
1. একটি সুতোয় বাঁধা পাথর বৃত্তাকারপথে ঘুরতে ঘুরতে হঠাৎ ছিঁড়ে গেলে।
(A) পাথরটি স্পর্শক বরাবর যাবে
(B) পাথরটি ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে যাবে
(C) পাথরটি ব্যাসার্ধ বরাবর ভিতরের দিকে যাবে
(D) উপরের কোনোটিই নয়
2. একটি বস্তু আংশিক নিমজ্জিত অবস্থায় কোনো তরলে ভাসে। বস্তু ও তরলটিকে ঐ অবস্থায় চাঁদে নিয়ে গেলে বস্তুটি______
(A) আগের মতোই ভাসতে থাকবে
(B) বেশি অংশ নিমজ্জিত অবস্থায় ভাসবে
(C) কম অংশ নিমজ্জিত অবস্থায় ভাসবে
(D) ডুবে যাবে
3. বিশুদ্ধ জলে লবণ মেশালে এর স্ফুটনাঙ্ক কী হবে ?
(A) একই থাকবে
(B) কমবে
(C) বাড়বে
(D) উপরের কোনোটিই নয়
4. লাল + সবুজ + নীল = ?
(A) মেরুন
(B) সাদা
(C) কালো
(D) নীল
5. শব্দের বেগ সবচেয়ে বেশি_______
(A) কঠিনে
(B) তরলে
(C) গ্যাসে
(D) শূন্যস্থানে
6. জলে ভাসমান বিশুদ্ধ বরফের টুকরোর নিমজ্জিত অংশের পরিমাণ ______
(A) এর আয়তনের 8/9 অংশ
(B) এর আয়তনের 9/10 অংশ
(C) এর আয়তনের 10/11 অংশ
(D) এর আয়তনের 11/12 অংশ
7. জলের মধ্যে একটি দাড়ি কামানোর বুরুশ ডোবানো আছে। বুরুশটি জলের বাইরে নিয়ে এলে দেখা যায় এর চুলগুলি পরস্পরের কাছে চলে এসেছে, কারন হল।
(A) জলের পৃষ্ঠটান
(B) জলের সান্দ্রতা
(C) বুরুশের চুলগুলির স্থিতিস্থাপকতা
(D) বাতাস এবং জলের তাপমাত্রার পার্থক্য
৪. একটি বস্তুর উপর বিপরীতমুখী এবং অসমরৈখিক দুটি অসমান বল প্রয়োগ করা হয়। এর ফলে বস্তুটির _______
(A) কেবলমাত্র বৃত্তকার গতি থাকবে
(B) কেবলমাত্র রৈখিক গতি থাকবে
(C) বৃত্তকার বা রৈখিক কোনো গতিই থাকবে না
(D) বৃত্তকার এবং রৈখিক উভয় প্রকার গতিই থাকবে
9. কোন প্রক্রিয়ায় সূর্যের তাপ আমাদের কাছে পৌঁছায়?
(A) পরিবহণ
(B) পরিচলন
(C) বিকিরণ
(D) উপরোক্ত কোনোভাবেই নয়
10. নিম্নলিখিত কোন্ ধর্মের জন্য জল কৈশিক নল বেয়ে উঠে যায়?
(A) স্থিতিস্থাপকতা
(B) পৃষ্ঠটান
(C) সান্দ্রতা
(D) জলের ঘনত্ব
11. তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোনো অর্ধপরিবাহীর রোধ-
(A) প্রথমে বাড়ে, তারপর কমে
(B) একই থাকে
(C) বাড়ে
(D) কমে
12. Astronomy বলতে নীচের কোন্ বিষয়ের ওপর পড়াশোনা করা বোঝায়?
(A) চন্দ্র
(B) তারকা
(C) আকাশ
(D) সূর্য
13. LCD এর পুরো নাম কি ?
(A) লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে
(B) লো কারেন্ট ডিসপ্লে
(C) লাইট সার্কিট ডিসপ্লে
(D) উপরের কোনোটিই নয়
14. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ব্যতিক্রম?
(A) মিটার
(B) ফার্লং
(C) একর
(D) মাইল
15. আলোকবর্ষ কিসের একক?
(A) সময়
(B) দূরত্ব
(C) আলো
(D) আলোর প্রাবল্য
16. কোন বস্তুর তাপমাত্রা বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে বলা হয়
(A) আপেক্ষিক তাপ
(B) তাপগ্রহিতা
(C) জলসম
(D) উপরের কোনটিই নয়
17. বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গ হল
(A) তির্যক
(B) অনুদৈর্ঘ্য
(C) তড়িৎ চুম্বকীয়
(D) সমবর্তন
18. সাধারণত গার্হস্থ্য বৈদ্যুতিক তারের সংযোগ হল
(A) সমান্তরাল সজ্জা
(B) শ্রেণী সজ্জা
(C) শ্রেণী ও সমান্তরাল সজ্জা
(D) উপরের কোনটিই নয়
19. কোন রশ্মিটি সবচেয়ে বিপজ্জনক?
(A) আলফা রশ্মি
(B) বিটা রশ্মি
(C) গামা রশ্মি
(D) রঞ্জন রশ্মি
20. রাডার কোন কাজে ব্যবহৃত হয়
(A) নিমজ্জিত ডুবোজাহাজের স্থান নির্ণয় করতে
(B) বেতার গ্রাহক থেকে সংকেত গ্রহণ করতে
(C) ভূসমলয় উপগ্রহের স্থান নির্ণয় করতে
(D) কোন বস্তুর যেমন উড়োজাহাজের অবস্থান নির্ণয় করতে
21. একই গতিশক্তি সম্পর্ক যুক্ত কণাগুলির মধ্যে কার ভরবেগ সর্বোচ্চ?
(A) ইলেকট্রন
(B) প্রোটন
(C) নিউট্রন
(D) আলফা কণা
22. বাহ্যিক চৌম্বকক্ষের প্রভাব থেকে কোনো যন্ত্রকে মুক্ত রাখতে ব্যবহৃত হয়?
(A) কাচের আচ্ছাদন
(B) রবারের আচ্ছাদন
(C) পেতলের আচ্ছাদন
(D) কাঁচা লোহার আচ্ছাদন
23. কোন রাশির একক ডাইন সেকেন্ড?
(A) বল
(B) ভরবেগ
(C) শক্তি
(D) ক্ষমতা
24. একটি বরফের ঘনক একটি বড় বিকারের জলের মধ্যে ভাসানো আছে। যখন বরফটি সম্পূর্ণ গলে যাবে, তখন বিকারের জলের তলের কী পরিতর্বন হবে?
(A) অপরিবর্তিত
(B) নেমে যাবে
(C) উঠে যাবে
(D) প্রথমে উঠবে তারপর নেমে যাবে
25. এদের কোনটি দৈর্ঘ্যের একক নয়?
(A) আলোকবর্ষ
(B) মাইক্রন
(C) AU
(D) রেডিয়ান
26. একটি বস্তু অনুভূমিক তলে সমান গতিতে গমন করে। তবে বস্তুটির চলার সময় নিচের কোন রাশিটি থাকবে না?
(A) বেগ
(C) গতিশক্তি
(B) ভরবেগ
(D) ত্বরণ
27. গ্লিসারলে নিমজ্জিত একটি স্বচ্ছ কাঁচখন্ড পৃথকভাবে দৃশ্যমান হয় না কারণ গ্লিসারলের প্রতিসরাঙ্কের তুলনায়
(A) বেশি
(B) কম
(C) প্রায় সমান
(D) এটি প্রতিসারঙ্কের উপর নির্ভর করে না
28. টেলিযোগাযোগের জন্য কোন ধরণের তরঙ্গ ব্যবহার করা হয়?
(A) অবলোহিত রশ্মি
(B) অতিবেগুনী রশ্মি
(C) মাইক্রো তরঙ্গ
(D) X – রশ্মি
29. একটি স্কেলার রাশির উদাহরন হল ?
(A) বেগ
(B) বল
(C) ভরবেগ
(D) শক্তি
30. একটি ধাতব পাত থেকে একটি বৃত্তাকার অংশ কেটে নেওয়া হল। ধাতব পাতটিতে তাপ প্রয়োগ করলে বৃত্তাকার অংশের ব্যাস
(A) বাড়বে
(B) কমবে
(C) বাড়বে বা কমবে তা নির্ভর করবে বৃত্তাকার অংশের ব্যাসের উপর
(D) বাড়বে বা কমবে তা নির্ভর করবে পাতের পদার্থের উপর
31. দুটি তথ্য দেওয়া আছে
1. মানবজাতি বায়ুমন্ডল ছাড়া জীবন ধারণ করতে পারে না।
2. চাঁদে কোন বায়ুমন্ডল নেই।
এর উপরে ভিত্তি করে নেওয়া কোন সিদ্ধান্তটি সঠিক?
(A) কিছু মানুষ চাঁদে বাস করতে পারবে না
(B) চাঁদে কোনরুপ জীবনের সম্ভবনা নেই
(C) কোন মানুষ চাঁদে বাস করতে পারবে না
(D) সব কটিই সঠিক
32. নিউক্লীয় চুল্লীতে সংঘটিত সংশ্লিষ্ট নিউক্লীয় বিক্রিয়া হল
(A) ফিসন (বিভাজন)
(B) ফিউজন (সংশ্লেষণ)
(C) স্প্যালেশন
(D) নিউট্রন অ্যাবজর্পসন (নিউট্রন অভিশোষণ)
33. তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রুপান্তর করে –
(A) থার্মোস্ট্যাট
(B) মোটর
(C) ডায়ানামো
(D) রেটিফারার
34. একটি সুতির কাপড়ের এক প্রান্ত একটি গ্লাসের জলে নিমজ্জিত থাকলে কাপড়টি ভিজে যায়। এর কারণ-
(A) মহাকর্ষ
(B) সান্দ্রতা
(C) স্থিতিস্থাপকতা
(D) কৈশিক ক্রিয়া
35. দুটি বস্তু A ও B এর ভর যথাক্রমে m এবং 5m. একই সময় ধরে সমান বল এদের উপর প্রয়োগ করা হল। তাহলে
(A) A ও B এর বেগ সমান হবে
(B) A ও B এর ভরবেগ সমান হবে
(C) A এর ভরবেগ বেশি হবে
(D) B এর ভরবেগ বেশি হবে
36. নীচের উক্তিগুলি বিবেচনা করুন
(১) নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়
(২) নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়
(৩) বাড়িতে বৈদ্যুতিক সরঞ্জামগুলি শ্রেণী সমবায়ে যুক্ত থাকে।
(৪) টেলিভিসনের পিকচার টিউব মূলত একটি ক্যাথোড রশ্মি নল।
(A) কেবল ১ সঠিক
(A) কেবল ২ সঠিক
(C) কেবল ২ এবং ৪ সঠিক
(D) কেবল ১ এবং ৪ সঠিক
37. বিশ্ব জুড়ে যোগাযোগের জন্য ন্যূনতম সংখ্যক কৃত্রিম উপগ্রহ প্রয়োজন
(A) একটি
(B) দুটি
(C) তিনটি
(D) চারটি
38. সৌর শক্তির উৎস হল –
(A) পারমাণবিক সংযোজন
(B) পারমাণবিক বিভাজন
(C) তেজস্ক্রিয় ক্ষয়
(D) আলোক তড়িৎ ক্রিয়া
39. টেলিস্কোপের নলের উভয় প্রান্তেই থাকে
(A) উত্তল লেন্স
(B) অবতল লেন্স
(C) সম উত্তল লেন্স
(D) সম অবতল লেন্স
40. জাহাজের নাবিকদের কোন স্থানের অক্ষাংশ পরিমাপে সাহায্য করে কোন যন্ত্র?
(A) রিফ্লাক্টোমিটার
(B) স্ট্র্যাবোস্কপ
(C) সেক্সট্যান্ট
(D) ট্যাকোমিটার
41. দুটি গাড়ি, উচ্চগতিতে একে অপরকে অতিক্রম করছে। তাদের
পাশাপাশি চলার বিপদ-এর কারণ
(A) তাদের মাঝের অংশের বায়ুর চাপ বেড়ে যাওয়া।
(B) তাদের মাঝে অবস্থিত বায়ুকণার বেগ কমে যাওয়া।
(C) তাদের মাঝের অংশের বায়ুর চাপ কমে যাওয়া।
(D) তাদের মাঝে অবস্থিত বায়ুকণার বেগ বেড়ে যাওয়া।
42. উত্তম তাপ শোষকরা হল
(A) দুর্বল বিকিরক
(B) অ-বিকিরক
(C) উত্তম বিকিরক
(D) উচ্চ পালিশযুক্ত
43. বৃষ্টির পড়ে ভিজে রাস্তায় বেশি গতিবেগে গাড়ি চালানো অসুবিধাজনক হয়ে পড়ে কারণ:
(A) ঘর্ষণ কমে যায়
(B) ঘর্ষণ বেড়ে যায়
(C) ঘর্ষণ শূন্য হয়ে যায়
(D) গাড়ির উপর অধিক বল প্রয়োগ করা যায় না
44. দন্ত চিকিৎসকরা ব্যবহার করেন
(A) বিশেষ ধরনের আয়না
(B) সমতল আয়না
(C) অবতল আয়না
(D) উত্তল আয়না
45. ঘরের উপরের দিকে ভেন্টিলেটর থাকে
(A) শ্বাসক্রিয়ার অক্সিজেন আসার জন্য।
(B) যাতে সূর্যের আলো ঘরে আসতে পারে।
(C) বাতাসের পরিচলনস্রোত বজায় রেখে বাতাসকে তাজা রাখ জন্য।
(D) কার্বন ডাই অক্সাইডের একটি নির্গমন পথ রাখার জন্য।
উপরের প্রশ্নগুলির উত্তরের জন্য এখানে CLICK করুন।