
Aim of life, Competitive Coaching Centre,
PRIMARY-TET (W.B.) , Short Mock Test, F.M- 50 , T – 50min.
1. পায়রা ও ইঁদুরের ওপর গবেষণা করেছেন-
(A) প্যাভলভ
(B) থর্নডাইক
(C) স্কিনার
(D) স্পিয়ারম্যান
2. প্যাভলভের তত্ত্বটিকে বলা হয়-
(A) Type – I শিখন
(B) Type – II শিখন
(C) Type – III শিখন
(D) Type – IV শিখন
3. স্কিনারের তত্তটি যে নামে পরিচিত তা হল-
(A) প্রাচীন অনুবর্তন
(B) মধ্য অনুবর্তন
(C) আধুনিক অনুবর্তন
(D) অপারেন্ট অনুবর্তন
4. শিখনতত্ত্বে প্রেষণা এবং পুরস্কার লাভের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন-
(A) প্যাভলভ
(B) স্কিনার
(C) থর্নডাইক
(D) স্পিয়ারম্যান
5. সক্রিয় অনুবর্তন হল কয়েকটি প্রতিক্রিয়ার-
(A) বিক্ষিপ্ত রূপ
(B) খণ্ডরূপ
(C) ধারাবাহিকতা
(D) অস্বাভাবিকতা
6. একজনে জ্ঞানমূলক গঠন (Ones cognitive struc-ture) বোঝাতে গিয়ে পিঁয়াজে কোন্ শব্দটি ব্যবহার করেছেন?
(A) আইকনিক
(B) স্কিমা
(C) অ্যাকশন স্কিমা
(D) ইগোসেন্ট্রিক
7. “একটি শিশু উদ্দেশ্য ও ঘটনাবলিকে যুক্তিযুক্তভাবে চিন্তা করতে পারে।” পিঁয়াজে কোন্ স্তরে এই বৈশিষ্ট্যের কথা বলেছেন-
(A) সেনসরি মোটর
(B) প্রি. অপারেশন
(C) কংক্রিট অপারেশনাল
(D) ফরমাল অপারেশন
8. নিম্নলিখিত কোন্টি সঠিক নয়?
(A) কুকুর-প্যাভলভ
(B) ইঁদুর – স্কিনার
(C) বিড়াল – থর্নডাইক
(D) পায়রা – কোহলার
9. ইলেকট্রা কমপ্লেক্স হলো –
(A) মায়ের প্রতি ছেলেদের আকর্ষণ
(B) মায়ের প্রতি মেয়েদের আকর্ষণ
(C) বাবার প্রতি ছেলেদের আকর্ষণ
(D) বাবার প্রতি মেয়েদের আকর্ষণ
10. পিয়াজের মতে, প্রজ্ঞামূলক বিকাশে ক্রমপর্যায় হল-
(A) সংবেদন-চালকমূলক স্তর → মূর্ত সক্রিয়তার স্তর → প্রাক্সক্রিয়তার স্তর → যৌক্তিক সক্রিয়তার স্তর
(B) সংবেদন-চালকমূলক স্তর→প্রাক্সক্রিয়তার স্তর → যৌক্তিক সক্রিয়তার স্তর → মূর্ত সক্রিয়তার স্তর
(C) প্রাক্ সক্রিয়তার স্তর → সংবেদন-চালকমূলক স্তর → মূর্ত সক্রিয়তার স্তর → যৌক্তিক সক্রিয়তার স্তর
(D) সংবেদন-চালকমূলক স্তর → প্রাক্সক্রিয়তার স্তর → মূর্ত সক্রিয়তার স্তর → যৌক্তিক সক্রিয়তার স্তর
11. মূর্ত সক্রিয়তামূলক স্তরের বয়সসীমা হল-
(A) 2-7 বছর
(B) 5-10 বছর
(C) 7-11 বছর
(D) 10-15 বছর
12. প্রতিভাবান শিশুদের বৈশিষ্ট্য হিসেবে পরিগণিত হয়:
(A) দ্রুত শারীরিক ও ভাষাগত বিকাশ
(B) প্রখর স্মৃতিশক্তি
(C) অদম্য কৌতূহল স্পৃহা
(D) সবকটিই
13. সর্বপ্রাণবাদ (Animism) নিম্নলিখিত কোন্ স্তরের বৈশিষ্ট্য?
(A) উত্তর বাল্যকাল
(B) প্রথম বাল্যকাল
(C) প্রাক্-সক্রিয়তার স্তর
(D) পরবর্তী বাল্যকাল
14.বিকাশ হলো একপ্রকার –
(A) জটিল প্রক্রিয়া
(B) নিয়ন্ত্রিত প্রক্রিয়া
(C) নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া
(D) সামস্যবিধানের প্রক্রিয়া
15. পিয়াজের ‘বাস্তব অভিজ্ঞতার স্তর’ কোন্ স্তরের অন্তর্গত?
(A) দ্বিতীয় স্তর
(B) প্রথম স্তর
(C) চতুর্থ স্তর
(D) তৃতীয় স্তর
16. শিশুর সামাজিক বিকাশের ক্ষেত্রে অনুঘটক রূপে কাজ করে –
(A) লালনপালন
(B) সামাজিকীকরণ
(C) বয়স
(D) নৈতিকতা
17. পিয়াজের মতে প্রাণীর আত্মসংরক্ষণের প্রবণতাকে বলে
(A) উপযোজন
(B) আত্তীকরণ
(C) উপস্থাপন
(D) সংরক্ষণ
18. শিশুর বিকাশের অগ্রসরতা-
(A) পরিধি থেকে কেন্দ্রের দিকে
(B) কেন্দ্র থেকে পরিধির দিকে
(C) A এবং B দুটোই
(D) কোনোটিই নয়
19. বৃদ্ধি কীরূপ প্রক্রিয়া?
(A) বিচ্ছিন্ন প্রক্রিয়া
(B) নিয়ন্ত্রিত প্রক্রিয়া
(C) সীমিত সময়ের প্রক্রিয়া
(D) জীবনব্যাপী প্রক্রিয়া
20. শিশুর ক্রমবিকাশ একটি জীবনব্যাপী প্রক্রিয়া কারন
(A) মৃত্যুর আগে পর্যন্ত চলতে থাকে
(B) জীবনের যে কোন সময় শুরু ও শেষ হয়
(C) জন্ম থেকে শুরু হয়ে মৃত্যুর আগে পর্যন্ত চলতে থাকে
(D) কোনটিই নয়।
21. Process of growth হল –
(A) বিকাশগত পরিবর্তন
(B) সামাজিক পরিবর্তন
(C) পরিণমনগত পরিবর্তন
(D) দৈহিক পরিবর্তন
22. পরিবারে ক্রমাগত বড়দের সঙ্গে মেলামেশা করলে শিশুদের যে বিকাশটি দ্রুত হয় সেটি হল
(A) মানসিক বিকাশ
(B) ভাষার বিকাশ
(C) দৈহিক বিকাশ
(D) ভাবের বিকাশ
23.একটি শিশুর পরিমাণগত পরিবর্তনের চূড়ান্ত পরিণতি হল –
(A) অণুরণন
(B) প্রক্ষোভ
(C) শিখন
(D) পরিণমন
24. কোন্ নীতি অনুযায়ী প্রত্যেক শিশু যেমন অন্য শিশুর থেকে আলাদা তেমনি একই বয়সের দুটি শিশুর মধ্যেও বিকাশগত বৈশিষ্ট্যের দিক দিয়েও পার্থক্য থাকে
(A) সহজাত বিকাশের নীতি
(B) আচরণমূলক নীতি
(C) ব্যক্তিস্বাতন্ত্র্যের নীতি
(D) সাধারণধর্মী নীতি
25.’বিদ্যালয় হল সমাজের একটি ক্ষুদ্র প্রতিষ্ঠান’ -এই কথাটি কেবলেছেন?
(A) রুশো
(B) শিক্ষাবিদ ফ্রয়েড
(C) শিক্ষাবিদ্ লক্
(D) ডিউই
26. শিক্ষা সংক্রান্ত উপকরণ সমূহ বিশেষ উপযোগী/ কার্যকর কারণ –
(A) শিক্ষাদানের কাজে সাহায্য করে,
(B) সমস্ত ইন্দ্রিয়গুলিকে সক্রিয় রাখে,
(C) ছাত্রদের মনোযোগী হতে সাহায্য করে,
(D) শিক্ষাকে আরও অর্থপূর্ণ করে তোলে।
27. একজন ছাত্র তার সমস্যা সম্পর্কে আলোচনার জন্য শিক্ষকের বাড়িতে এল। এই অবস্থায় শিক্ষকের কী করা উচিত?
(A) ছাত্রটিকে তার (শিক্ষকের) বাড়ি থেকে চলে যেতে বলবে,
(B) ছাত্রটির পিতামাতার সঙ্গে যোগাযোগ করে ছাত্রটিকে সাহায্য করার ব্যবস্থা করবে,
(C) ছাত্রটির জন্য প্রয়োজনীয় সাহায্য বৃদ্ধির ও তার মনোবল বৃদ্ধির ব্যবস্থা করবে,
(D) তার বাড়িতে যেন আর কখনও না আসে তার জন্য সতর্ক করবে।
28. ‘Dyslexia’ বিষয়টি যুক্ত
(A) মানসিক গোলযোগের সাথে
(B) গণিত বোঝার ক্ষেত্রে দুর্বলতা
(C) পঠনে গোলযোগের কারণে
(D) আচরণগত ভারসাম্যহীনতার জন্য
29.’বিকাশ’ এর অর্থ হল-
(A) পরিবর্তনের প্রগতিশীল ক্রম
(B) প্রেষণার ফলে পরিবর্তন
(C) প্রেষণাও অভিজ্ঞতার পরিবর্তনের ফলে
(D) পরিণমন ও অভিজ্ঞতার ফল
30. একটি চার বছরের শিশু পাঁচ বছরের শিশুর মত আচরণ করছে তার I.Q কত
(A) 110
(B) 100
(C) 120
(D) 125
31. 7*82, 83*9, 147* সংখ্যাগুলি 9 দ্বারা বিভাজ্য হলে চিহ্নিত স্থানগুলি যথাক্রমে হবে
(A) 2, 3,5
(C) 0, 9, 2
(B) 4, 2, 8
(D) 1,7,6
32. 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 67,71, 73 79,83 87, 89, 97 এখানে 26 টি সংখ্যার
(A) সবকটিই মৌলিক।
(B) একটি বাদে সবকটিই মৌলিক।
(C) দুটি বাদে সবকটিই মৌলিক।
(D) তিনটি বাদে সবকটিই মৌলিক।
33. তিনটি ভিন্ন সংখ্যার মধ্যে দুটি করে নিয়ে গুণ করলে গুণফল যথাক্রমে 42, 84 ও 72 হয়। সংখ্যা তিনটির ল.সা.গু কত?
(A) 84
(B) 724
(C) 420
(D) 504
34. একটি আয়তক্ষেত্রের ও বর্গক্ষেত্রের প্রত্যেকটির পরিসীমা 80 সেমি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য 100 বর্গসেমি। আয়তক্ষেত্রের বাহুগুলির দৈর্ঘ্য হয়
(A) 35 সেমি, 5 সেমি
(C) 30 সেমি 10 সেমি
(B) 32 সেমি, 8 সেমি
(D) 28 সেমি, 12 সেমি
35. একজন লোক সকাল 6 টায়, A স্থান থেকে B স্থানের উদ্দেশ্যে রওনা হয়ে সকাল 10টায় B-তে পৌঁছালো। অন্য এক ব্যক্তি সকাল ৪ টায় B স্থান থেকে A স্থানের উদ্দেশ্যে রওনা হয়ে সকাল 11টা 30 মিনিটে A স্থানে পৌঁছায়। তাদের কখন সাক্ষাৎ হবে?
(A) সকাল 7টা 45.
(B) সকাল ৪টা 26.
(C) সকাল 8টা 56.
(D) সকাল ৪টা 40 মি.
36. একটি কাজ ‘A’, 12 দিনে এবং ‘B’, 18 দিনে শেষ করতে পারে। তারা একত্রে কাজটি শুরু করে, কিন্তু কাজটি শেষ হওয়ার 3 দিন আগে ‘A’ কাজ ছেড়ে চলে যায়। বাকি কাজটি ‘B’ শেষ করে। সমস্ত কাজটি শেষ হতে কত দিন লাগবে?
(A) 8
(C) 6
(B) 9
(D) 3
37. ‘A’, ‘B’ ও ‘C’ একাকী একটি কাজ যথাক্রমে 20 দিন, 24 দিন ও 30 দিনে শেষ করতে পারে। তারা কাজটি 5,400 টাকায় করতে সম্মত হল এবং তারা একসঙ্গে কাজটি শুরু করল। কিন্তু কাজ শেষ হওয়ার 2 দিন আগে “B” এবং কাজটি শেষ হওয়ার 5 দিন আগে ‘C’ কাজ ছেড়ে চলে গেল। বাকি কাজ ‘A’ শেষ করল। তাহলে কাজটি করার জন্য ‘A’ কত টাকা পাবে?
(A) 2,700 টাকা
(C) 1,600 টাকা
(B) 5,400 টাকা
(D) 3,600 টাকা
38. একজন ঝাড়ুদার এই চুক্তিতে নিযুক্ত হল যে, যে দিন সে কাজ করবে, সে দিনের মজুরি 50 টাকা করে পাবে। কিন্তু যে দিন সে অনুপস্থিত থাকবে সে দিন মজুরি তো পাবেই না বরং 10 টাকা করে জরিমানা দিতে হবে। 30 দিন পর সে 1140 টাকা পেল। সে কতদিন অনুপস্থিত ছিল?
(A) 9
(C) 4
(B) 5
(D) 6
39. X এবং Y-এর দূরত্ব 270 কিমি। সকাল 9 টায় A, X থেকে Y-এর দিকে এবং B, Y থেকে X-এর দিকে যেতে শুরু করে। যদি A এবং B-এর গতিবেগ যথাক্রমে ঘণ্টায় 50 কিমি এবং ঘণ্টায় 40 কিমি হয়। তবে কখন তাদের সাক্ষাৎ হবে?
(A) সকাল 11টা
(C) দুপুর 1টা
(B) দুপুর 12টা
(D) নূপুর 2টা।
40. ‘A’ একটি পরীক্ষায় সকল প্রশ্নের উত্তর দিয়ে 32 নম্বর পেয়েছে। প্রতিটি ঠিক উত্তরের জন্য 5 নম্বর পেয়েছে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 2 নম্বর বাদ দেওয়া হয়েছে। যদি প্রতিটি ঠিক উত্তরের জন্য 4 নম্বর দেওয়া হয় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর বাদ দেওয়া হয়, তবে ‘A’-এর প্রাপ্ত নম্বর হয় 28। পরীক্ষায় মোট প্রশ্নের সংখ্যা কত?
(A) 14
(C) 16
(B) 10
(D) 12
41. অজৈব সার ব্যবহারে মাটির অম্লত্ব বাড়ে কারণ_____ সংশ্লেষ বেশি।
(A) অক্সিজেন
(B) নাইট্রোজেন
(C) হাইড্রোজেন
(D) কার্বন
42. শিল্পসভ্যতার ভয়ংকর প্রভাব হল –
(A) ওজোনস্তরের ছিদ্র
(B) পৃথিবীর উত্তাপ বৃদ্ধি
(C) গ্রিনহাউস প্রভাব
(D) সবগুলিই
43. আর্কিওপটেরিক্সকে কোন্ প্রাণীগোষ্ঠীর হারানো সূত্র হিসেবে ধরা হয়?
(A) সরীসৃপ ও স্তন্যপায়ী
(B) পক্ষী ও স্তন্যপায়ী
(C) উভচর ও সরীসৃপ
(D) সরীসৃপ ও পক্ষী
44. প্রাকৃতিক দূষণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলে ‘প্রকৃতির বৃক্ক’ বলা হয়-
(A) পুকুরকে
(B) অরণ্যকে
(C) সমুদ্রকে
(D) জলাভূমিকে
45. আরতি একটি পোস্টারে একটি রোেগ নিবারণের সতর্কতা সম্পর্কে নিম্নলিখিত বক্তব্যগুলি লক্ষ করলেন-
* তোমার সামনে জলকে জমতে দিও না ।
* জলের পাত্র, কুলার (ঠান্ডা রাখার যন্ত্র) এবং ট্যাংক পরিষ্কার রাখো ।
* যদি কোনো স্থানে জল জমা থাকে তাহলে তেল স্প্রে করো ।
* নিরাপদে থাকার জন্য মশারি ব্যবহার করো ।
• নীচের কোন্ রোগ সংক্রমণের বিরুদ্ধে সচেতন করা পোস্টারের উদ্দেশ্য?
(A) ডেঙ্গু এবং জাপানি এনকেফলাইটিস
(B) স্মল পক্স এবং ম্যালেরিয়া
(C) ডেঙ্গু এবং চোখের ফ্লু
(D) টাইফয়েড এবং কলেরা
46. জলের সূক্ষ্ম উদ্ভিদ ও প্রাণীদের একত্রে বলে-
(A) নেকটন
(B) প্ল্যাংকটন
(C) বেনথস
(D) ইকোটন
47. গ্রিনবেঞ্চের কাজ-
(A) উদ্ভিদ সংরক্ষণে সাহায্য করা ।
(B) পরিবেশ সংক্রান্ত মামলার বিচার করা ।
(C) উদ্ভিদের নামাক্রণে সাহায্য করা।
(D) সবগুলি ঠিক।
48. ‘প্রোটিন-বাঁচোয়া’ খাদ্য বলা হয়-
(A) শর্করাকে
(B) ভিটামিনকে
(C) স্নেহ জাতীয় খাদ্যকে
(D) খনিজ পদার্থকে
49. নীচের কোন্ গাছটি বায়োডিজেল উৎপাদনে ব্যবহৃত হয়?
(A) জ্যাট্রোফা
(B) কাসুরিনা
(C) সরষে
(D) কার্পাস
50. ‘সুন্দাল্যান্ড’ হল-
(A) লাক্ষাদ্বীপপুঞ্জ
(B) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
(C) মালদ্বীপ
(D) শ্রীলঙ্কা
MOCK TEST টির ANSWER এর জন্য CLICK করুন ।