
1. কলকাতা, বোম্বাই ও মাদ্রাজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়-
(a)1757 খ্রিঃ
(b)1857 খ্রিঃ
(c) 1776 খ্রিঃ
(d)1845 খ্রিঃ
Answer:-(b)1857 খ্রিঃ
2.ভারতীয় স্বাধীনতা সংগ্রামের নিরিখে নীচের কোন্ ঘটনাটি আগেই ঘটেছিল?
(a)গান্ধি আরউইন চুক্তি
(b) লখনউ চুক্তি
(c )ক্রিপস মিশন প্রস্তাব
(d) আগস্ট আন্দোলন
Answer:-(b) লখনউ চুক্তি
3.ভারতের রাজধানী দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল কার আমলে-
(a)লর্ড মিন্টো
(b) চেমসফোর্ড
(c)কার্জন
(d)হার্ডিঞ্জ
Answer:-(d)হার্ডিঞ্জ
4. ‘ভারতীয় নেতাদের বিচার করো’ কার উক্তি?
(a)রামমোহন রায়
(b) মহাত্মা গান্ধি
(c )দাদাভাই নৌরজী
(d) শান্তিলাল নেহেরু
Answer:-(a)রামমোহন রায়
5.কলকাতা বিশ্ব বিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন-
(a)গুরুদাস বন্দ্যোপাধ্যায়
(b)আশুতোষ বন্দ্যোপাধ্যায়
(c)উইলিয়াম কেলভিন
(d) লর্ড ওয়েলেসলি
Answer:-(c)উইলিয়াম কেলভিন
6. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন-
(a)কেলভিন
(b) লর্ড ক্যানিং
(c)গুরুদাস বন্দ্যোপাধ্যায়
(d)লর্ড ডালহৌসি
Answer:-(b) লর্ড ক্যানিং
7. ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলে?
(a)ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(b)রবীন্দ্রনাথ ঠাকুর
(c)রাজা রামমোহন রায়
(d)বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
Answer:-(c)রাজা রামমোহন রায়
8.1916 সালে লক্ষ্ণৌ চুক্তি হয়েছিল-
(a)নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে
(b)ব্রিটিশ এবং ভারতীয়দের মধ্যে
(c )হিন্দু মুসলমানদের মধ্যে
(d)কংগ্রেস ও মুসলিম লিগের মধ্যে
Answer:-(d)কংগ্রেস ও মুসলিম লিগের মধ্যে
9. সরকারি চাকরিতে ইংরেজি ভাষাজ্ঞানকে অগ্রাধিকার দেন-
(a)লর্ড বেন্টিঙ্ক
(b)লর্ড হার্ডিঞ্জ
(c )লর্ড ওয়েলেসলি
(d)লর্ড হেস্টিংস
Answer:-(b)লর্ড হার্ডিঞ্জ
10. ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ম্যাগনাকাটা বলা হয়-
(a) মেকলে মিনিটস
(b) উডের ডেসপ্যাচ
(c) A ও B
(d) কোনোটিই নয়
Answer:-(b) উডের ডেসপ্যাচ