্দগুলিকে সাজালে নীচের কোন বিকল্পটি ঠিক হবে?
1. Prestige 2. Pristine 3. Prescribe
4. Prepaid 5. Premium
(a) 4, 5, 3, 2, 1
(b) 5, 3, 4, 1, 2
(c) 5, 4, 3, 1, 2
(d) 4, 5, 3, 1, 2
63. ‘PQ’ মিররের সামনে কিছু লেখা রাখা হল লেখাগুলি দেখতে কেমন হবে।
64. অর্থ কমিশন-
(a) পঞ্চবার্ষিকী পরিকল্পনা রচনা করে
(b) আর্থিক নীতি প্রণয়ন করে
(c) কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নির্ধারণ করে
(d)কেন্দ্রীয় সরকারের কর রাজস্ব অর্থ রাজ্য সরকার গুলির মধ্যে বন্টন এর সুপারিশ করে
65. পরপর দেওয়া দুটি ছাড় শতাংশ ছাড়ের সমান? 20% এবং 20% একত্রে কত
(a) 42%
(b) 40%
(c) 36%
(d) 34%
66. REFORMATION শব্দটির বর্ণগুলি দিয়ে নীচের শব্দগুলির মধ্যে কোন্ শব্দটি তৈরি করা যাবে না?
(a) REFRAIN
(b) MOTION
(c) FORMAT
(d) REFRACT
67. দুটি সংখ্যা যথাক্রমে 20% এবং 50% তৃতীয় সংখ্যা থেকে বেশি হয় তবে প্রথম দুটি সংখ্যার অনুপাত কত?
(a) 2:5
(b) 4:5
(c) 3:5
(d) 6:7
68. ডজন প্রতি ডিমের দাম 6 টাকা কমলে 30 টাকায় আরও তিনটি বেশি ডিম পাওয়া যায়। কমার আগে এক ডজন ডিমের দাম কত ছিল?
(a) Rs. 24
(b) Rs. 30
(c) Rs. 48
(d) Rs. 60
69. এক ব্যক্তি 500 টাকায় একটি টেবিল ও একটি চেয়ার কিনে টেবিলটিকে 10% ক্ষতিতে এবং চেয়ারটিকে 10% লাভে বিক্রয় করার পর তার সর্বমোট 10 টাকা লাভ হলে চেয়ারের ক্রয়মূল্য (টাকা) হবে?
(a) 200
(b) 250
(c) 350
(d) 300
70. নীচের খালি জায়গায় বসতে পারে এমন চিএটি প্রদও নকশা থেকে নির্বাচন
71. 10 জন লোক দৈনিক 6 ঘন্টা কাজ করে কাজ করলে 90 দিনে কাজ শেষ হয়। তাহলে 6 জন লোক দৈনিক 15 ঘণ্টা কাজ করলে কত দিনে কাজ শেষ হবে?
(a) 60 দিন
(b) 30 দিন
(c) 40 দিন
(d) 50 দিন।
72. A ও B এর গড় আয় 200 টাকা এবং C ও D এর গড় আয় 250 টাকা। তবে A,B,C ও D এর গড় আয় কত?
(a) 200 টাকা
(b) 225 টাকা
(c) 125 টাকা
(d) 106.25 টাকা
73. A, B, C, D এবং E নামের পাঁচটি বই আছে। C বইটি D বইয়ের উপর রাখা আছে, কিন্তু E বই A বই – এর নীচে। E বইটি B – এর উপরে, D বইটি A এর উপরে আছে। কোন বইটি একদম নীচে রয়েছে?
(a) A
(b) D
(c) B
(d) C
74. 400 টাকার দুই বছরে সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত?
(a) 5%
(b) 10%
(c) 7%
(d) 11%
75. একটি নিরেট গোলক ও একটি লম্ব বৃত্তাকার চোঙ্গের ব্যাসার্ধ ও ঘনফল সমান হলে চোঙ্গটির ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত কত হবে?
(a) 4:3
(b) 3:4
(c) 4:5
(d) 5:4
76. প্রথম টার্মের সাথে দ্বিতীয় টার্মের যে সম্পর্ক আছে ঠিক ওই একী সম্পর্কের জন্য তৃতীয় টার্মের জন্য বিকল্প নির্বাচন করুন।
AC: CF:: MO:?
(a) PQ
(b) OQ
(c) OR
(d) QR
77. দুটি সংখ্যা, তৃতীয় সংখ্যা অপেক্ষা যথাক্রমে 25 এবং 36 নাম্বার কম। তবে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির কত শতাংশ কম?
(a) 18%
(b) 11%
(c) 52%
(d) 61%.
78. ভারতের কোথায় “মাশরুম রক” দেখা যায়?
(a) পূর্বঘাট
(b) পশ্চিমঘাট
(c) থর মরুভূমি
(d) সাতপুরা
79. যদি SQUARE কে সাংকেতিক ভাষায় TSXEWK লেখা হয় তাহলে TRIANGLE কে কী লেখা হবে?
(a) UTLESMSN
(b) UTLFSMSM
(c) UTLESMSM
(d) UTLĖSNSM.
80. দুটি মানুষের বয়সের অনুপাত 5:9 এবং একজন অপর জনের চেয়ে 40 বছরের বড়। দুই ব্যক্তির বয়সের সমষ্টি কত?
(a) 140
(b) 180
(c) 150
(d) 160
81.
1. X78
2. T92
3. P106
4. ____
(a) L120
(b) М120
(c) K120
(d) L118
82. কৃষ্ণনগর ও বিষ্ণুপুরে কোন শিল্প গড়ে উঠেছে?
(a) ফুড পার্ক
(b) মৃৎশিল্প
(c) তাঁত শিল্প
(d) উদ্যানপালন শিল্প
83. একটি চাকা 4000 বার ঘুরে 60 কিমি দূরত্ব অতিক্রম করে। চাকার ব্যাসার্ধ কত?
(a) 4.68 m
(b) 2.39 m
(c) 8 m
(d) 8.25 m
84. নীচের প্রদও বিকল্পগুলির থেকে বেমানান শব্দ নির্বাচন কর।
(a) CFG
(b) PRT
(c) VXZ
(d) HJL.
85.নিমগাছ হল-
(a) ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী গাছ
(b) ক্রান্তীয় আর্দ্র চিরহরিৎ গাছ
(c) ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী গাছ
(d) ক্রান্তীয় আর্দ্র শুষ্ক চিরহরিৎ
86. কিছু পরিমাণ টাকা বার্ষিক 15% সরল সুদের হারে 4 গুণ হবে কত বছরে?
(a) 15
(b) 20
(c) 25
(d) 26
87. যদি x4461 সংখ্যাটি সম্পূর্ণভাবে বিভাজ্য হয় 11 দ্বারা, তাহলে x-এর মান কত?
(a) 2
(b) 3
(c) 4
(d) 5
88. রাম ও মাধব একত্রে একটি কাজ 4 দিনে শেষ করে। আলাদা ভাবে কাজ করলে রামের যত দিন সময় লাগে, মাধবের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগে। রাম একা কাজটি কত দিনে শেষ করবে?
(a) 3 দিন
(b) 6 দিন
(c) 9 দিন
(d) 12 দিন
89. ভারতে সংবিধান দিবস কবে পালিত হয়?
(a) 3 ডিসেম্বর
(b) 25 অক্টোবর
(c) 5 জানুয়ারি
(d) 26 নভেম্বর
90. দ্বিতীয় নম্বরটির সঙ্গে প্রথম সংখ্যার যে সম্পর্ক আছে ঠিক ওই একি সম্পর্কে তৃতীয় নম্বরের জন্য বিকল্পটি নির্বাচন করুন।
9:100::13:
(a) 196
(b) 130
(c) 169
(d) 144
91.কোন বছর বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?
(a) 1765 খ্রিঃ
(b) 1792 খ্রিঃ
(c) 1802 খ্রিঃ
(d) 1805 খ্রিঃ
92. 1, 2, 10, ?, 101, 226
(a) 30
(b) 35
(c) 36
(d) 37
93. ভারতের কোন রাজ্যটি সালফার উৎপাদনে প্রথম স্থান অধিকার করে?
(a) আসাম
(b) মহারাষ্ট্র
(c) পাঞ্জাব
(d) তামিলনাড়ু
94. 9 ম ক্লাসে বিজ্ঞানের বিভাগের ছয় জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় ছিল 48 ফলাফল প্রকাশিত হবার পর দেখা গেল একজন শিক্ষার্থী ভুল করে 45 নম্বরটিকে 54 নম্বর হিসাবে দেখিয়েছে তাহলে সঠিক গড় কত?
(a) 64.39
(b) 76.50
(c) 46.40
(d) 46.50.
95. ভুটানের দ্বার’ নামে পরিচিত-
(a) শিলিগুড়ি
(b) আলিপুরদুয়ার
(c) কালিম্পং
(d) রায়গঞ্জ
96. যদি (X + Y) / (X – Y) =3:2 তবে (X2+Y2):(X2-Y2) হবে:-
(a) 24:5
(b) 5:12
(c) 13:12
(d) 12:13.
97. দুটি ট্রেনের গতিবেগ যথাক্রমে 60 কিমি/ঘণ্টা এবং 45 কিমি/ঘণ্টা। ট্রেন দুটি একে অপরের দিকে গতিশীল। ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করতে 12 সেকেন্ড সময় নেয়। যদি একটি ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার হয়, তবে দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য কত?
(a) 200 m
(b) 100 m
(c) 250 m
(d) 150 M
98.ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে, ভারতের একজন রাষ্ট্রপতি থাকবেন?
(a) 61 নং
(b) 62 নং
(c) 74 নং
(d) 52 নং
99. দস্তা ও তামার তৈরি দুটি সংকর ধাতুতে দস্তা ও তামার অনুপাত যথাক্রমে 1 : 2 এবং 2: 3। দুটি সংকর ধাতুকে কী অনুপাতে মিশ্রিত করলে মিশ্রণে দস্তা ও তামার অনুপাত 5 : ৪ হবে ?
(a) 2:5
(b) 3:7
(c) 3: 10
(d) 4:9
100. বেমানান কোনটি ?
(a) জিংক
(b) প্ল্যাটিনাম
(c) রূপা
(d) ব্রোঞ্জ
MOCK TEST টির ANSWER জন্য এখানে CLICK করুন ।