
1. নীচের সংখ্যার সিরেজে, কতবার 1, 3 এবং 7 একসাথে আছে যেখানে 7 মাঝখানে এবং 1 ও 3 তার দুপাশে বসেছে?
2973173771331738571377173906
(a) 9
(b) 3
(c) 5
(d) 4
2. লক্ষণ আমার বাড়ি থেকে 15 কিমি পশ্চিমে গেল। তারপর বাঁ দিকে | ঘুরে 20 কিমি হাঁটল। সে এরপর পূর্বদিকে 25 কিমি গেল এবং শেষে বাঁ দিকে ঘুরে 20 কিমি গেল। বর্তমানে লক্ষ্মণ আমার বাড়ির থেকে। কতদূরে রয়েছে?
(a) 80 কিমি
(b) 5 কিমি
(c) 40 কিমি.
(d) 10 কিমি
3. প্রশ্নবোধক স্থানে কী বসবে?
A, I, P, V, A, E, ?
(a) H
(b) E
(c) G
(d) F
4. PORTER শব্দটিকে যদি কোনো সাংকেতিক ভাষায় MBNZQN লেখা হয়, তবে REPORT কীভাবে লেখা হবে?
(a) NQBMNZ
(b) NQMNBZ
(c) NBQMNZ
(d) NQMBNZ
5. নীচের কোনটি প্রদত্ত শব্দের প্রতিবিম্ব (Image)?
6. সঠিক বিকল্পকে চিহ্নিত করুন:
Carnivorous: Tiger: Wolf
(a) Player: Master: Manager
(b) Mango : Banana : Fruit
(c) Student: Boy: Girl
(d) Cat: Cow Milk
7. একটি ছক্কার তিনটি অবস্থান নীচে দেওয়া আছে। এর উপর ভিত্তি করে 2 নম্বর-এর বিপরীতে কী আসবে তা নির্ণয় করুন:
(a) 5
(b) 3
(c) 6
(d) 4
8. রবির জন্মদিন বুধবার। গোপালের জন্মদিন রবির জন্মদিনের 50 দিন পর হলে, গোপালের জন্মদিন কবে?
(a) শনিবার
(b) মঙ্গলবার
(c) বৃহস্পতিবার
(d) শুক্রবার
9. TRANSFERENCE শব্দটির বর্ণগুলির সাহায্যে নীচের শব্দগুলির মধ্যে কোন শব্দটি তৈরি করা যাবে না?
(a) TENSE
(b) FRANCE
(c) FACTOR
(d) ENTRANCE
10. নীচের ছবিটিতে কতগুলি ত্রিভুজ (triangle) আছে?
(a) 14
(b) 11
(c) 13
(d) 12
11. ভদ্রলোককে দেখিয়ে মহিলা বললেন, ‘উনি আমার মায়ের মার একমাত্র পুত্র’। ভদ্রমহিলা ভদ্রলোকের কে হন?
(a) বোনঝি (Niece)
(b) মা (Mother)
(c) বোন (Sister)
(d) কাকিম/মাসিমা (Aunt)
12. নীচের শব্দগুলিকে যদি অভিধানগতভাবে (dictionary) বর্ণমালা অনুযায়ী সাজানো হয়, তাহলে কোন শব্দটি মাঝখানে থাকবে? Electric, Elector, Electrode, Elect, Electron
(a) Elect
(b) Electric
(c) Electron
(d) Elector
13. নীচের কোন ছবিটি প্রশ্নবোধক স্থানে বসলে মূল ছবিটি সম্পূর্ণ হবে?
14. প্রশ্নবোধক স্থানে কী বসবে?
(a) 17
(b) 11
(c) 15
(d) 13
15. প্রশ্নবোধক স্থানে কী বসবে?
48, 24, 96, 48, 192, ?
(a) 98
(b) 76
(c) 96
(d) 90
16. অসম (odd) শব্দটি চিহ্নিত করুন:
(a) Tiny
(b) Big
(c) Trivial
(d) Small
17. প্রশ্নবোধক স্থানে কী বসবে?
BMX, DNW, FOV, ?
(a) HPT
(b) GHO
(c) HPU
(d) GPS
18. প্রশ্নবোধক স্থানে কী বসবে?
3 F, 6 G, 11 I, 18 L, ?
(a) 27Q
(b) 27P
(c) 25P
(d) 25N
19. A, B-এর ভাই। B, C-এর কন্যা এবং D হল A-র পিতা। তাহলে C, D-এর কে হন?
(a) নাতনি
(b) স্বামী
(c) ঠাকুরদা
(d) স্ত্রী
20. যদি K মানে ‘-‘ হয়, L মানে ‘÷’ হয় এবং D মানে ‘x’ হয় এবং M মানে ‘+’ হয়, তবে-
117 L 3 K 5 M 12 D 8 = ?
(a) 93.6
(b) 368
(c) 130
(d) 256
21. নীচের সিরিজটির শূন্যস্থানগুলি পর পর কোন বর্ণমালা দিয়ে পূর্ণ করলে তা একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলবে?
a_bc_a_beda_ccd_bed_.
(a) adbcad
(b) abddbd
(c) adbbad
(d) acbdbb
22. নীচের কোন ছবিটি মহিলা, মা ও ইঞ্জিনিয়ারদের সম্পর্ক নির্দেশ করবে?
23. P, Q, R, S এবং T একটি বৃত্তাকার টেবিলকে ঘিরে বসে আছে। R, P-এর ডানদিকে এবং S-এর বাঁদিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে। T, P ও S-এর মাঝখানে বসেনি। তাহলে কে R-এর বাঁদিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে?
(a) P
(b) Q
(c) T
(d) S
24. প্রদত্ত সমীকরণে ‘*’ স্থানে কী বসবে?
16 * 4 * 5 * 14 * 6
(a) ÷ + = –
(b) ÷ – = x
(c) ÷ x = +
(d) – x + =
25. রীনার বয়স সুনীতার বয়সের দ্বিগুণ। নমিতা শ্রাবণীর থেকে বয়সে ছোট, আবার শ্রাবণী সুনীতার থেকে বয়সে বড়। কাকলীর বয়স শ্রাবণীর বয়সের দ্বিগুণ হলে, কে বয়সের হিসাবে মধ্যমস্থানে আছে?
(a) কাকলী
(b) রীনা
(c) শ্রাবণী
(d) সুনীতা
উপরের QUESTION গুলির ANSWER এর জন্য এখানে CLICK করুন।