
1. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন-
(a) সুরেন্দ্রনাথ ব্যানার্জি
(b) দাদাভাই নওরােজি
(c) জি এইচ দেশমুখ
(d) ডব্লিউ সি ব্যানার্জি
2. 1886 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেন-
(a) দাদাভাই নওরােজি
(b) বদরুদ্দিন তায়েবজি
(c) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
(d) ফিরােজ শাহ মেহেতা
3. Poverty and Unbritish Rule in India-বইটির লেখক কে?
(a) ফিরােজ শাহ মেহেতা
(b) দাদাভাই নওরােজি
(c) রমেশচন্দ্র দত্ত
(d) গােপালকৃয় গােখলে
4.ভারতীয় জাতীয় কংগ্রেসের যে অধিবেশনে নরমপন্থী ও চরনপন্থীদের মধ্যে সংঘর্ষ চরমে
উঠেছিল?
(a) কলকাতা
(b) বােম্বাই
(c) সুরাট
(d) মাদ্রাজ
5. ভারতের জাতীয় কংগ্রেসকে অতি ক্ষুদ্র এক আণুবীক্ষণিক সংখ্যালঘু বলে উপহাস
করেছিলেন—
(a) লর্ড ডাফরিন
(b) লর্ড কার্জন
(c) লর্ড মিন্টো
(d) লর্ড লিটন
6. নরমপন্থী রাজনীতিকে ‘রাজনৈতিক ভিক্ষাবৃত্তি’বলেছে-
(a) বাল গঙ্গাধর তিলক
(b) বিপিনচন্দ্র পাল
(c) লালা লাজপত রায়
(d) মহাত্মা গান্ধি
7. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন—
(a) ফিরােজ শাহ মেহতা
(b) বদরুদ্দিন তায়েবজি
(c) মহম্মদ আলি জিন্নাহ
(d) মৌলানা আবুল কালাম আজাদ
8. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন—
(a) অ্যানি বেসান্ত
(b) সরােজিনী নাইডু
(c) কমলা নেহরু
(d) উর্মিলা দেবী
9.ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি ছিলেন
(a) লর্ড ডাফরিন
(b) অ্যালান অক্টাভিয়ান হিউম
(c) জর্জ ইউল
(d) লর্ড রিপন
10. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়?
(a) আশুতোষ কলেজ
(b)জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়
(c)গুরুদাস কলেজ
(d) গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ
11.গান্ধীজী প্রথম ও শেষবারের জন্য জাতীয় কংগ্রেসের সভাপতি হন কোথায়?
(a) করাচি
(b)বেনারস
(c )বেলগাঁও
(d)গয়া
12. বন্দেমাতরম গানটি প্রথম গাওয়া হয় কংগ্রেসের কোন অধিবেশনে?
(a)কলকাতা অধিবেশন
(b)হরিপুরা অধিবেশন
(c )লখন অধিবেশন
(d)লাহোর অধিবেশন
13. স্বাধীনতার সময় কংগ্রেস সভাপতি কে ছিলেন?
(a) রাজেন্দ্র প্রসাদ
(b) জে বি কৃপালিনী
(c) জহরলাল নেহ
(d) চিত্তরঞ্জন দাস
14.কোন্ সময়কে জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্ব বলা হয়?
(a) 1885-1895
(b) 1885-1905
(c) 1905-1915
(d) 1895-1925
15. নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কে প্রবর্তন করেন?
(a)লর্ড নর্থবুক
(b)লর্ড লিটন
(c )লর্ড রিপন
(d)উপরের কোনটিই নয়
16. ভার্নাকুলার প্রেসঅ্যাক্ট কে পাস করেন?
(a)লর্ড নর্থবুক
(b)লর্ড লিটন
(c )লর্ড রিপন
(d)উপরের কোনটিই নয়
17. ইলবার্ট বিল আইন কে পাস করেন?
(a)লর্ড নর্থবুক
(b)লর্ড লিটন
(c )লর্ড রিপন
(d)উপরের কোনটিই নয়
18. ভারতের জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে 1917 সালে কে সভাপতি ছিলেন?
(a) সরোজিনী নাইডু
(b) অ্যানিবেসান্ত
(c ) সুরেন্দ্রনাথ ব্যানার্জি
(d) দাদাভাই নৌরাজী
19. 1929 সালে লাহোর অধিবেশনে কংগ্রেসের সভাপতি কে ছিলেন?
(a) জহরলাল নেহেরু
(b) মতিলাল নেহের
(c ) বল্লভ ভাই প্যাটেল
(d) সুভাষচন্দ্র বোস
20. কংগ্রেসের কোন অধিবেশনে সুভাষচন্দ্র বসু পট্টভি সীতারামইয়াকে বিপুল ভোটে পরাজিত করেছিলেন!
(a) হরিপুরা
(b) ত্রিপুরি
(c ) মিরাট
(d) রামগড়
COURSE:- COMBINED,DEFENCE,KP,WBP, NURSING,
PRIMARY -TET, PRIMARY MOCK DEMO AND INTERVIEW, MTS, RAIL ETC.
Practice Test টির উত্তরের জন্য এই ওয়েবসাইটের HISTORY INM PRACTICE TEST(SET-1) FOR ALL COMPETITIVE EXAM Answer
Post এ Visit করুন I