
1. নিম্নলিখিত কোন্টি একটি প্রোটোজোয়ার উদাহরণ?
(a) পি মোজাইক
(b) এন্টামিবা হিস্টোলাইটিকা
(c) ইস্ট
(d) ভ্যারিওলা 105
2. চোখের রেটিনাতে তৈরি হওয়া কোন্ বস্তুর চিত্র হল-
(a) ভার্চুয়াল ও ইরেক্ট
(b) রিয়াল ও ইরেক্ট
(c) ভার্চুয়াল ও ইনভার্টেড
(d) রিয়াল ও ইনভার্টেড
3. নিম্নলিখিত কোন্ ভিটামিনটি উত্তাপ ও বায়ুতে সব থেকে সহজে ধ্বংস হয়?
(a) A
(b) B
(c) C
(d) D
4. শরীরের কোন্ অংশে ইউরিয়া উৎপন্ন হয়?
(a) বৃক্ক
(b) যকৃৎ
(c) অগ্ন্যাশয়
(d) বৃক্কথলি
5. সালোকসংশ্লেষের সময়-
(a) অক্সিজেনের উপস্থিতি অপরিহার্য
(b) ক্যাটাবোলিক রিয়্যাকশন ঘটে
(c) খাদ্যে আলোকশক্তি, রাসায়নিক শক্তি হিসাবে আবদ্ধ হয় (গ্লুকোজ)
(d) খাদ্যে আবদ্ধ রাসায়নিক শক্তি তাপশক্তি ও অন্যান্য শক্তি হিসাবে মুক্ত হয়।
6. নিম্নলিখিত কোন্টি অন্তঃক্ষরা গ্রন্থি নয়?
(a) অ্যাড্রিনাল গ্ল্যান্ড (কর্টেক্স)/গ্রন্থি
(b) পিটুইটারি গ্রন্থি
(c) লালা গ্রন্থি
(d) থাইরয়েড গ্রন্থি
7. নিম্নলিখিত কোন্টি একটি সংক্রমণজনিত ব্যাকটেরিয়া ঘটিত রোগ?
(a) কনজাংটিভাইটিস
(b) ডিপথেরিয়া
(c) ইনফ্লুয়েঞ্জা
(d) মিসেলস
8. নাইট্রোজেনের সংবন্ধন হল-
(a) নাইট্রোজেনের তরলীকরণ
(b) পরিবেশের নাইট্রোজেনকে প্রয়োজনীয় জৈবতে পরিণত করে
(c) বায়ু থেকে নাইট্রোজেন তৈরি করা
(d) নাইট্রোজেনকে নাইট্রিক অ্যাসিডে পরিণত করা
9. প্রথম সরল অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন-
(a) বরার্ট হুক
(b) লিউয়েন হুক
(c) পারকিনজি
(d) রবার্ট ব্রাউন
10. স্কার্ভি রোগ কোন্ ভিটামিনের অভাবে ঘটে?
(a) ভিটামিন D
(b) ভিটামিন B
(c) ভিটামিন C
(d) ভিটামিন A
11. AIDS হল-
(a) ভাইরাসঘটিত রোগ
(b) শৈবালঘটিত রোগ
(c) জেনেটিক রোগ
(d) ব্যাকটেরিয়াঘটিত রোগ
12. রক্ত সঞ্চরণের ক্ষেত্রে সর্বজনীন দাতা বলা হয় কাকে?
(a) Blood Gorup A
(b) Blood Gorup B
(c) Blood Group AB
(d) Blood Gorup O
13. নিম্নলিখিত কোন্ অংশটি সবথেকে শক্ত (মানবদেহে)?
(a) ডেনটাইন
(b) এনামেল
(c) হাড়
(d) নখ
14. জেনেটিক ইনফরমেশন কীসের দ্বারা পরিবাহিত হয়?
(a) ফ্যাটি অ্যাসিড
(b) প্রোটিন
(c) নিউক্লিক অ্যাসিড
(d) কার্বহাইড্রেট
15. সেপ্টিসেমিয়া হল-
(a) মানসিক অসুস্থতা
(b) রক্তের বিষক্রিয়া
(c) খাদ্য বিষক্রিয়া
(d) কোনোটাই নয়
16. ম্যালেরিয়ার জন্য দায়ী হল-
(a) প্লাসমোডিয়াম
(b) অ্যানোফিলিস মশা
(c) কিউলেক্স মশা
(d) দূষিত বায়ু
17. কলসপত্রী উদ্ভিদ (পিচার প্ল্যান্ট) হল-
(a) হেটেরোট্রপিক
(b) অটোট্রপিক
(c) ইনসেক্টিভোরাস
(d) অ্যাকিটিনোমরফিক
18. কোলেস্টেরল হল একটি-
(a) সম্পৃক্ত ফ্যাট
(b) অসম্পৃক্ত ফ্যাট
(c) স্টেরয়েড
(d) ডাইগ্লিসারাইড
19. কোন্ উদ্ভিদ রাতের বেলা স্টোমাটা খোলা রাখে এবং দিনের বেলা বন্ধ রাখে?
(a) ওয়াটার লিলি
(b) ক্যাকটাস
(c) সূর্যমুখী
(d) ফার্ণ
20. উদ্ভিদেরা কোন্ রূপে গ্লুকোজ সঞ্চয় করে রাখে?
(a) মনোস্যাকারাইড
(b) সেলুলোজ
(c) স্টার্চ
(d) গ্লাইকোজেন
ANSWER
1-c, 2-d, 3-c, 4-b, 5-c, 6-c, 7-b, 8-b, 9-b, 10-c, 11-a, 12-d, 13-b, 14-c, 15-b, 16-a, 17-c, 18-c, 19-b, 20-c.