
পদার্থবিদ্যা
1. ম্যানোমিটার যন্ত্রের দ্বারা চাপ মাপা হয়
(W.B. Police Constable (Prelims) Examination- 2013)
(A) জলের
(B) তেলের
(C) গ্যাসের
(D) বায়ুমণ্ডলের
2. সূর্য ওঠার একটু আগে এবং সূর্য ডোবার একটু পরেও দ্রাঘিমারেখার নীচে সূর্যকে দেখতে পাওয়ার কারণ
(W.B. Police Constable (Prelims) Examination- 2013)
(A) প্রতিসরণ
(B) নিম্নচাপ
(C) আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
(D) বিচ্ছুরণ
3. নীচের কোনটি বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয়?
(W.B. Police Constable (Prelims) Examination- 2013)
(A) CFC নির্গমন
(B) কার্বন-ডাই-অক্সাইড নির্গমন
(C) বৃক্ষছেদন
(D) মিথেন নির্গমন
4.
(W.B. Police Constable (Prelims) Examination- 2013)
1. শুষ্ক বরফ CO₂ এর কঠিন রূপ
2. শুষ্ক বরফ মূলত শীতলীকরণের জন্য ব্যবহার করা হয়
3. জল থেকে তৈরী বরফ শুষ্ক বরফের থেকে ঠান্ডা
উপরের তথ্যগুলির কোনটি/কোনগুলি সঠিক?
(A) কেবল 1
(B) কেবল 2
(C) 1 এবং 2
(D) 1,2 এবং 3
5. সঠিক শব্দ মেলান:
(W.B. Police Constable (Prelims) Examination- 2015)
(1) কারেন্ট – (1) ওহম
(2) রেজিস্ট্যান্স- (2) অ্যাম্পিয়ার
(3) পাওয়ার- (3)কেলভিন
(4) টেম্পারেচার- (4)ওয়াট
(A) 1-1, 2-2, 3-3, 4-4
(B) 1-4, 2-3, 3-2, 4-1
(C) 1-4, 2-1, 3-2, 4-3
(D) 1-2, 2-1, 3-4, 4-3
6. একটি পদার্থের কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরের প্রক্রিয়াটির নাম হলো-
(W.B. Police Constable (Prelims) Examination- 2016)
(A) উর্ধ্বপাতন
(B) বাষ্পীভবন
(C) ঘনীভবন
(D) অবক্ষেপণ
7. নিম্নলিখিত কোন্ রঙগুলিকে মৌলিক রঙ বলা হয়?
(W.B. Police Constable (Prelims) Examination- 2016)
(A) লাল, নীল, সবুজ
(B) নীল, লাল, হলুদ
(C) লাল, হলুদ, সবুজ
(D) হলুদ, নীল, সবুজ
8. ভারতে শিল্পের জন্য নির্মিত প্রথম রোবটের (Industrial Robot) নাম কী?(W.B. Police Constable (Prelims) Examination- 2018)
(A) COMAU
(B) FANUC
(C) BRABO
(D) MOTOMAN
9. কীসের বেগ (speed) মাপার জন্য নটিকাল মাইল প্রতি ঘণ্টা ব্যবহার করা হয়?
(W.B. Police Constable (Prelims) Examination- 2018)
(A) ম্যাগলেভ (Maglev)
(B) চিতাবাঘ
(C) জাহাজ
(D) বুলেট ট্রেন (Bullet Train)
10. নিম্নের কোনটি ‘তাপ’ (heat) পরিমাপের একক (unit)?(W.B. Police Constable (Prelims) Examination- 2018)
(A) ভোল্ট
(B) নিউটন
(C) জুল
(D) ফ্লাক্স
11. ‘রামধনু (Rainbow)’ কেন হয়?
(W.B. Police Constable (Prelims) Examination- 2019)
(A) আলোর প্রতিসরণ (refraction) ও বিকিরণের (dispersion) জন্য।
(B) আলোর প্রতিসরণ (reflection) ও প্রতিফলনের (reflection) জন্য।
(C) আলোর বিক্ষেপ (scattering) ও প্রতিসরণের (refraction) জন্য।
(D) আলোর বিচ্ছুরণ (diffraction) ও প্রতিসরণের (refraction) জন্য।
12. ব্যারোমিটারের পাঠ (Reading) হঠাৎ কমে গেলে, আবহাওয়ার (weather) কী পরিবর্তন হবে?
(W.B. Police Constable (Prelims) Examination- 2019)
(A) খুব গরম হবে
(B) অন্তত 48 ঘণ্টা অবিরাম’ বৃষ্টি হবে
(C) ঠান্ডা হবে
(D) খুব ঝড় হবে
13. কিলোওয়াট-ঘণ্টা কীসের একক?
(W.B. Police Constable (Prelims) Examination- 2019)
(A) শক্তি (energy)
(B) ভরবেগ (momenturm)
(C) বল (force)
(D) ক্ষমতা (power)
14. ‘ওডোমিটার’ যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা যায়?
(W.B. Police Constable (Prelims) Examination- 2019)
(A) অতিক্রান্ত দূরত্ব
(B) এরোপ্লেনের গতিবেগ
(C) তেজস্ক্রিয়তা
(D) বৈদ্যুতিক শক্তি
15. সিনেমা হলে প্রোজেক্টর (Projector) রূপে কোন লেন্স ব্যবহৃত হয়? (W.B. Police Constable (Prelims) Examination- 2021)
(A) মেনিসকাস লেন্স (Meniscus lens)
(B) উত্তল লেন্স (Convex lens)
(C) জুম লেন্স (Zoom lens)
(D) অবতল লেন্স (Concave lens)
16. যদি পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল না থাকত, তবে পৃথিবী কেমন হত? (W.B. Police Constable (Prelims) Examination- 2021)
(A) অত্যধিক উষ্ণ
(B) সামান্য উষ্ণ
(C) সামান্য শীতল
(D) অত্যধিক শীতল
17. লেন্সের ক্ষমতার (power) একক কী?
(W.B. Police Constable (Prelims) Examination- 2021)
(A) ওয়াট
(B) মিটার
(C) ডায়পটার
(D) সেন্টিমিটার
18. নিম্নোক্ত কোনটি শক্তির (energy) একক নয়?
(W.B. Police Constable (Prelims) Examination- 2021)
(A) আর্গ (Erg)
(B) জুল (Joule)
(C) ক্যালরি (Calorie)
(D) পাস্কাল (Pascal)
19. ‘প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে’- এটি নিউটনের কোন্ গতিসূত্র? (W.B. Police Lady Constable (Prelims) Examination- 2023)
(A) প্রথম
(B) তৃতীয়
(C) চতুর্থ
(D) দ্বিতীয়
20. চাপ প্রয়োগের ফলে বরফের গলে যাওয়া এবং চাপ উঠিয়ে নিলে পরে আবার কঠিন অবস্থায় ফিরে আসার ঘটনাকে কী বলা হয়? (W.B. Police Lady Constable (Prelims) Examination- 2023)
(A) কঠিনীভবন (Solidification)
(B) বাষ্পীভবন (Vaporization)
(C) ঘনীভবন (Condensation)
(D) পুনঃশিলীভবন (Regelation)
21. কোনো একটি মাছকে জলের ভেতরে দেখলে সেটিকে ওর সঠিক অবস্থান থেকে একটু উপরে ওঠা অবস্থায় দেখা যায়, আলোকের কোন্ ধর্মের জন্য?
(W.B. Police Lady Constable (Prelims) Examination- 2023)
(A) প্রতিফলন (Reflection)
(B) অভ্যন্তরীণ পূর্ণপ্রতিফলন (Total Internal Reflection)
(C) বিচ্ছুরণ (Diffraction)
(D) প্রতিসরণ (Refraction)
Question গুলির Answer এর জন্য এখানে CLICK করুন ।