
Aim of life , Competitive Coaching Centre , Raghunathganj, Murshidabad ,
NTPC MOCK TEST , F.M- 120 , T- 1½h
1.ভারতে বিমান নির্মাণ করা হয়-
(a) কানপুরে
(b) ভূপালে
(c) নাসিকে
(d) বেঙ্গালুরুতে
2. একটি নল কোনো ট্যাঙ্ক 6 ঘন্টায় পূর্ণ করে। ট্যাঙ্কটি অর্ধপূর্ণ হলে ওইরকম আরও তিনটি নল খুলে দেওয়া হয়। ট্যাঙ্কটি পূর্ণ হতে মোট কত সময় লাগবে?
(a) 4 ঘন্টা
(b)3 ঘ. 45 মি
(c) 3 ঘ: 15 মি.
(d).4 ঘ: 15 মি.
3.ভারতে প্রথম শিল্পনীতি চালু হয়েছিল-
(a) 1947 সালে
(b) 1948 সালে
(c) 1949 সালে
(d) 1950 সালে
4.শুষ্ক বিন্দু (Dry Point) জনবসতি দেখা যায়-
(a) ব-দ্বীপ অঞ্চল
(b) পার্বত্য অঞ্চলে
(c) মরু অঞ্চলে
(d) সমভূমিতে
5. পর্যটকদের একটি দল A, B, C, D, E এবং F এই ছয়টি স্থান একই সপ্তাহের (সোমবার থেকে শনিবার) বিভিন্ন দিনে দেখল। ওই দলটি স্থান D তে যায় সোমবার। স্থান B এবং স্থান D তে যাবার মধ্যে তারা কেবল একটি স্থানে গিয়েছিল। স্থান C তে যাবার ঠিক পরের দিন তারা স্থান F এ গিয়েছিল। বৃহস্পতিবার তারা স্থান C বা A তে যায়নি। কোন দিন তারা স্থান E তে গিয়েছিল?
(a) শুক্রবার
(b) শনিবার
(c) বৃহস্পতিবার
(d) মঙ্গলবার
6. ভারতের কোন্ নদীটি ব-দ্বীপ গঠন করেনি?
(a)গঙ্গা
(b) গোদাবরী
(c) মহানদী
(d) তাপ্তী
7. জওহর সাগর বাঁধ কোন্ নদীর ওপর নির্মিত হয়েছে?
(a)চম্বল
(b) শোন
(c) তাপী
(d) রামগঙ্গা
8.কোন বছরে ভারতের সংবিধান প্রথম সংশোধিত হয়েছিল?
(a) 1951 সাল
(b) 1950 সাল
(c) 1948 সাল
(d) 1949 সাল
9. নিচে দেওয়া সমীকরণটির সাহায্যে যে বিকল্পটিতে উপনীত হওয়া যায় টা চিহ্নিত করুন
F < E < C = V > A > Y > N
(a) E > Y
(b) N < V
(c) F = V
(d) V < Y
10.কোন শিলালিপিতে অশোক কলিঙ্গ যুদ্ধে হতাহত এবং ক্ষয়ক্ষতির প্রসঙ্গ তুলে ধরে যুদ্ধ ত্যাগ করার কথা জানিয়েছিলেন?
(a) মাস্কি শিলালিপি
(b) XIII শিলালিপি
(c) XI শিলালিপি
(d) X শিলালিপি
11.দুটি সংখ্যার ল.সা.গু এবং গ.সা.গু যথাক্রমে 64 এবং 16, যদি একটির সংখ্যা 64 হয়, তাহলে অন্য সংখ্যাটি নির্ণয় করুন।
(a) 8
(b)16
(c) 64
(d) 032
12.রাষ্ট্রপতির অধ্যাদেশ ____জারি করা যেতে পারে?
(a) সংসদের আইনের অনুরূপ বিধানের ক্ষেত্রে
(b) রাষ্ট্রপতির বিশেষভাবে উল্লেখিত বিধানের ক্ষেত্রে
(c) সংবিধানের যে কোনো বিধানের ক্ষেত্রে
(d) এগুলির কোনটিই নয়
13.কে ভারতে চিস্তিসম্প্রদায়ের প্রতিষ্ঠা করেন?
(a)মঈনুদ্দিন চিস্তি
(b) খাজা নিজামউদ্দিন আউলিয়া
(c) খাজা সেলিম চিস্তি
(d) খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকী
14.প্রাচীন হরপ্পার শহর, লোথাল কোন রাজ্যে অবস্থিত?
(a) উত্তর প্রদেশ
(b) পাঞ্জাব
(c) গুজরাট
(d) রাজস্থান
15. নাগরিকত্ব অর্জন ও বাতিল করার বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা কাকে দেওয়া হয়েছে?
(a) রাষ্ট্রপতি
(b) প্রধানমন্ত্রী
(c) মন্ত্রিসভা
(d) সংসদ
16.কোনো প্রাণীর জীবনচক্রে স্ত্রী প্রজননকোষের নিষিক্তকরণ ছাড়া নতুন সন্তানের উৎপত্তির ঘটনাকে কী বলা হয়?
(a) জিনোম
(b) পার্থেনোজেনেসিস
(c) মনোগ্যামি
(d) সিঙ্গেমি
17. একটি নির্দিষ্ট সাঙ্কেতিক ভাষায়, ‘BMWO’ কে ‘2546’ হিসেবে সঙ্কেতায়িত করা হয়, ‘WANB’ কে ‘6751’হিসেবে সঙ্কেতায়িত করা হয়, ‘MOST’ কে ‘8249’ হিসেবে সঙ্কেতায়িত করা হয়। সেই ভাষায় ‘M’ এর সঙ্কেত কী হবে?
(a) 2
(b) 5
(c) 7
(d) 6
18. একটি সরলরেখার সাপেক্ষে বস্তুর গতি কত?
(a) অভিন্ন গতি
(b) অনুপ্রস্থ গতি
(c) স্থানচ্যুতি গতি
(d) সরল রৈখিক গতি
19. ভারতের রাজ্য পরিষদ____ নামেও পরিচিত।
(a) লোকসভা
(b) বিধানসভা
(c) রাজ্যসভা
(d) সংসদ
20. 5 টি সংখ্যার গড় 126, একটি সংখ্যা বাদ দেওয়ার পরেও গড় পরিবর্তন হয় না। বাদ দেওয়া সংখ্যাটি নির্ণয় করুন?
(a) 126
(b) 123
(c) 124
(d) 125
21.একটি মুদ্রার সাথে অন্য মুদ্রার মূল্যের তুলনাকে বলে।
(a) ডিউটি
(b) কাস্টমস ডিউটি
(c) আন্তর্জাতিক ব্যালেন্স সিট
(d) বৈদেশিক মুদ্রার হার
22. রাধামোহন কাপ কোন খেলার সাথে সম্পর্কিত?
(a) ব্যাডমিন্টন
(b) পোলো
(c) গল্ফ
(d) হকি
23. কোন ব্যাঙ্ক অন্যান্য ব্যাঙ্ক গুলিকে আর্থিক সহায়তা প্রদান করে।
(a) ভারতীয় স্টেট ব্যাঙ্ক
(b) রিজার্ভ ব্যাঙ্ক
(c) ইন্ডাস্ট্রিয়াল ব্যাঙ্ক
(d) ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
24. নিম্নে প্রদত্ত পাঁচটি পদের মধ্যে চারটি একটি নির্দিষ্ট উপায়ে অনুরূপ এবং তাই একটি দল গঠন করে। বিকল্পের কোনটি সেই দলের সাথে খাপ খায় না?
EA, LH, ZV, TP, MF
(a) MF
(b) ZV
(c) LH
(d) TP
25. প্রথম জোড়ায় প্রদত্ত যুক্তি অনুসারে প্রশ্ন চিহ্ন প্রতিস্থাপন করবে এমন বিকল্পটি চয়ন করুন।
0:J::T:_
(a) A
(b) Q
(c) O
(d)P
26.সিরিজের প্রশ্ন চিহ্নের স্থানে যে সংখ্যাটি বসবে সেটি চয়ন করুন। 87, 71, 92, 76, 97,?
(a) 113
(b) 98
(c) 76
(d) 81
27. সিরিজের প্রশ্ন চিহ্নের স্থানে যে সংখ্যাটি বসবে সেটি চয়ন করুন।
8,21, 57, 162, 474,?
(a) 1407
(b) 1422
(c) 1410
(d)1437
28.দিল্লির কোন বিখ্যাত সুলতান আলাই দরওয়াজা নির্মাণের দায়িত্ব দেন?
(a) ফিরোজ শাহ তুঘলক
(b) আলাউদ্দিন খিলজি
(c) মুহাম্মদ বিন তুঘলক
(d) বলবন
29.বরফের গলনাঙ্ক হল___
(a) 273.15 K
(b) 273.15 ⁰ F
(c) 273.15 ⁰ C
(d) 273.15 ⁰ R
30.’সত্যমেব জয়তে’ বাক্যটি কোন উপনিষদে পাওয়া যায়?
(a) মুণ্ডক উপনিষদ
(b) ছান্দোগ্য উপনিষদ
(c) কথা উপনিষদ
(d) কৈবাল্য উপনিষদ
31.কোষের নিউক্লিয়াস কে আবিষ্কার করেন?
(a) রবার্ট হুক
(b) আলেকজান্ডার ফ্লেমিং
(c) অ্যান্টনি ভ্যান লিউয়েনহোেক
(d) রবার্ট ব্রাউন
32.বার্ষিক 15% চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করা 48,800 টাকার 2 বছর পর পরিমাণ কত হবে?
(a) 65,538
(b) 64,538
(c) 66,538
(d) 67,538
33. একজন দোকানদার 230 টাকায় একটি জিনিস কিনে 184 টাকায় বিক্রি করে দেয়। ক্ষতির শতাংশ নির্ণয় করুন।
(a) 30%
(b) 25%
(c) 35%
(d) 20%
34. রাম ও রাজের বয়সের অনুপাত 4:5, যদি তাদের বয়সের সমষ্টি 243 হয়, তবে তাদের বয়সের মধ্যে পার্থক্য কত?
(a) 26
(b) 25
(c) 27
(d) 24
35. নিম্নলিখিত কোন সংখ্যাটি 12 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হতে পারে?
(a) 74276
(b) 78726
(c) 78286
(d) 78276
36.বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ‘ইলোরা গুহা’ কোন রাজ্যে অবস্থিত?
(a) রাজস্থান
(b) ঝাড়খন্ড
(c) মহারাষ্ট্র
(d) উত্তরপ্রদেশ
37. ভারতের উপরাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম যোগ্য বয়স কত?
(a) 35 বছর
(b) 45 বছর
(c) 18 বছর
(d) 25 বছর
38. নাগাল্যান্ডের রাজধানীর নাম কী?
(a) ওখা
(b) বিকানের
(c) কোহিমা
(d) টুয়েনসাং
39. নিচের বিবৃতিটি মনোযোগ সহকারে লক্ষ্য করুন এবং কোন সিদ্ধান্তটি বিবৃতিটির ক্ষেত্রে প্রযোজ্য নয়, তা নির্ণয় করুন।
*কিছু ট্রাক হচ্ছে বাইক।
*কিছু টায়ার বাইক নয় কিন্তু ট্রাক।
(a) কিছু টায়ার ট্রাক নয়
(b) কিছু বাইক হচ্ছে টায়ার
(c) কিছু বাইক হচ্ছে ট্রাক
(d) কোনো ট্রাক টায়ার না
40. নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারতীয় আইনস্টাইন নামে পরিচিত?
(a) আমির খসরু
(b) জে. সি. বোস
(c) নাগার্জুনা
(d) চেঙ্গিস খান
41. ডাল হ্রদ কোথায় অবস্থিত?
(a) ত্রিভান্দ্রম
(b) জয়পুর
(c) নয়াদিল্লি
(d) শ্রীনগর
42. অ্যাসিটিক অ্যাসিডের রাসায়নিক সূত্র হল
(a) CHCOOH2
(b) CH2COH
(c) CH3COH
(d) CH3COOH
43.একটি কাজ A 10 দিনে. B 12 দিনে ও C 15 দিনে করতে পারে। তারা একসাথে কাজ শুরু করার 2 দিন পরে A ও কাজ সম্পন্ন হওয়ার 4 দিন আগে C চলে যায়। কাজটি শেষ হতে কতদিন লেগেছিল?
(a) 65/7দিন
(b) 66 /8 দিন
(c) 64/9 দিন
(d) 67/9 দিন
44.উত্তরদিকে মুখ করে রবি 30 মিটার গেল। তারপর বামদিকে ঘুরে 50 মিটার আবার বামদিক ঘুরে 30 মিটার গেল। তার গন্তব্যস্থল থেকে এখন সে কত দূরে আছে?
(a) 30 মিটার
(b) 50 মিটার
(c) 40 মিটার
(d) 60 মিটার
45.ভারতের কোন রাজ্যে পোলো খেলার উদ্ভব হয়েছিল?
(a) নাগাল্যান্ড
(b) কেরল
(c) মণিপুর
(d) মিজোরাম
46. রাম, রহিম ও রতন একটি ব্যবসায় যথাক্রমে 5000 টাকা, 4000 টাকা ও 3000 টাকা নিয়োগ করে। রতন ব্যবসা দেখাশোনার জন্য মাসিক 200 টাকা পায়। বছরের শেষে মোট লাভ 8400 টাকা হলে রতন মোট পায়-
(a) 4100 টাকা
(b) 3900 টাকা
(c) 9000 টাকা
(d) 4400 টাকা
47. চিত্রটিতে কতগুলি ত্রিভূজ রয়েছে?
(a) 11
(b) 13
(c) 15
(d) 9
48. পাঁচ অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার সাথে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফল 6, 8, 10 ও 15 দ্বারা বিভাজ্য হবে?
(a) 110
(b) 50
(c) 80
(d) 70
49. নিচে দেওয়া কোন অধিকারটি ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত নয়?
(a) স্বাধীনতার অধিকার
(b) সাম্যের অধিকার
(c) ধর্মের স্বাধীনতার অধিকার
(d) পেশার অধিকার
50. মানব শরীরের কোন অংশ ইলিয়াম, ইসচিউম এবং পিউবিস এর সংমিশ্রণে তৈরি?
(a) চোয়াল
(b) নিতম্বের হাড়
(c) কপাল
(d) পা
51. 3 এবং 5 এর মধ্যে একটি অমূলদ সংখ্যা হল:
(a) √17
(b) √5
(c) √3
(d) √27
52. নিচে দেওয়া সংখ্যাগুলির মধ্যে একটি সংখ্যা ছাড়া বাকি সবগুলিই কোন না কোনভাবে সম্পর্কিত। ব্যতিক্রমটিকে চিহ্নিত করুন:
2, 28, 48, 58, 128
(a) 128
(b) 28
(c) 48
(d) 2
53. নিম্নে উল্লেখিত কোন ব্যক্তিত্ব কখনোই ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হননি?
(a) সুরেন্দ্রনাথ ব্যানার্জি
(b) ডঃ বি আর আম্বেদকর
(c) সরোজিনী নাইড
(d) দাদাভাই নরৌজি
54. 7 জন ব্যক্তির ওজন হল 64, 63, 62, 65, 67, 66 এবং 61 কেজি। এদের গড় হল:
(a) 64 কেজি
(b) 66 কেজি
(c) 63 কেজি
(d) 65 কেজি
55.বিকল্পগুলির মধ্য থেকে সঠিক সংখ্যাটিকে চিহ্নিত করুন যা নিচে দেওয়া সিরিজের পরবর্তী স্থানে বসবে:
44, 37, 29,___
(a) 16
(b) 20
(c) 55
(d) 11
56. সোহন এবং মোহন স্কুল থেকে যথাক্রমে 3.5 কিমি/ঘন্টা এবং 4 কিমি/ঘন্টা গতিতে যাত্রা শুরু করে। তাহলে কতক্ষণে তারা 1.5 কিমি দূরত্বে থাকবে যদি তারা একই দিকে যায়?
(a) 90 মিনিট
(b) 3 ঘণ্টা
(c) 1 ঘন্টা
(d) 12 মিনিট
57. নিচে দেওয়া কোনটি হচ্ছে এক উদ্ভিদ হরমোন?
(a) ইস্ট্রোজেন
(b) ক্লোরোফিল
(c) থাইরোক্সিন
(d) অক্সিন
58. কাশ্মীরের জাফরান শহর হিসেবে পরিচিত।
(a) শ্রীনগর
(b) জম্মু
(c) পাম্পোর
(d) সোপোর
59. রীণা এবং জাভা একটি কার্য সম্পন্ন করতে পারে 6 দিনে এবং জাভা একাকী কাজটি শেষ করতে পারে ৪ দিনে। তাহলে রীনা একাকী কতদিনে কার্যটি সম্পন্ন করতে পারবে?
(a) 48 দিন
(b) 12 দিন
(c) 2 দিন
(d) 24 দিন
60. বিকল্পগুলির মধ্য থেকে সঠিক সংখ্যাটি বেছে নিন যা নিচে দেওয়া সিরিজের পরবর্তী স্থানে বসবে।
17, 36, 76, 158,___.
(a) 324
(b) 344
(c) 316
(d) 350
61. নিম্নলিখিত কোনটি ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রামের গ্রোথ এরিয়ার অংশ নয়?
(a) ব্রডব্যান্ড হাইওয়ে
(b) E-গভর্নেন্স ফর রিফর্মিং ইন্ডিয়া
(c) ইউনিভার্সাল অ্যাকসেস টু মোবাইল সার্ভিসেস
(d) পাবলিক স্কুল এডুকেশন ফর অল
62. একজন ব্যক্তি হোস্টেল থেকে কলেজে 15 কিমি/ঘণ্টা গতিতে সাইকেল চালিয়ে 4.5 মিনিট দেরিতে পৌঁছায়। যদি সে 20 কিমি/ঘণ্টা গতিতে সাইকেল চালায়, তবে সে 4.5 মিনিট আগে পৌঁছায়। হোস্টেল ও কলেজের মধ্যে দূরত্ব নির্ণয় করুন। (কিমিতে)
(a) 8
(b) 6
(c) 9
(d) 7
63. একটি বাক্সে তিনটি ভিন্ন ধরনের পুরানো মুদ্রা 3:5:7 অনুপাতে রাখা হয়েছে, পুরানো মুদ্রার মূল্য যথাক্রমে 1 টাকা, 5 টাকা এবং 10 টাকা। যদি বাক্সে রাখা মুদ্রার মোট মূল্য 686 টাকা হয়, তাহলে 10 টাকার পুরানো মুদ্রার সংখ্যা নির্ণয় করুন।
(a) 48
(b) 51
(c) 50
(d) 49
64. 7,600 টাকা বার্ষিক ৪% হারে সাধারণ সুদে বিনিয়োগ করা হয়েছে। যদি 5 বছর পর টাকাটি তুলে নেওয়া হয় এবং মোট টাকার অর্ধেক অংশ শেয়ার বাজারে বিনিয়োগ করা হয়, তবে বাকি টাকার পরিমান কত (টাকায়)?
(a) 5,420
(b) 5,220
(c) 5,210
(d) 5,320
65. বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেছিলেন যা পরে এক কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে?
(a) শ্রী অরবিন্দ
(b) রাজা রামমোহন রায়
(c) সরোজিনী নাইডু
(d) রবীন্দ্রনাথ ঠাকুর
66. তাঁতিয়া টোপি ছিলেন একজন বিপ্লবী নেতা তিনি যে বিদ্রোহে সামিল হয়েছিলেন:
(a) 1857
(b) 1902
(c) 1890
(d) 1859
67.প্রশ্নে দেওয়া শব্দের জুটিগুলির মধ্যে তিনটি কোন না কোনভাবে সম্পর্কিত। ব্যতিক্রমটিকে চিহ্নিত করুন:
(a) Cow: Calf
(b) Lion: Cub
(c) Dog: Bark
(d) Insect: Larva
68.একটি ক্লাসে ছাত্রীদের সংখ্যা ছাত্রদের সংখ্যার সাত গুণ। নিচে দেওয়া কোন সংখ্যাগুলি ক্লাসে মোট পড়ুয়ার সংখ্যা জানায় না?
(a) 72
(b) 52
(c) 48
(d) 8
69.কেশবানন্দ ভারতী মামলায় 1973 সালে কোন প্রশ্নের জবাব দেওয়া হয়েছিল?
(a) সংবিধান সম্পূর্ণ বদল করা যায়
(b) সংবিধানের কিছু অংশে পরিবর্তন আনা যায়
(c) সংবিধান সংশোধন করা যায়
(d) সংবিধান সংশোধন করা যায় না
70. মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা পৃথিবীর প্রতি সূর্য ও চন্দ্রের একই দিকে আকর্ষণের কারণে কোনটি ঘটে?
(a) প্রবল জোয়ার
(b) তেজ কোটাল
(c) মরা কোটাল
(d) ভাঁটা
71. যদি W এর সংকেত হয় 46 এবং CAT এর সংকেত হয় 48, তাহলে DOG এর সংকেত হবে:
(a) 56
(b) 60
(c) 51
(d) 52
72. সোফিয়া এবং রোহন ব্যাডমিন্টন ও ফুটবল খেলে। দীনেশ এবং রাহুল ক্রিকেট ও ভলিবল খেলে। রোহন ও নবীন হকি ও ক্রিকেট খেলে। কে ক্রিকেট খেলে না?
(a) নবীন
(b) রোহন
(c) দীনেশ
(d) সোফিয়া
73.1498 সালে ভাস্কো দা গামা অবতরণ করেছিলেন?
(a) কোচিন
(b) কালিকট
(c) গোয়া
(d) সুরাট
74. একটি বইয়ের ধার্য্য মূল্য 1000 টাকা। একজন বই বিক্রেতা এটিতে 10% ছাড় দেন। তারপরও যদি তিনি 20% লাভ অর্জন করেন তবে বইটির দাম কত হবে?
(a) 740
(b) 750
(c) 760
(d) 770
75. 45639 কে 9 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত হবে?
(a) 1
(b) 4
(c) 0
(d) 3
76. সরল সুদে বার্ষিক 12% হারে বিনিয়োগ করা একটি নির্দিষ্ট মূলধনের উপর 5 বছর পর 3900 টাকার সুদ পাওয়া যায়। বিনিয়োগ করা মূলধনের পরিমাণ নির্ণয় করুন।
(a) 6400 টাকা
(b) 6200 টাকা
(c) 6500 টাকা
(d) 6300 টাকা
77. সঠিক ভেন ডায়াগ্রামটিকে বেছে নিন যা আইনজীবী, মানুষ, বিবাহিত মানুষ এর মধ্যেকার সম্পর্ক বোঝায়:
78. নিচে দেওয়া প্যাটার্নটি মনোযোগ সহকারে লক্ষ্য করুন এবং প্রশ্নচিহ্নের (?) স্থানে যে সংখ্যাটি বসবে তা নির্ণয় করুন:
(a) 12
(b) 114
(c) 9
(d) 8
79. ভাসমান দ্বীপ ফুমডিস হল নিচে দেওয়া কোন হ্রদের এক অদ্ভূত বৈশিষ্ট্য?
(a) চিল্কা হ্রদ
(b) সম্ভর হ্রদ
(c) লোকটাক হ্রদ
(d) প্যানগং হ্রদ
80. নিচে দেওয়া খাদ্য তালিকার কোন সর্বাধিক পরিমাণ শক্তি যোগায়? উপাদানটি প্রতি গ্রামে মানুষকে
(a) ভূষি
(b) প্রোটিন
(c) ফ্যাট
(d) কার্বোহাইড্রেট
81. নিচের কোন যন্ত্রটির সাহায্যে বায়ুমন্ডলীয় চাপ পরিমাপ করা হয়?
(a) থার্মোমিটার
(b) ওডোমিটার
(c) টেট্রামিটার
(d) ব্যারোমিটার
82. এক সাংকেতিক ভাষায়, HUNGER কে লেখা হয়েছে UHATREI তাহলে এই ভাষাতে SWIMMING কিভাবে লেখা হবে?
(a) UBFCCFCW
(b) FJVZZVAT
(c) GAPTIPIL
(d) FCKSSKSM
83. সঠিক বিকল্পটি বেছে নিন যা তৃতীয় শব্দটির সঙ্গে তেমনভাবেই সমন্বিত, যেমনভাবে প্রথম দুটি সম্বন্ধিত:
Radio: Sound :: Television:?
(a) Images
(b) Channels
(c) Colour
(d) Serials
84. ভারতীয় সংবিধানের কোন ধারাটি কেন্দ্রের কার্যনির্বাহী ক্ষমতার সঙ্গে সমন্বিত?
(a) 53
(b) 51
(c) 57
(d) 55
85. ভারতে সবুজ বিপ্লবের ফলে পেয়েছিল বিশেষত কৃষিজাত দ্রব্যের উৎপাদন বৃদ্ধি
(a) রাজস্থান, মহারাষ্ট্র এবং গুজরাট
(b) হরিয়ানা, পাঞ্জাব এবং উত্তর প্রদেশ
(c) ঝাড়খন্ড, পাঞ্জাব এবং উত্তরাখন্ড
(d) ছত্তিশগড়, বিহার এবং ওড়িশা
86. সংবিধানে কোন ধারায় Co-operative সম্পর্কে লিপিবদ্ধ করা হয়েছে?
(a) 43A
(b) 43B
(c) 31A
(d) 31B
87.কঠিন থেকে বায়বীয় মাধ্যমের দিকে যাওয়ার সময় শব্দের গতি?
(a) পরিবর্তন হয় না
(b) বৃদ্ধি পায়
(c) ওঠানামা করে
(d) হ্রাস পায়
88. ‘সংবাদ কৌমদী’ সংবাদপত্রের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
(a) রাজবিহারি বসু
(b) রাজা রামমোহন রায়
(c) শিশির কুমার ঘোষ
(d) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
89. জলের একটি অণুতে অক্সিজেনের সাথে হাইড্রোজেনের ভরের অনুপাত হল-
(a) 1:8
(b) 1:4
(c) 1:2
(d) 1:16
90. যখন বরফ গলে তখন-
(a) আয়তন বাড়ে
(b) আয়তন কমে
(c) ভর কমে
(d) ভর বাড়ে
91. রাজা টোডার মল কোন্ মঘুল সম্রাটের আমলে রাজস্ব বিষয়ক মন্ত্রী ছিলেন?
(a) হুমায়ুন
(b) শাহজাহান
(c) জাহাঙ্গারী
(d) আকবর
92. NATO-এর সদর দপ্তর-
(a) নিউইয়র্ক
(b) হেগ
(c) ব্রাসেল
(d) বন
93. কোন অক্ষরেখাটি ভারতের মধ্য দিয়ে গেছে যা ভারতের জলবায়ুকে প্রভাবিত করে?
(a) বিষুবরেখা
(b) মকরক্রান্তিরেখা
(c) কর্কটক্রান্তিরেখা
(d) আর্কটিক সার্কেল
94. জল দ্বারা প্রয়োগ করা ঊর্ধ্বমুখী বল কি নামে পরিচিত?
(a) মহাকর্ষীয় বল
(b) তরলের ঘনত্ব
(c) প্লবতা বল
(d) ঘর্ষণ
95. নিম্নলিখিত কোন অঞ্চলে চিরহরিৎ বৃক্ষের বন দেখতে পাওয়া যায়?
(a) মৌসুমি জলবায়ু অঞ্চলে
(b) মরুভূমি অঞ্চল
(c) ভূমধ্যসাগরীয়
(d) নিরক্ষীয় অঞ্চল
96. কোন মৌর্য রাজার শাসন আমলে কলিঙ্গ যুদ্ধ সংঘটিত হয়েছিল?
(a) বিন্দুসার
(b) অশোক
(c) চন্দ্রগুপ্ত
(d) দশরথ
97. কাশ্মীরের একটি লোকনৃত্যের নাম হল-
(a) ছৌ
(b) রউফ
(c) কুচিপুডি
(d) কোনোটিই নয়
98. কালিদাস সম্মান কোন রাজ্যসরকার প্রদান করে?
(a) মহারাষ্ট্র
(b) মধ্যপ্রদেশ
(c) আসাম
(d) গোয়া
99. কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিন্ধি ভাষা অষ্টম তপশিলে স্থান পায়?
(a) প্রথম সংবিধান সংশোধন
(b) নবম সংবিধান সংশোধন
(c) 21তম সংবিধান সংশোধন
(d) 36 তম সংবিধান সংশোধন
100. ভারতে প্রথম আদমশুমারি কত সালে পরিচালিত হয়েছিল?
(a) 1882
(b) 1880
(c) 1887
(d) 1881
101. 16 জন শিক্ষার্থীর একটি দলের প্রাপ্ত গড় নম্বর ছিল 20, একজন শিক্ষার্থী দল ছেড়ে চলে গেছে যার ফলে বাকি শিক্ষার্থীদের গড় বেড়ে 21 এ দাঁড়িয়েছে। কিন্তু অন্য একজন শিক্ষার্থী যোগদান করেছে, যার ফলে দলের গড় নম্বর একটু কমে গিয়ে 20.5 হয়েছে। যে শিক্ষার্থীটি ছেড়ে গেছে এবং যে যোগদান করেছে তাদের গড় নম্বর কত ছিল?
(a) 9
(b) 10
(c) 8
(d) 11
102. (5x – 3)(x + 4) – (2x + 5)(3x – 4) = কত i ?
(a) x² + 10x + 8
(b) – x² + 10x – 8
(c) x² + 10x – 8
(d) – x² + 10x + 8
103. কালা গুলাব গ্রন্থটির লেখক কে?
(a) আর কে নারায়ন
(b) অমৃতা প্রীতম
(c) অরুন্ধতী রায়
(d) অনিতা দেশাই
104. নিম্নলিখিত কোন স্থানে টার্শিয়ারি যুগের কয়লা পাওয়া যায়?
(a) পূর্ব হিমালয়
(b) দক্ষিণ হিমালয়
(c) পশ্চিম হিমালয়
(d) a এবং b উভয়
105. একজন ব্যক্তি সাইকেলে হোস্টেল থেকে কলেজে যাওয়ার সময় 15 কিমি/ঘণ্টা গতিবেগে চললে তাঁর 2 মিনিট দেরি হয়। যদি সে সাইকেলটি 20 কিমি/ঘণ্টা গতিবেগে চালায়, তবে 2 মিনিট আগে পৌঁছবে। হোস্টেল ও কলেজের দূরত্ব (কিমিতে) নির্ণয় করুন।
(a) 4
(b) 3
(c) 2
(d) 1
106. একটি বর্গক্ষেত্র টেবিলের কেন্দ্রে স্থাপিত একটি বর্গক্ষেত্রাকার কাচের মোট ক্ষেত্রফল হল 1089 বর্গসেমি। কাচের টুকরো এবং টেবিলের প্রান্তের মধ্যবর্তী স্থানের প্রস্থ 9 সেমি। টেবিলের বাহুর দৈর্ঘ্য নির্ণয় (সেমিতে) করুন।
(a) 51
(b) 53
(c) 52
(d) 50
107. 10 কেজি স্যুটকেস ধরে একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন লোকের কার্য হল-
(a) 100J
(b) 0J
(c) 98J
(d) 980J
108.নিচের কোন রাজ্যে, আরবিকা কফি ভারতে জন্মে
(a) আসাম
(b) উত্তরাখণ্ড
(c) পশ্চিমবঙ্গ
(d) কর্ণাটক
109. যদি ‘<‘ এর অর্থ ‘-‘, ‘>’ এর অর্থ ‘+’, ‘&’ এর অর্থ ‘x’, এবং ‘@’ এর অর্থ ‘÷’ হয়, তাহলে নিচে দেওয়া সমীকরণটির মান কত হবে? 119<56 @ 4 > 23 & 2
(a) 231
(b) 151
(c) 191
(d) 202
110. এক বৃত্তের ব্যাস 16 মিটার হলে, বৃত্তটির ক্ষেত্রফল কত হবে?
(a) 128π বর্গ মিটার
(b) 256π বর্গ মিটার
(c) 96π বর্গ মিটার
(d) 64π বর্গ মিটার
111. এক সাংকেতিক ভাষায় ‘we can sing’ এর সংকেত হল ‘pd ns ca ‘sing new songs’ এর সংকেত হল ‘lo uv ca’, ‘can join new’ এর সংকেত হল ‘km uv pd’ । ওই সাংকেতিক ভাষায় ‘we join’ এর সম্ভাব্য সংকেত কি হবে?
(a) uv km
(b) ns pd
(c) km ns
(d) pd uv
112. ফিউজ তারের বৈশিষ্ট্য কি হওয়া উচিত?
(a) কম প্রতিরোধ ক্ষমতা, উচ্চ গলনাঙ্ক
(b) কম রোধ, কম গলনাঙ্ক
(c) উচ্চ প্রতিবোধের, কম গলনাঙ্ক
(d) উচ্চ প্রতিবোধ, উচ্চ গলনাঙ্ক
113. প্রদত্ত বিবৃতিটি পড়ুন এবং বিবৃতিতে প্রদত্ত তথ্যের ভিত্তিতে প্রস্তাবিত কার্যধারাগুলির মধ্যে কোনটি যৌক্তিকভাবে অনুসরণ করে তা নির্ণয় করুন।
বিবৃতি:
প্রাকৃতিক দুর্যোগের সময়, এই বিভাগের ওভারল্যাপিং ফাংশনের কারণে অনেক বিভাগ একে অপরকে দোষারোপ করে।
কার্যধারা:
1. প্রাকৃতিক দুর্যোগের সময় দায়িত্ব গ্রহণের জন্য শুধুমাত্র একটি বিভাগ থাকা উচিত।
2. সমস্ত বিভাগকে অন্যায় কাজের জন্য দায়ী করা উচিত এবং শাস্তি প্রদান করা উচিত।
(a) 1 এবং 2 উভয়ই অনুসরণ করে
(b) 1 অথবা 2 কোনোটিই অনুসরণ করে না
(c) শুধুমাত্র 1 অনুসরণ করে
(d) শুধুমাত্র 2 অনুসরণ করে
114. প্রদত্ত চিত্রে ‘০’ হল বৃত্তের কেন্দ্র। OAPB এর ক্ষেত্রফলের পরিমাণ বৃত্তের মোট ক্ষেত্রফলের 5/18 অংশ হলে x এর মান নির্ণয় করুন।
(a) 115 ডিগ্রি
(b) 125 ডিগ্রি
(c) 100 ডিগ্রি
(d) 120 ডিগ্রি
115. _____সেলসিয়াস = 167 ফারহাইট।
(a) 103
(b) 198
(c) 348
(d) 75
116. তিন বছর পরে ধরিত্রীর বয়স হবে ইউনিসের বয়সের দ্বিগুণের চেয়ে আট বছর কম। তাদের বর্তমান বয়সের যোগফল 61 বছর। ধরিত্রীর বর্তমান বয়স কত?
(a) 39 বছর
(b) 41 বছর
(c) 43 বছর
(d) 36 বছর
117. 1 kWh =?
(a) 3.6 × 10 ⁶ J
(b) 3.6 × 10 5 J
(c) 3.6 × 10 -⁵ J
(d) 3.6 × 10 -⁶ J
118. একটি ক্লাসে 9 জন ছেলে এবং কিছু মেয়ে ছিল। একটি পরীক্ষায়, ছেলেদের প্রাপ্ত গড় স্কোর ছিল 12 আর মেয়েদের প্রাপ্ত স্কোর ছিল 14। যদি সামগ্রিক গড় 13.1 হয়, তাহলে ক্লাসে মোট ছাত্রের সংখ্যা কত?
(a) 22
(b) 19
(c) 20
(d) 21
119. বার্ষিক 9.5% সরল সুদে 6 বছরে কোন মূলধন সুদেমূলে 942 টাকা হয়। মুলধনের পরিমাণ ছিল:
(a) 626 টাকা
(b) 600 টাকা
(c) 675 টাকা
(d) 650 টাকা
120. তারার উজ্জ্বলতার পিছনে নীতিটি কী?
(a) পৃথিবীর বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের প্রতিসরণ সূচক ক্রমাগত অবস্থান পরিবর্তিত হয়।
পরিবর্তিত হয়, ফলে সময়ের সাথে তারার চিত্রের
(b) তাদের দ্বারা নির্গত আলোর তীব্রতা সময়ের সাথে পরিবর্তিত হয়।
(c) নক্ষত্রের আলো পৃথিবীর বায়ুমণ্ডলে ধূলিকণা এবং বায়ু কণার মাধ্যমে ছড়িয়ে পড়ে।
(d) সময়ের সাথে পৃথিবী থেকে তারার দূরত্ব পরিবর্তিত হয়।
উপরের MOCK TEST টির Answer এর জন্য এখানে CLICK করুন।