
1. একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুন মাঠটির ক্ষেত্রফল 338 বর্গমিটার হলে, তার পরিসীমা কত ?
(a) 90 মিটার
(b) 78 মিটার
(c) 84 মিটার
(d) 169 মিটার
2. একটি নৌকা স্রোতের অনুকূলে 6 মিনিটে 1 কিমি যায় এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় 6 কিমি যায়। স্রোতের গতিবেগ কত ?
(a) 6 কিলোমিটার/ঘন্টা
(b) 4 কিলোমিটার/ঘন্টা
(c) 3 কিলোমিটার/ঘন্টা
(d) 2 কিলোমিটার/ঘন্টা
3. কোনো টাকা 20 বছরে সুদে আসলে 3 গুন হয়। বার্ষিক সুদের হার কত?
(a) 20
(b) 10
(c) 5
(d) 15
4. শতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি ঘণ্টায় 100 কিলোমিটার বেগে যায় এবং ঘটায় 120 কিলোমিটার বেগে ফিরে আসে শতাব্দী এক্সপ্রেসর যাতায়াতের গড় গতিবেগ কত? (কিলোমিটার/ঘন্টা)
(a) 119 ¹/11
(b) 109 ¹/11
(c) 110
(d) 111 ¹/11
5. এক ব্যক্তি বার্ষিক 12½%, সরল সুদের হারে একটু টাকা ধার করে একটি মোটরসাইকেল ক্রয় করেন। চার বছর পর সুদ হিসাবে ব্যাঙ্কে তিনি 1250 টাকা জমা দেনা ওই ব্যক্তি কত টাকা ধার করেছিলেন?
(a) 2500
(b) 2450
(c) 3000
(d) 2400
6. কত টাকার 60%, 90 টাকার 83⅓ %-এর সমন?
(a) 160
(b) 135
(c) 175
(d) 125
7. 45 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের চারিদিকে 2 বার পরিক্রমা করতে এক ব্যক্তির কত সেকেন্ড সময় লাগবে, যদি তার গতিবেগ 9 কিলোমিটার/ঘন্টা হয়?
(a) 96
(b) 80
(c) 72
(d) 144
8. একটি ক্যাম্পে 4000 জন লোকের 190 দিনের খাবার মজুত ছিল। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্য তাদের আর কতদিন চলবে?
(a) 200
(b) 240
(c) 180
(d) 300
9. কোন ক্রেতা ক্রমিক 10% ও 20% ছাড় পেলে মোটের উপর কত ছাড় পেলেন (শতকরা হারে)?
(a) 30
(b) 20
(c) 15
(d) 28
10. রামের আয় শ্যামের আয় অপেক্ষা 20% বেশি শ্যামের আয় রামের আয় অপেক্ষা, শতকরা কত কম?
(a) 25⅔
(b) 16¾
(c) 16⅔
(d) 24⅔
11. 7, 0, 0, 5 দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম চার অঙ্কের সংখ্যা দুটির পার্থক্য হল
(a) 2943
(b) 2593
(c) 2493
(d) 2395
12. 150 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘটায় 70 কিমি বেগে চললে 200 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে ট্রেনটির কত সেকেন্ড সময় লাগবে?
(a) 30
(b) 18
(c) 16
(d) 24
13. কোনো একটি বিদ্যালয়ে বিজ্ঞান, বাণিজ্য ও কলা বিভাগের 120 জন ছাত্রের মধ্যে 15% বিজ্ঞান বিভাগে পড়ে মোট 66 জন কলা বিভাগের ছাত্র হলে, কত শতাংশ বাণিজ্য বিভাগের হার?
(a) 30
(b) 24
(c) 36
(d) 32
14. 8.65-এর সাথে কত যোগ করলে যোগফল 402 এর 0.3-এর সমান হবে?
(a) 120.6
(b) 113.95
(c) 111.65
(d) 111.95
15. A:B = 3:4, B:C = 6:5 হলে A:C- এর মান কত?
(a) 10:11
(b) 8:9
(c) 5:7
(d) 9:10
16. 2 কেজি 250 গ্রাম, 0.72 কুইন্টালের শতকরা কত?
(a) 5⅕
(b) 3⅛
(c) 2⅛
(d) 4¼
17. এমন একটি ভগ্নাংশ নির্নয় করো, 3/4 -এর সঙ্গে তার যে অনুপাত তার সঙ্গে 27/64 -এর অনুপাত একই হবে?
(a) 9/16
(b) 7/16
(c) 6/7
(d) 9/15
18. বার্ষিক ৪% সরল সুদের হারে কত টাকার 4 বছরের সুদ 136 টাকা হবে?
(a) 525
(b) 450
(c) 425
(d) 375
19. একটি খুঁটির ½ অংশ কাদায়, ⅓ অংশ জলে ও 25 মিটার জলের উপরে আছে। খুঁটিটি কত লম্বা ?
(a) 175 মিটার
(b) 125 মিটার
(c) 100 মিটার
(d) 150 মিটার
20. রাজধানী এক্সপ্রেস ও পূর্ণ এক্সপ্রেসের গতিবেগের অনুপাত 4:3 । পূর্বা এক্সপ্রেস যদি 4 ঘন্টায় 72 কিমি পথ যায়, তবে 3 ঘন্টায় রাজধানী এক্সপ্রেস কত পথ যাবে?
(a) 72 কিমি
(b) 48 কিমি
(c) 24 কিমি
(d) 60 কিমি
21. ছয়জন ব্যক্তি গোল হয়ে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। A, B- এর দিকে মুখ করে আছে। B,E-এর ডানদিকে ও C- এর বাঁদিকে বসে আছে। C, D-এর বাঁদিকে আছে। F, A এর ডানদিকে আছে। এরপর D, F- এর সাথে এবং E, B- এর সাথে তাদের স্থান পরিবর্তন করল। এখন C- এর দুপাশে কে কে আছে?
(a) E ও F
(b) B ও F
(c) B ও D
(d) B ও E
22. 8, 17, 36, 75,? ( প্রশ্নবোধক চিহ্ন স্থানে কী বসবে)
(a) 145
(b) 152
(c) 150
(d) 154
23.1= 9 এবং SLIP = 56 হলে, TASK = ? A
(a) 40
(b) 41
(c) 39
(d) 51
24. P, Q, R, S, T এবং U- এর মধ্যে প্রত্যেকের ওজন ভিন্ন । S, Q এর থেকে ভারী R শুধুমাত্র T ও P এর থেকে হালকা। Q সবথেকে হালকা নয় এবং P সবথেকে ভারী নয় । ওজনের দিক থেকে দ্বিতীয় ভারী কে?
(a) S
(b) Q
(c) P
(d) R
25. NATIONALISM শব্দটির প্রতিটি স্বরবর্ণকে ঠিক তার পরের বর্ণটি দ্বারা প্রতিস্থাপিত করা হলে এবং প্রতিটি ব্যঞ্জনবর্ণ কে ঠিক তার আগের বর্ণ দ্বারা প্রতিস্থাপিত করা হলে, নতুন বর্ণশ্রেণির বাঁদিক থেকে সপ্তম বর্ণটি কি হবে?
(a) M
(b) N
(c) B
(d) L
26. 8, 17, 26, 35, ? প্রশ্নবোধক চিহ্ন স্থানে কি বসবে?
(a) 52
(b) 44
(c) 42
(d) 39
27. Y হল X এর পুত্র। S হল R এর পুত্র। Y, P এর সাথে বিবাহিত। P হল R এর কন্যা। Y, S এর কে হয়?
(a) কাকা
(b) ভগ্নীপতি
(c) শালা
(d) মামা
28. দুইজন সৈনা A ও B যথাক্রমে পূর্ব ও পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়েছিল। তাদের দুজনকেই বলা হল” বাঁয়ে মুড়, পিছে মুড়, ডাঁয়ে মুর, বাঁয়ে মুড়”। এখন, A ও B যথাক্রমে কোনদিকে মুখ করে আছে?
(a) দক্ষিণ উত্তর
(b) পশ্চিম পূর্ব
(c) পূর্ব পশ্চিম
(c) উত্তর দক্ষিণ
29. রাহুল বাড়ি থেকে 15 কিমি পশ্চিম দিকে গিয়ে বাম দিকে ঘুরে 20 কিমি যাওয়ার পর আবার বাম দিকে ঘুরে 10 কিমি গেল। এরপর উত্তর দিকে 7 কিমি যাবার পর ডান দিকে ঘুরে 5 কিমি গিয়ে যাত্রা শেষ করল। বাড়ি ও শেষ স্থানের মধ্যে দূরত্ব কত (কিমি)?
(a) 15
(b) 10
(c) 5
(d) 13
30. কোনো নিয়ম অনুযায়ী GROWTH-কে HQPVUG এবং FOUR-কে GNVQ লেখা হলে, ওই নিয়ম অনুযায়ী BOOKWARM-কে কী লেখা হবে?
(a) CNNJXQSL
(b) CNPJXZSL
(c) CNNJXZSL
(d) CNPJVZSL
31. একজন পুরুষকে দেখিয়ে একজন স্ত্রীলোক বললেন, “তিনি আমার বাবার বাবার একমাত্র কন্যার স্বামী”। পুরুষটি মহিলার কে হন?
(a) পিসেমশাই
(b) কাকা
(c) খুড়তুতো ভাই
(d) সামা
32. Z1, A26 এবং GOAT 65 হলে, FATI = ?
(a) 68
(b) 78
(c) 72
(d) 82
33. CX, FU, IR, ?, OL, RI – প্রশ্নবোধক চিহ্ন স্থানে কি বসবে?
(a) KO
(b) LO
(c) MO
(d) MN
34. 25 শে জানুয়ারী, 2008 সোমবার হলে, 2 রা মার্চ, 2008 কী বার হবে?
(a) সোমবার
(b) বুধবার
(c) মঙ্গলবার
(d) রবিবার
35. UNDERSTANDING শব্দটির কর্ণগুলি কে বামদিক থেকে ইংরেজি কর্ণমালা অনুযায়ী সাজালে ও একটি বর্ণকে একবারই গ্রহণ করলে বাঁদিক থেকে অষ্টম বর্ণ কোনটি?
(a) U
(b) G
(c) D
(d) S
36. ‘+’ মানে ‘÷’,’-‘ মানে ‘x’,’÷’ মানে ‘-‘ এবং ‘x’ মানে ‘+’ বসালে
67×119+17-27÷259 = ?
(a) 7
(b)-3
(c)-13
(d) 3
37. ইংরেজি বর্ণমালার প্রথম থেকে 18তম বর্ণের বাদিকের সপ্তম বর্ণ কোনটি?
(a) M
(b) K
(c)J
(d) L
38. কোনো সাংকেতিক ভাষায় ‘pil gin jop’ মানে ‘apple is good’, ‘jop zon pin’ মানে ‘tree is tall’ এবং ‘pil man san’ মনে’eat good fruit’ হলে, ‘good’ -এর সংকেত কী?
(a) pil
(b) gin
(c) jop
(d) san
39. সঠিক পর্যায়ক্রমে সাজান:
(i) শাড়ি (ii) ছালা (iii) তুলো (iv) সুতো [v] কাপড়
(a) (iii), (ii), (i), (iv), (v)
(b) (iii), (v), (iv), (ii). (i)
(c) (iii), (iv), (v), (ii), (i)
(d) (ii), (i), (iii), (iv), (v)
40. একটি লাইনে মোট 52 জন ছাত্র দাঁড়িয়ে আছে রাম, শ্যামের 18 জনের আগে আছে। শ্যাম শেষ থেকে 13 তম স্থানে আছে। রাম সামনের থেকে কত জনের পিছনে আছে?
(a) 21
(b) 22
(c) 20
(d) 19