
Aim of life , Competitive Coaching Centre , Raghunathganj, Murshidabad ,
KP Mock Test , F.M- 100 , T- 1h
1.ক্যান্সার থেরাপির জন্য কোন আইসোটোপ ব্যবহার করা হয়?
(A) I ⁸⁰
(B) C ¹⁴
(C) Co ⁶⁰
(D) Ra ²²³
2.নীচের ক্রমে অনুপস্থিত শব্দটি হল-
a_aab_ab_ab_
(a) abba
(b) baaa
(c) abab
(d) baba
3. নীচের ছকে প্রশ্নচিহ্নিত স্থানে (?) কত হবে?

(a) 180
(b) 145
(c) 140
(d) 150
4. দুটি নল দিয়ে একটি খালি আলাদা আলাদাভাবে 12 মিনিট ও 15 মিনিটে পূর্ণ হয়। দুটি নল এক সঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি অর্ধেক ভরতে সময় লাগবে-
(a) 6⅔ মিনিট
(b) ৪½ মিনিট
(c) 3⅓মিনিট
(d)10 মিনিট
5. 1991 সালে ভারতের অর্থনৈতিক সঙ্কটের প্রধান কারণ ছিল
(a) বিপুল রাজকোষ ঘাটতি
(b) লেনদেন খাতে ঘাটতি
(c) মুদ্রাস্ফীতির উচ্চ হার
(d) সব কটি
6. 1969 সালে কতগুলি ব্যাঙ্ক জাতীয় করন হয়?
(a) 12
(b) 13
(c) 14
(d) 15
7. এক ব্যক্তি 660 টাকায় একটি শাল বিক্রি করে তার যত টাকা লাভ হয়েছে 640 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হতো। শালটির ক্রয়মূল্য কত?
(a) 650 টাকা
(b)620 টাকা
(c)615 টাকা
(d)630 টাকা
8. পিতা ও পুত্রের বয়সের অনুপাত 4: 3 । 4 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 7:5। পিতার বর্তমান বয়স হল-
(a) 48 বছর
(b)24 বছর
(c) 54 বছর
(d) 32 বছর
9. অনিতা উত্তরদিক বরাবর হেঁটে 20 মি. গেলো এবং তারপর সে ডানদিকে ঘুরে আরও 30 মি. হাঁটলো। এরপর সে বাঁদিকে ঘুরে 25 মি. হাঁটলো। এবার সে ডানদিকে ঘুরে 30 মি. হাঁটলো, এখান থেকে সে ডানদিকে ঘুরে 65 মি. হাঁটলো। আবার সে বামদিকে ঘুরে 40 মি. গেলো এবং অবশেষে বামদিকে ঘুরে 20 মি. হাঁটলো। তবে সে বর্তমানে কোনদিকে রয়েছে তার শুরুর স্থান থেকে?
(a) পশ্চিম
(b) পূর্ব
(c) উত্তর
(d) দক্ষিণ
10. নিচের সরলটির মান হবে-

(a) 9/7
(b) 11/7
(c) 7/5
(d)7/4
11. A, B, C-এর মাসিক বেতনের অনুপাত 3:8:5। যদি A এর তুলনায় C 12000 টাকা বেশি বেতন পায়, তবে B এর মাসিক বেতন হবে-
(a) 24000 টাকা
(b) 28000 টাকা
(c) 48000 টাকা
(d) 40000 টাকা
12. জিএসটি কোন্ ট্যাক্সকে অবলুপ্ত করেছে?
(a) সম্পত্তি কর
(b) কর্পোরেশন ট্যাক্স
(c) VAT
(d) সবকটি
13.পশ্চিমবঙ্গ বিধান পরিষদ কত সালে অবলুপ্ত হয়?
(a) 1965
(b) 1967
(c) 1969
(d) 1971
14. প্রদত্ত শব্দগুলিকে অভিধানের (dictionary) ক্রম অনুসারে সাজান।
(1) Frankenstein
(2) Frankincense
(3) Frankalmoign
(4) Frauendienst
(5) Fragmentations
(a) 3, 2, 5, 1, 4
(b) 5, 3, 1, 2, 4
(c) 1, 5, 3, 2, 4
(d) 4, 5, 1, 3, 2
15. একজন অসৎ ব্যবসায়ী একটি দ্রব্য ক্রয়মূল্যেই বিক্রি করল কিন্তু ওজনে 10% কম দিল। তার লাভ হবে?
(a)10%
(b) 11%
(c) 11⅑ %
(d) 12%
16. ‘স্বদেশবান্ধব সমিতি’ কে প্রতিষ্ঠা করেছিলেন?
(a) অশ্বিনী কুমার দত্ত
(b) পুলিন দাস
(c) সূর্য সেন
(d) বারীন্দ্র ঘোষ
17. X = 2 + √3 হলে 1/X -এর মান হবে-
(a) 2
(b) 2√3
(c) 4
(d) 2 – √3
18. প্রদত্ত বিবৃতি এবং সিদ্ধান্তগুলি মনোযোগ সহকারে পড়ে সঠিক সিদ্ধান্তটি (গুলি) নির্বাচন করুন, যেটি যৌক্তিকভাবে বিবৃতিকে অনুসরণ করে।
বিবৃতি:
1. সমস্ত ডিম হল মুরগি।
II. সমস্ত মুরগি হল পাখি।
III. সমস্ত পাখি হল কাক।
সিদ্ধান্ত:
1. সমস্ত ডিম হল কাক।
II. সমস্ত মুরগি হল কাক।
III. কিছু কাক হল পাখি।
(a) সমস্ত সিদ্ধান্তই অনুসরণ করে
(b) I এবং II সিদ্ধান্ত অনুসরণ করে
(c) শুধুমাত্র III সিদ্ধান্ত অনুসরণ করে
(d) শুধুমাত্র । সিদ্ধান্ত অনুসরণ করে
19. দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত হবে-
(a)1:2
(b) 1:4
(c)1:8
(d) 1: 16
20. ‘কৃষক প্রজা পার্টি’ কে গঠন করেন?
(a) ফজলুল হক
(b) জাফর আলি খান
(c) আল্লা বক্স
(d) করম শাহ
21.নীচের কে গোল টেবিল বৈঠকের প্রথম অধিবেশনে যোগ দিয়েছিলেন?
(a) তেজ বাহাদুর সপ্ত
(b) এম কে গান্ধী
(c) আবুল কালাম আজাদ
(d) এস সি বোস
22. 2 : 5 অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি 6: 11 হবে?
(a) 8
(b) 5
(c) 8/5
(d) 5/8
23. বার্ষিক 10% সরল সুদের হারে a টাকার b মাসের সুদ হবে-
(a) ab/100 টাকা
(b) ab/120 টাকা
(c) ab/1200 টাকা
(d) ab/10 টাকা
24. শ্বসন প্রক্রিয়ায় মোট উৎপন্ন ATP এর পরিমাণ হল
(a) 36 অণু
(b) 38 অণু
(c) 32 অণু
(d) 44 অণু
25. ভারতীয় সংবিধানে মোট কতগুলি তপশীল আছে?
(a) 9
(b) 10
(c) 11
(d) 12
26. ত্রিভুজাকার ক্ষেত্রের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত 3:4:5 এবং পরিসীমা 96 সেমি হলে, ত্রিভুজটির ছোটো এবং বড় বাহুর পার্থক্য কত হবেহবে-
(a) 10 সেমি
(b) 12 সেমি
(c) 16 সেমি
(d) 20 সেমি
27. X-এর 30% = 180 হলে X-এর মান হবে-
(a) 210
(b) 600
(c) 960
(d) 900
28. যদি -,+,÷,× মনে যথাক্রমে ÷,×,-,+ হয়, তাহলে নিম্নলিলিখ কোনটি সঠিক?
(a) 18+3×2÷8-6=40
(b) 18+3÷2×8-6=44
(c) 18-3×2+8÷6=15
(d) 18-3+2×8÷6=14
29. সিনেমা হলের আসন সংখ্যা 24% হ্রাস করে টিকিটের মূল্য 24% হ্রাস করা হল। মোটের ওপর শতকরা কত আয় হ্রাস পাবে?
(a) 42.76%
(b) 42.24%
(с) 48%
(d) 42.34%
30. ভারতীয় সংবিধানের 19 ধারায় দেওয়া হয়েছে
(a) 6 টি স্বাধীনতা
(b) 7 টি স্বাধীনতা
(c) ৪ টি স্বাধীনতা
(d) 9 টি স্বাধীনতা
31. ক্লাসের 39 জন ছাত্রের মধ্যে অর্পণ সৌমেনের চেয়ে 7 র্যাঙ্ক এগিয়ে। যদি সৌমেনের র্যাঙ্ক শেষ থেকে 17তম হয়, তাহলে শুরু থেকে অর্পণের র্যাঙ্ক কত হবে?
(a) 14তম
(b) 16তম
(c) 1৪তম
(d) 20তম
32. সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন?
(a) জে বি কৃপালনী
(b) রাজেন্দ্র প্রসাদ
(c) জওহরলাল নেহরু
(d) বি আর আম্বেদকর
33. U, V, W, X, Y এবং Z একটি গোলাকার টেবিল ঘিরে বসেছে। V, Z এবং W-এর মধ্যে আছে। U বসেছে Y এবং X এর মধ্যে। Z, X এর বাম দিকে থাকলে U এবং Z এর মাঝে কে বসেছে?
(a) X
(b) W
(c) V
(d) Y
34. দুটি পাত্রের মিশ্রণের দুধ ও জলের অনুপাত যথাক্রমে 5: 2 এবং 6 : 1 মিশ্রণ দুটি মেশানোর পর নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত হবে?
(a) 11:3
(b) 3:11
(c) 8:7
(d) 7:8
35. যদি A: B = 2: 3, B: C = 4: 5 এবং C: D = 3 : 7, মোট 2,100 টাকা হলে A-এর পরিমাণ কত?
(a) 240 টাকা
(b) 340 টাকা
(c) 260 টাকা
(d) 420 টাকা
36. ‘ভিটামিন সি’ এর রাসায়নিক নাম কি?
(a) টোকোফেরল
(b) সাইয়ানোকোবালামিন
(c) অ্যাসকরবিক অ্যাসিড
(d) থিয়ামাইন
37.ফ্লোয়েমের প্রধান কাজ কি?
(a) জল পরিবহণ
(b) খাদ্য পরিবহণ
(c) শক্তি যোগানো
(d) A এবং B
38.দুই বন্ধু একটি ব্যবসায় 1500 টাকা এবং 2500 টাকা বিনিয়োগ করল। তারা 800 টাকা লাভ করল। লাভের অর্ধেক দুজনের মধ্যে সমানভাবে ভাগ করা হল এবং বাকি অর্ধেক তাদের মূলধনের অনুপাতে ভাগ করা হল। প্রত্যেকে কত টাকা লাভ করেছে?
(a) 360 টাকা এবং 440 টাকা
(b) 350 টাকা এবং 450 টাকা
(c) 370 টাকা এবং 430 টাকা
(d) 375 টাকা এবং 425 টাকা
39. XXIV: 48:: XIV: x হলে x-এর মান হবে-
(a) 18
(b) 26
(c) 28
(d) 30
40.এর মধ্যে কতগুলি বর্গক্ষেত্রে আছে?

(a) 16
(b) 30
(c) 32
(d) 17
41. একটি সাঙ্কেতিক ভাষায়, ‘ENTER’ লেখা আছে ‘UBWKH’ হিসাবে এবং ‘SHIFT’ লেখা আছে ‘WCLEV’ হিসাবে। ‘TOUCH’ কে কিভাবে এই ভাষায়ে লেখা হবে?
(a) KFXRW
(b) WLXZK
(c) WXLKZ
(d) KZXLW
42. নিম্নলিখিত সমীকরণটিতে কোন দুটি সংখ্যা পরস্পর বিনিময় করলে প্রদত্ত সমীকরণটি সঠিক হবে?
7×10÷6+3-2 = 10
(a) 3, 10
(b) 6, 13
(c) 3, 7
(d) 2, 3
43. 400 ও 500-এর মধ্যবর্তী 12, 16 ও 24 দ্বারা বিভাজ্য সংখ্যাটি কত?
(a) 420
(b) 440
(c) 460
(d) 480
44. নিম্নের প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোন সংখ্যাটি প্রদত্ত শৃঙ্খলার প্রশ্ন চিহ্নটিকে (?) প্রতিস্থাপন করবে?
65, 90, 107, 116, 121,?
(a) 122
(b) 124
(c) 125
(d) 123
45. ব্লাড গ্রুপ কে আবিষ্কার করেছিলেন?
(a) পাভলভ
(b) আলেকজান্ডার ফ্লেমিং
(c) উইলিয়াম হারভে
(d) ল্যান্ডস্টেইনার
46.কে পরপর দুবার ভারতের উপরাষ্ট্রপতি হয়েছিলেন?
(a) ডঃ এস রাধাকৃষ্ণান
(b) আর ভেঙ্কটরমন
(c) ডঃ শঙ্করদয়াল শর্মা
(d) ভি ভি গিরি
47. একটি বিল ‘অর্থ বিল’ কিনা, তা কে স্থির করেন?
(a) অর্থমন্ত্রী
(b) রাষ্ট্রপতি
(c) রাজ্যসভার চেয়ারম্যান
(d) লোকসভার অধ্যক্ষ
48.একটি খাদ্য ভাণ্ডারে 1600 জনের 60 দিনের খাদ্য মজুদ করা ছিল । 15 দিন পর 600 লোক অন্যত্র চলে যাওয়ায় অবশিষ্ট খাদ্য কতদিন চলবে?
(a) 45 দিন
(b) 60 দিন
(c) 72 দিন
(d) 96 দিন
49. সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়সসীমা কত?
(a) 60 বছর
(b) 62 বছর
(c) 70 বছর
(d) 65 বছর
50. 512-এর সঙ্গে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
(a) 511
(b) 31
(c) 17
(d) 28
51. ‘?’ স্থানে কী বসবে?

(a) 20
(b) 9
(c) 72
(d) 8
52. ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি অন্তর্ভুক্ত হয় কোন সংশোধনীর মাধ্যমে?
(a) 41 তম সংশোধনী
(b) 42 তম সংশোধনী
(c) 43 তম সংশোধনী
(c) 44 তম সংশোধনী
53. 69 টাকায় একটি দ্রব্য বিক্রয় করলে 8% ক্ষতি হয়, 78 টাকায় বিক্রি করলে কত শতাংশ লাভঅথবা ক্ষতি হবে?
(a) লাভ বা ক্ষতি কিছুই হয়নি
(b) 4 শতাংশ লাভ
(c) 4 শতাংশ ক্ষতি
(d) 40 শতাংশ লাভ
54. লুপ্ত সংক্যাটি কত?
3, 7, 13, 21, 31, 43, ?.
(a) 55
(b) 57
(c) 60
(d) 59
55. হাইড্রোজেন বোমা কোন বিক্রিয়ার ভিত্তিতে তৈরি হয় ?
(a) পারমাণবিক বিচ্ছেদ বিক্রিয়া
(b) পারমাণবিক সংযোজন বিক্রিয়া
(c) প্রাকৃতিক তেজস্ক্রিয়তা
(d) কৃত্রিম তেজস্ক্রিয়তা বিক্রিয়া
56.জাতীয় উন্নয়ন পরিষদ কবে গঠিত হয়?
(a) 16 ই আগস্ট, 1950
(b) 1 লা এপ্রিল, 1951
(c) 6 ই আগস্ট, 1952
(d) 16 ই আগস্ট, 1952
57. কোন সময়কালে ভারতে ‘রোলিং প্ল্যান’ কার্যকর ছিল?
(a) 1968-69
(b) 1978-79
(c) 1988-89
(d) 1990-91
58. নীচের কোন চিত্রটি মহিলা, মাতা এবং সন্তান নির্দেশ করে?

59. 6টি লাঙল দিয়ে ৪ দিনে 16 বিঘা জমি চাষ করা যায়। এখন 21 বিঘা জমি চাষ করার জন্য যদি প্রতিদিন 9 টি করে লাঙল মাঠে নামানো হয়, তাহলে কত দিনে চাষের কাজ শেষ হবে বলে মনে হয়?
(a) 4 দিনে
(b) 6 দিনে
(c)7 দিনে
(d) 10 দিনে
60. নীচের চিত্রে বৃত্ত শিক্ষকদেরকে, ত্রিভূজ ডাক্তারদেরকে এবং আয়তক্ষেত্র খেলোয়াড়দের নির্দেশ করছে।

এই চিত্রে কতজন লোক যে কোন্ দুটি কাজের সাথে যুক্ত?
(a) 18
(b) 24
(c) 20
(d) 15
61. পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো: 4, 5, 8, 15, 10, 12, 20, 36, 22, 22, ?
(a) 46
(b) 44
(c) 36
(d) 49
62.শিবাজী কার সঙ্গে কখন পুরুন্দরের চুক্তি করেছিলেন?
(a) 1645- শায়েস্তা খাঁ
(b) 1650 আফজল খাঁ
(c) 1660 রাজা যশোয়ান্ত সিং
(d) 1665 রাজা জয় সিং
63.ইবাদত খানা’ কী?
(a) একটি বই
(b)একটি নতুন ধর্ম
(c) ধর্মীয় আলোচনার একটি স্থল
(d) একটি মসজিদ
64.কোনো সাংকেতিক ভাষায়, 236 মানে ‘God is good’, 865 মানে ‘Very good boy’, 725 মানে ‘Boy is brave’ এবং 574 মানে ‘Ram brave boy’। ওই ভাষায় ‘Ram is good boy’ -এর সংকেত কোনটি হবে?
(a) 7568
(b) 6245
(c) 7654
(d) 3425
65. A র বাবা B র শ্বশুরমশায়। B-র বাবা C-র শ্বশুরমশায়। যদি A ও B পুরুষ এবং C একজন স্ত্রীলোক হয় তাহলে A ও C এবং B ও C এর মধ্যে সম্পর্ক কীরূপ?
(a) C, A-র স্ত্রী এবং Bর বোন
(b) B-র স্ত্রী C, যার ভাই হল A
(c) A ও B ভাই এবং C, B র স্ত্রী
(d) এগুলির কোনোটিই নয়
66.খানুয়ার যুদ্ধে বাবরের প্রধান প্রতিদ্বন্দ্বী কে ছিলেন?
(a) মহম্মদ লোদী
(b) হিমু
(c) রানা সঙ্গ
(d) এদের কেউই নয়
67.চিরস্থায়ী ব্যবস্থা কে প্রচলন করেছিলেন?
(a) লর্ড কর্নওয়ালিস
(b) ওয়ারেন হেস্টিংস
(c) জন শোর
(d) লর্ড বেন্টিংক
68. নীচে একটি লুডুর ছক্কার চারটি অবস্থান দেওয়া আছে। % এর বিপরীত দিকের চিহ্ন নির্ণয় করো :

(a) O
(b) +
(c) $
(d) –
69. 7¹⁰⁵ সংখ্যাটির শেষ অঙ্কটি কত?
(a) 1
(b) 8
(c) 7
(d) 9
70.কাকে সংবাদমাধ্যমের মুক্তিদাতা বলা হত?
(a) বেন্টিংক
(b) ম্যাকাউলে
(c) হেস্টিংস
(d) মেটাক্যাফে
71. একটি পরীক্ষায়, 35% পরীক্ষার্থী একটি বিষয়ে এবং 42% অন্য বিষয়ে ফেল করছে এবং 15% উভয় বিষয়ে ফেল করেছে। যদি 2500 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, তবে কতজন পরীক্ষার্থী যে কোনো একটি করে বিষয়ে পাস করেছে?
(a) 1175
(b) 1100
(c) 1200
(d) 1225
72.ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখা যায়?
(a) পশ্চিম ঘাটে
(b) পূর্ব ঘাটে
(c)কৃষ্ণা ও গোদাবরীর ব-দ্বীপ অঞ্চলে
(d) উত্তর-পূর্ব হিমালয়ে
73. কিছু দ্রব্য 5 টাকায় 6টি হিসাবে ক্রয় করে 6 টাকায় 5 টি হিসাবে বিক্রয় করলে, শতকরা লাভের হার কত?
(a) 16⅔ %
(b) 30%
(c) 33⅓%
(d) 44%
74.অ্যান্টার্কটিকায় ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্রের নাম কী?
(a) মৈত্রী
(b) দক্ষিণ গঙ্গোত্রী
(c) ভারতী
(d) বন্ধন
75. একটি ব্যাগে 5:9:4 অনুপাতে যথাক্রমে 50 পয়সা, 25 পয়সা ও 10 পয়সা মিলিয়ে মোট 260 টাকা আছে। ব্যাগটিতে 25 পয়সার কতগুলি কয়েন ছিল?
(a) 160
(b) 200
(c) 360
(d) কোনোটিই নয়
76.চন্দ্রভাগা কোন নদীর বৃহত্তম উপনদী?
(a) সিন্ধু
(b) কৃষ্ণা
(c) কাবেরী
(d) নর্মদা
77. A একটি ব্যবসা শুরু করে 85000 টাকা দিয়ে এবং তার কিছু সময় পরে B 42500 টাকা নিয়ে তার সঙ্গে যোগদান করে। B কত সময়ের জন্য ব্যবসাটিতে যোগদান করে, যদি বছরের শেষে মোট লাভ 3: 1 অনুপাতে ভাগ করা হয়?
(a) 6 মাস
(b) 8 মাস
(c) 7 মাস
(d) 9 মাস
78. নিম্নলিখিত সারিতে 8 সংখ্যাটি 2 এবং 3 এর মধ্যে কতবার আছে?
2838482838248682833438286
(a) 1 বার
(b) 2 বার
(c) 3 বার
(d) 5 বার
79. নিচে দেওয়া শব্দগুলিকে অর্থবহ ভাবে সাজান:
1. Consulation
2. Illness
3. Doctor
4. Treatment
5. Recovery
(a) 2. 3. 4, 1,5
(b) 2, 3, 1, 4, 5
(c) 4, 3, 1, 2, 5
(d) 5, 1, 4, 3, 2
80.মহানদীর ওপর কোন বাঁধ তৈরি হয়েছে?
(a) ভাকরা বাঁধ
(b) হীরাকুঁদ বাঁধ
(c) নাগার্জুন সাগর বাঁধ
(d) সর্দার সরোবর বাঁধ
81. কোন্ অক্ষরটি বেমানান?
M, O, W, T
(a) M
(b) O
(c) W
(d) S
82.কোন ভারতীয় নদীর ওপর ধুয়াধার জলপ্রপাত অবস্থিত?
(a) নর্মদা
(b) তাপি
(c) সবরমতী
(d) মাহি
83. FEED = 6554; DEAD = 4514, তবে FACE = কত হবে?
(a) 6153
(b) 6315
(c) 6135
(d) 6513
84. বর্গাকার একটি পার্কের বাইরের চারদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার হলে, রাস্তাটির ক্ষেত্রফল হবে-
(a)1614 বর্গমিটার
(b)1416 বর্গমিটার
(c) 717 বর্গমিটার
(d) 735 বর্গমিটার
85. সম্প্রতি অমিয় কুমার বাগচী মারা গেছেন, তিনি কোন ক্ষেত্রের একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন?
(a) সাংবাদিকতা
(b)অর্থনীতি
(c) ঔষধ
(d) খেলাধুলা
86. 178 টাকায় একটি ছাতা বিক্রি করায় 11% ক্ষতি হয়েছে। কত টাকায় বিক্রি করলে 11% লাভ হতো?
(a) 190 টাকা
(b)185 টাকা
(c) 200 টাকা
(d) 222 টাকা
87. ‘?’ চিহ্নিত স্থানে কত বসবে?

(a) 5
(b) 18
(c) 12
(d) 14
88. যদি 3 * 5 = 150 এবং 4 * 5 = 200 হয়, তবে 6 * 7 =
(a) 520
(b) 540
(c) 420
(d) 450
89. শ্যামল পশ্চিমদিকে 9 কিমি গেল, তারপর ডানদিকে বেঁকে 7 কিমি ও বাঁদিকে বেঁকে ৪ কিমি গেল। পরে, পূর্বদিকে 11 কিমি গেল, আবার সে ডানদিকে বেঁকে 7 কিমি গেল। এখন সে শুরুর স্থান থেকে কতদূরে আছে?
(a) 6 কিমি
(b) 7 কিমি
(c) 9 কিমি
(d) 3 কিমি
90.কোন কেন্দ্রীয় মন্ত্রী সম্প্রতি “Bal Vivah Mukt Bharat” জাতীয় প্রচারাভিযান শুরু করেছেন?
(a) পীযূষ গোয়াল
(b) নির্মলা সীতারমন
(c) অন্নপূর্ণা দেবী
(d) গিরিরাজ সিং
91. 20 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:3। যদি 4 লিটার মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ দুধ মেশানো হয়, তবে দুধ ও জলের নতুন অনুপাত হবে-
(a) 7:3
(b) 7:4
(c) 7:2
(d) 7:5
92.আইপিএল নিলামের ইতিহাসে কে সবচেয়ে দামি খেলোয়াড় হয়েছেন?
(a) শ্রেয়াস আইয়ার
(b) ঋষভ পান্ত
(c) কেএল রাহুল
(d) ভেঙ্কটেশ আইয়ার
93. A-এর 500 টাকা 9 মাসের জন্য এবং B-এর 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত হয়। লভ্যাংশ বণ্টনের অনুপাত হবে?
(a) 3:2
(b) 6:5
(c) 7:5
(d) 9:5
94. ভারতের বাইরে প্রথম স্বাধীন ভারতীয় সৈন্যবাহিনী কে গঠন করেছিলেন?
(a) এন এন রায়
(b) লালা হরদয়াল
(c) রাসবিহারী বসু
(d) সুভাষচন্দ্র বসু
95. চেন্নাই শহরটি কোন্ উপকূলে অবস্থিত?
(a) মালাবার উপকূলে
(b) করমণ্ডল উপকূলে
(c) উত্তর সরকার উপকূলে
(d) কোঙ্কন উপকূলে
96. পশ্চিমবঙ্গের সীমারেখায় কয়টি ভারতীয় অঙ্গরাজ্যের সীমারেখা স্পর্শ করে?
(a) 3টি
(b) 4টি
(c) 5টি
(d) 6টি
97. ছয় জন বালিকা বৃত্তাকারে দাঁড়িয়ে আছে। প্রত্যেকের মুখ বৃত্তকেন্দ্রের দিকে। তনিমা দাঁড়িয়েছে রুমির বাঁদিকে। অর্পিতা আছে চৈতালী ও বিজয়ার মাঝখানে। শালিমা দাঁড়িয়েছে তনিমা ও চৈতালীর মাঝখানে। শালিমার বাঁদিকে কে আছে?
(a) তনিমা
(b) চৈতালী
(c) অর্পিতা
(d) রুমি
98. টি. ভি. চালাতে গেলে “Remote Control” দ্বারা কোন্ তরঙ্গ ব্যবহার করা হয়?
(a) আলোক তরঙ্গ
(b) শব্দ তরঙ্গ
(c) বেতার তরঙ্গ
(d) মাইক্রোওয়েভ তরঙ্গ
99. কোন্ প্রণালীর মধ্য দিয়ে আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয়েছে?
(a) হাডসন প্রণালী
(b) কুক প্রণালী
(c) জিব্রাল্টার প্রণালী
(d) বেরিং প্রণালী
100. নিচের চিত্রটিতে কতগুলি ত্রিভুজ আছে?

(a) 10
(b) 8
(c) 9
(d) 11
COURSE:- COMBINED,DEFENCE,KP,WBP, NURSING, PRIMARY -TET, PRIMARY MOCK DEMO 1AND INTERVIEW, MTS, RAIL ETC.
Mock Test টির উত্তরের জন্য এই ওয়েবসাইটের
KP MOCK TEST SET -2(Prelims)Answer Post এ Visit করুন I