Aim of life , Competitive Coaching Centre , Raghunathganj, Murshidabad ,
KP Mock Test , F.M- 100 , T- 1h
1.পলাশির যুদ্ধের সময় মুঘল সম্রাট কে ছিলেন?
(a) দ্বিতীয় আলমগীর
(b) প্রথম শাহ আলম
(c) দ্বিতীয় শাহ আলম
(d) মীরজাফর
2.কত খ্রিস্টাব্দে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন প্রবর্তিত হয়?
(a) 1875
(b) 1874
(c) 1855
(d)1876
3.সংবিধানের কোন তফশিলে কেন্দ্র, রাজ্য ও যৌথ তালিকা রয়েছে?’
(a)সপ্তম
(b) চতুর্থ
(c)পঞ্চম
(d) দশম
4.যবি P-এর 50% = Q এর 25% হয় তাহলে P = Q এর x% হলে, x =
(a) 0.5
(b) 2
(c) 50
(d) 25
5.ভারতীয় সংবিধানে কাকে নির্ণায়ক ভোট প্রদানের ক্ষমতা দেওয়া হয়েছে?
(a) রাজ্যপাল
(b) মুখ্যমন্ত্রী
(c) রাষ্ট্রপতি
(d) লোকসভার স্পিকার
6. 13-এর কোন গুণিতককে 4, 5, 6, 7 ও ৪ দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে 2 অবশিষ্ট থাকবে?
(a) 840
(b) 842
(c) 2522
(d) 2520
7. পশ্চিমবঙ্গে কবে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল?
(a) 1964 খ্রিস্টাব্দে
(b) 1956 খ্রিস্টাব্দে
(c) 1962 খ্রিস্টাব্দে
(d) 1965 খ্রিস্টাব্দে
8. একটি কাজ P 10 দিনে, Q 15 দিনে এবং R 20 দিনে সম্পূর্ণ করতে পারে। P এবং R একসাথে 2 দিন কাজ করল এবং তারপর P-এর বদলে কাজে Q যোগ দিল। মোট কতদিনে কাজটি সম্পূর্ণ হয়েছিল?
(a) 6 দিনে
(b) 8 দিনে
(c) 10 দিনে
(d) 12 দিনে
9. চার অংকের কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 9,12 ও 18 দ্বারা বিভাজ্য?
(a) 1024
(b) 1156
(c) 1296
(d) 1444
10. একটি কাজ A এবং B, 30 দিনে, একই কাজ B এবং C 24 দিনে, C এবং A কাজটি 20 দিনে করতে পারে। তারা একসাথে 10 দিন কাজ করল এবং তারপর B এবং C চলে গেল। তাহলে কতদিনে A কাজটি শেষ করবে?
(a)18 দিন
(b) 24 দিন
(c) 30 দিন
(d) 36 দিন
11. ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য কত?
(a)2114 কিমি
(b) 2232 কিমি
(c) 2688 কিমি
(d) 1942 কিমি
12. সন্দীপ রেলওয়ে স্টেশনে 5 মিনিট দেরিতে পৌঁছাল এবং ট্রেন মিস করল। ট্রেনটির ছাড়ার নির্দিষ্ট সময় ছিল সকাল 10.45। সন্দীপের বাড়ি থেকে রেলওয়ে স্টেশনে যেতে সময় লাগে 30 মিনিট। তাহলে সে কখন বাড়ি থেকে যাত্রা শুরু করেছিল?
(a) 10.20
(b) 10.15
(c) 10.35
(d) 10.25
13. কোন্ মুসলিম ধর্মাত্মাকে মধ্যযুগে হিন্দু-মুসলমান সকলেই শ্রদ্ধা করত?
(a) আবুল ফজল
(b) নিজামউদ্দিন আউলিয়া
(c) কবির
(c) সেলিম চিস্তি
14. গভীরতা বাড়লে তরলের চাপ কী হয়?
(a) বাড়ে
(b) একই থাকে
(c) কমে
(d) প্রথমে কমে পরে বাড়ে
15. যদি ‘P’ এর অর্থ ‘x’, ‘A’ এর অর্থ ‘+’, ‘W’ এর অর্থ ‘÷’ এবং ‘Y’ এর অর্থ ‘-‘, তাহলে
13 P 3 A 11 Y 26 P 6 W 13 A 19 এর মান হবে –
(a) 50
(b) 38
(c) 57
(d) 43
16. “অলীক বল” কাকে বলে?
(a) অপকেন্দ্র বলকে
(b) অভিকেন্দ্র বলকে
(c)অপসারী বলকে
(d) অভিসারী বলকে
17. A, B এবং C যথাক্রমে 15,400 টাকা, 18,200 টাকা এবং 12,600 টাকা বিনিযোগ করে একটি ব্যবসায় যোগ দিল। B, 6 মাস পর চলে গেল। যদি 8 মাস পর 14,280 টাকা লাভ হয়, তবে C-এর লাভের ভাগ কত?
(a) 5,670 টাকা
(b) 3,850 টাকা
(c) 4,870 টাকা
(d) 4,320 টাকা
18. ‘The Indian War of Independence, 1857’- বইটি কে লিখেছেন?
(a) স্যার সৈয়দ আহমেদ খান
(b) ভি. ডি. সাভারকর
(c) এম. আর. শর্মা
(d) আর. সি. মজুমদার
19. 6, 7, 16, 41, 90, 154, 292 সংখ্যাগুলির মধ্যে কোনটি পৃথক?
(a) 41
(b) 90
(c) 154
(d) 292
20. A, B, C, D, O এবং K একটি গোলাকার টেবিল ঘিরে বসল। B বসল K এবং C এর মাঝে। A বসল D ও O এর মধ্যে। K, D এর বাম দিকে থাকলে A এবং K এর মাঝে কে বসেছে?
(a) O
(b) B
(c) D
(d) K
21. ভারতে ব্রিটিশদের স্থাপিত প্রথম দূর্গ কোনটি?
(a) ফোর্ট উইলিয়াম
(b) সেন্ট ডেভিড দূর্গ
(c)সেন্ট জর্জ দূর্গ
(d) সেন্ট অ্যাঞ্জেলা দূর্গ
22. নিচে দেওয়া বিবৃতি মনোযোগ সহকারে পড়ুন এবং কোন সিদ্ধান্ত বিবৃতির সঙ্গে প্রযোজ্য তা নির্ণয় করুন :
বিবৃতি :
I. সমস্ত চাবি হল তালা (All keys are locks)
II. সমস্ত তালা হল বেগুন (All locks are brinjals)
III. সমস্ত বেগুন হল গাড়ি (All brinjals are cars)
সিদ্ধান্ত :
1. কিছু গাড়ি হল তালা (Some cars are locks)
2. কিছু বেগুন হল চাবি (Some brinjals are keys)
3. কিছু গাড়ি হল চাবি (Some cars are keys)
(a) শুধুমাত্র 1 সত্য
(b) শুধুমাত্র 1ও 2 সত্য
(c) শুধুমাত্র 1ও 3 সত্য
(d) 1, 2, 3 তিনটিই সত্য
23 . ‘সতীশ ধাওয়ান” মহাকাশ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
(a) চেন্নাই
(b) তারাপুর
(c) শ্রীহরিকোটা
(d) চাঁদিপুর
24 . 347287294713572997672514723 এই শ্রেণিতে কতগুলি ‘4’ আছে, যার পূর্বে ‘3’ আছে ও পরে ‘7’ আছে?
(a) 5
(b) 3
(c) 1
(d) 6
25. পোর্টফোলিও ব্যবস্থাটি কে প্রথম শুরু করেছিলেন?
(a) লর্ড ক্যানিং
(b) লর্ড রিপন
(c) লর্ড ডালহৌসি
(d) লর্ড মিন্টো
26. মানবাধিকার দিবস উদ্যাপিত হয় কবে?
(a) 10 মার্চ
(b) 10 জুলাই
(c) 10 ডিসেম্বর
(d) 10 সেপ্টেম্বর
27. একটি রূপো ও নিকেলের ধাতুসংকরে 40% রূপো ও 60% নিকেল আছে। 120 কেজি ওজনের ওই ধাতুসংকরে আর কত রূপো মেশালে নতুন মিশ্রনে 46% রুপো থাকবে?
(A)13⅓ কেজি
(B)13½ কেজি
(C) 13 ¼ কেজি
(D) 14⅓কেজি
28. ওয়াটসন ও ক্রিক কী আবিষ্কারের জন্য বিখ্যাত?
(a) প্লাজমোডিয়াম ভাইভক্সের জীবন ইতিহাস
(b) ভ্যাক্সিনিয়া
(c) অ্যান্টিবডি
(d)DNA-এর গঠন
29. লাদাক অঞ্চলে কোন্ হিমালীয় শহরে মেঘ ফেটে আকস্মিক বন্যা ও বৃষ্টি হয়?
(a) লে
(b) টিকি
(c) মানালি
(d) শ্রীনগর
30. কে সূর্যাস্ত আইন প্রবর্তন করেন?
(a) ওয়ারেন হেস্টিংস
(b)লর্ড ক্যানিং
(c) লর্ড বেন্টিঙ্ক
(d)লর্ড কর্নওয়ালিস
31. যদি TIGER= ⅔ , SNAKE=⅔ এবং CROCODILE=⅘ তাহলে ELEPHANT = ?
(a) 3/5
(b) 4/5
(c) 2/3
(d) ¾
32. টাইটেনিয়াম আবিষ্কার করেন কে?
(a) স্যার হামফ্রে ডেভি
(b) উইলিয়াম গ্রেগর
(c)লারস নিলসন
(d) এ. এগবার্গ
33. জওয়ান সিনেমার জন্য IIFA 2024-এ সেরা অভিনেতার তকমা পেলেন কে ?
(a) বিজয় সেতুপতি
(b)শাহরুখ খান
(c) সুনীল গ্রভার
(d) প্রিয় মনি
34. যদি তুমি কোনো দৌড় প্রতিযোগিতায় 2 য় স্থানের প্রতিযোগীকে অতিক্রম করে আসো, তবে এখন তুমি কোন স্থানে আছো?
(a) প্রথম
(b) দ্বিতীয়
(c) তৃতীয়
(d) প্রদত্ত তথ্য থেকে এটি জানা সম্ভব নয়
35. দিল্লির কোন্ সুলতান ক্রিতদাসদের জন্য একটি পৃথক দপ্তর সৃষ্টি করেছিলেন?
(a) ইলতুৎমিস
(b) মহম্মদ বিন তুঘলক
(c) বলবন
(d)ফিরোজ শাহ তুঘলক
36. ভারতের সংবিধান দ্বারা পরিকল্পিত লোকসভার সর্বোচ্চ শক্তি কত?
(a) 544
(b) 546
(c) 556
(d) 550
37 . 25th ‘Lal Bahadur Shastri National Award’-এ ভূষিত হয়েছেন কে?
(a)রাজশ্রী বিড়লা
(b) সীতারামন
(c) স্মৃতি রানী
(d) উপরের কেউ নয়
38. থ্যালেসেমিয়া এক ধরনের বংশগত রোগ, এই রেগে কী ক্ষতিগ্রস্থ হয়?
(a) রক্ত
(b) হৃদপিণ্ড
(c) কিডনি
(d) ফুসফুস
39 . সম্প্রতি প্রকাশিত ‘ICC Test Bowler Rankings’-এ প্রথম স্থানে কে রয়েছেন?
(a) জোফরা আর্চার
(b )জসপ্রীত বুমরাহ
(c) শাহীন আফ্রিদি
(d) মোহাম্মদ সামী
40. ‘ভারতমাতা’ কে প্রকাশ করেছিলেন?
(a) এস. এন. ব্যানার্জি
(b) বি. জি. তিলক
(c)সি. আর. দাস
(d) অজিত সিং
41. জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ডের বিষয়ে তদন্তের জন্য ব্রিটিশ গভর্নমেন্ট কাকে নিযুক্ত করেছিলেন?
(a) ওয়ালাবি কমিশন
(b) হান্টার কমিশন
(c) সাইমন কমিশন
(d) বাটলার কমিশন
42. জনি, অ্যারি ও যোসেফ বিভিন্ন বয়সের তিন ভাই। নিম্নে তাদের তথ্য দেওয়া আছেঃ
(i) অ্যারিস সবার বড়
(ii) যোস সবার বড় নয়
(iii) জনি সবার ছোট নয়
তবে, কে সবার ছোট?
(a) অ্যারি
(b) জনি
(c) যোস
(d) প্রদত্ত তথ্য থেকে এটি বলা সম্ভব নয়
43. সবচেয়ে শক্তিশালী ইলেক্ট্রোপজিটিভ উপাদান কি?
(a) ম্যাগনেসিয়াম
(b) সিজিয়াম
(c) লিথিয়াম
(d) হাইড্রোজেন ফ্লুরাইড
44. ‘Long Walk to Freedom’ বইটি কার লেখা?
(a) ভি.এস. নঈপাল
(b)সলমন রুশাদি
(c) উইনস্টন চার্চিল
(d)নেলসন ম্যান্ডেলা
45. ব্রিটিশ পার্লামেন্টে প্রথম ভারতীয়
(a)দাদাভাই নৌরজি
(b) গান্ধীজী
(c) সুরেন্দ্রনাথ ব্যানার্জি
(d) সত্যেন্দ্রনাথ ঠাকুর
46. ভারতের কোথায় বঙ্গোপসাগর, আরব সাগর এবং ভারত মহাসাগর এসে মিশেছে?
(a) কন্যাকুমারী
(b) ইন্দিরা পয়েন্ট
(c) নাগেরকয়েল
(d) রামেশ্বরম
47. ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি ছিল-
(a) হ্যারড ডোমার তত্ত্ব নির্ভর
(b) সোলোর তত্ত্ব নির্ভর
(c) মহলানবিশ তত্ত্ব নির্ভর
(d) মহাত্মা গান্ধির দর্শন নির্ভর
48. 300 লিটার একটি মিশ্রনে যেখানে দুধ এবং জলের অনুপাত 7:3 সেটিতে কত লিটার জল মেশালে মিশ্রনে জলের পরিমান 40 % হবে?
(a) 50 লিটার
(b) 45 লিটার
(c) 55 লিটার
(d) 60 লিটার
49. 86 তম সংবিধান সংশোধনী, 2002 অনুসারে রাজ্য শৈশবকালীন যত্ন এবং সমস্ত শিশুদের পড়াশুনা কতবছর থেকে সরবরাহ করার প্রচেষ্টা করবে?
(a) 3 বছর বয়স
(b) 6 বছর বয়স পর্যন্ত
(c) 7 বছর বয়স পর্যন্ত
(d) 12 বছর বয়স পর্যন্ত
50. জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কী?
(a)দশম অঙ্গ
(b)একাদশ অঙ্গ
(c )দ্বাদশ অঙ্গ
(d) ত্রয়োদশ অঙ্গ
51. ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা 6¼% হারে হ্রাস পায়। বর্তমানে কোনো শহরে 33,750 জন ধূমপায়ী থাকলে, 3 বছর পূর্বে ওই শহরে কত জন ধূমপায়ী ছিল তা নির্ণয় কর।
(a) 35,750 জন
(b) 44,130 জন
(c) 40,960 জন
(d) 43,950 জন
52. পৃথিবীর সর্বাপেক্ষা জনপ্রিয় খেলা কোনটি?
(a) টেনিস
(b) বেসবল
(c)ফুটবল
(d) ক্রিকেট
53. 10 জন যোগা শিক্ষার্থীর গড় বয়স 32 বছর। যখন তাদের শিক্ষকের বয়স ও যোগ করা হয়, গড় বয়স তখন 34 বছর হয়। শিক্ষকের বয়স হল-
(a) 34 বছর
(b) 54 বছর
(c) 48 বছর
(d) 44 বছর
54. স্বাধীন ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন?
(a) ডঃ নগেন্দ্র সিংহ
(b) আর কে ত্রিবেদী
(c) টি স্বামীনাথণ
(d)সুকুমার সেন
55. রাধিকা তার বাড়ির দক্ষিণে 50m যাওয়ার পর বাঁদিকে ঘুরল এবং 20m গেল। তারপর উত্তর দিকে ঘুরে 30m গেল এবং তারপর বাড়ির দিকে হাঁটতে শুরু করল। এখন সে কোন দিকে হাঁটছে?
(a) উত্তর
(b) দক্ষিণ-পূর্ব
(c) উত্তর-পশ্চিম
(d) পশ্চিম
56. কোন্ পরিকল্পনার সময় ভারতবর্ষ পরপর দুটি যুদ্ধে লিপ্ত হয়?
(a) দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা
(b) তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা
(c ) চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা
(d) পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা
57. মানবদেহে হরমোন উৎপাদনকারী প্রধান গ্রন্থি কোনটি?
(a) থাইরয়েড
(b) থাইমাস
(c) পিনিয়াল
(d) পিটুইটারী
58. A এবং B পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 9 দিন এবং 12 দিনে করতে পারে। তারা যদি পর্যায়ক্রমে কাজ করে এবং প্রথমে A কাজ শুরু করে, তাহলে কাজটি কতদিনে শেষ হবে?
(a) 15 দিনে
(b) 12⅓ দিনে
(c)10¼ দিনে
(d) 13 দিনে
59. প্রতিদিন 3টি পাম্প 8 ঘন্টা করে 2 দিনে একটি চৌবাচ্চা খালি করতে পারে। 4 টি পাম্প দিয়ে একদিনে চৌবাচ্চাটি খালি করতে হলে কত ঘন্টা করে পাম্পগুলি চলবে?
(A) 9
(B) 10
(C) 11
(D) 12
60. 45 জন লোক 16 দিনে একটি কাজ শেষ করতে পারে। কাজ শুরু হওয়ার 6 দিন পর, আরো 30 জন লোক কাজে যোগ দিল। এখন বাকি কাজটি শেষ করতে কত সময় লাগবে?
(a) 10 দিন
(b) 5 দিন
(c) 7 দিন
(d) 6 দিন
61. বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে যদি প্রথম বছর 5% এবং দ্বিতীয় বছর 6% হয়, তবে 5000 টাকার 2 বছরে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো।
(a) 760 টাকা
(b) 565 টাকা
(c) 560 টাকা
(d) 641 টাকা
62. একটি চৌবাচ্চাকে A ট্যাপ 4 ঘন্টায় ভর্তি কবে ও B ট্যাপ সেটিকে 24 ঘন্টায় খালি করে। যদি A ও B কে প্রতিঘন্টায় পর্যায়ক্রমে চালু করা হয় তবে জলতলের উচ্চতা 0.5 মিটার বৃদ্ধি পায়। চৌবাচ্চার গভীরতা কত?
(a) 2.4 মি.
(b) 6.4 মি.
(c) 4.8 মি.
(d) 24 মি.
63. একটি মূলধনের সরল সুদ মূলধনের 9/16 অংশ। যদি সরল সুদের হার এবং সময়-এর সংখ্যা মান সমান হয়, তবে মূলধন কত বছরের জন্য ধার দেওয়া হয়েছিল?
(a) 5 বছর
(b) 6 ½ বছর
(c) 7 ½বছর
(d) ৪ বছর
64. একটি শ্রেণিতে (row) ‘A’ বামদিক থেকে 11 তম অবস্থানে এবং ‘B’ ডানদিক থেকে 10 তম অবস্থানে আছে। যদি ‘A’ ও ‘B’ নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে তবে ‘A’ বামদিক থেকে 18 তম অবস্থানে চলে আসে। ‘A’ও ‘B’ ছাড়া ঐ শ্রেণিতে (row) কতজন ব্যক্তি আছে?
(a) 27
(b) 26
(c) 25
(d) 24
65. একটি বিদ্যালয়ে ছাত্রসংখ্যার 10%, ছাত্রীসংখ্যার 1/ 4 ভাগের সমান। তবে বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রী সংখ্যার অনুপাত কত?
(a) 2:5
(b) 3:2
(c) 2:3
(d) 5:2
66. ‘নাইটিংগেল অফ ইন্ডিয়া’ বলা হয়-
(a) সিস্টার নিবেদিতা
(b) ফ্লোরেন্স নাইটিংগেল
(c) সরোজিনী নাইডু
(d) মাতঙ্গীনি হাজরা
67. দুটি সংখ্যার ল.সা.গু সংখ্যা দুটির গ.সা.গু থেকে 14 গুণ বেশি। ল.সা.গু ও গ.সা.গু-এর সমষ্টি 600। এদের মধ্যে একটি সংখ্যা 80 হলে, অপর সংখ্যাটি কত?
(a) 40
(b) 60
(c) 160
(d) 280
68. A, B এবং C একটি ব্যবসায় 3:5:7 অনুপাতে তাদের মূলধন বিনিয়োগ করে। তাদের মূলধনের সময়ের অনুপাত যথাক্রমে 2 : 3:4। তবে মোট লাভে তাদের প্রত্যেকের লভ্যাংশের অনুপাত কত?
(a) 9:4:5
(b)6: 15:28
(c) 3:2:1
(d) 6:7:13
69. নীচের বর্ণমালার শ্রেণিটিতে শূন্যস্থানে কোন বর্ণটি বসবে?
G, H, J, M,___
(a) R
(b) Q
(c) O
(d) S
70. একটি চৌবাচ্চা 9 ঘণ্টায় ভরাট করা যায় কিন্তু তলদেশে ফুটো থাকায় চৌবাচ্চাটি ভরাট করতে আরও 1 ঘণ্টা বেশি সময় লাগে। যদি চৌবাচ্চাটি পূর্ণ করা হয়, তবে ফুটো দিয়ে কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে?
(a) 80ঘণ্টা
(b) 82 ঘণ্টা
(c) 85 ঘণ্টা
(d)90 ঘণ্টা
71. কোনও পরীক্ষায় রাম 30% নম্বর পেয়ে 15 নম্বরের জন্য ফেল, করে, ও মোহন 40% নম্বর পাওয়ায় পাশ নম্বরের থেকে 35 বেশি পায়। ওই পরীক্ষায় পাশ করার জন্য শতকরা কত নম্বর পেতে হবে?
(a)40%
(b) 38%
(c) 35%
(d)33%
72. 24 জন ছাত্রছাত্রীর একটি শ্রেণিতে ইংরেজিতে গড় নম্বর 56। যদি তিনজন ছাত্রছাত্রীর নম্বর 48, 59 এবং 67-এর জায়গায় ভুল করে যথাক্রমে 44, 45 এবং 61 ধরা হয়, তবে সঠিক গড় কত?
(a) 57
(b) 58
(c) 59
(d) 56
73. P এবং Q দুইবন্ধু 5: 6 অনুপাতে বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করল। 6 মাস পর Q-এর সমান মূলধন নিয়ে R তাদের সাথে যোগ দিল। বছর শেষে 20% লাভ হল যেটা 98000 টাকার সমান ছিল। R কত টাকা বিনিয়োগ করেছিল?
(a) 1,05,000 টাকা
(b) 1,75,000 টাকা
(c) 2,10,000 টাকা
(d) তথ্য অসম্পূর্ণ
74. একটি রূপো ও নিকেলের ধাতুসংকরে 40% রূপো ও 60% নিকেল আছে। 120 কেজি ওজনের ওই ধাতুসংকরে আর কত কেজি রূপো মেশালে নতুন মিশ্রনে 46% রুপো থাকবে?
(a)13⅓ কেজি
(b)13½ কেজি
(c) 13 ¼ কেজি
(d) 14⅓কেজি
75. একটি জিনিসের ধার্য্যমূল্যের উপর 10% ছাড় দিলে, 20% লাভহয়। ছাড়ের পরিমান 20% করলে, লাভ হবে?
(a)6⅔%
(b) 8%
(c) 4%
(d) 12%
76. এক দুর্গে 50 দিনের খাবার মজুত আছে, যদি 10 দিন পর আরও 500 জন লোক তাতে যোগ দেয় এবং অবশিষ্ট খাবার 35 দিন চলে, তাহলে দুর্গে প্রকৃত পক্ষে কত লোক ছিল?
(a) 2500
(b) 3000
(c) 3500
(d) 4000
77. একজন দোকানদার, কোনো বইয়ের ধার্য্যমূল্যের উপর 10% ছাড় দিয়ে 12% লাভ করে। বইটির ক্রয়মূল্য এবং ধার্য্যমূল্যের অনুপাত কত?
(a) 45:56
(b) 56:45
(c) 3:2
(d) কোনটিই নয়
78. A, B এবং C একটি কাজ পৃথকভাবে 12, 15 এবং 20 দিনে সম্পূর্ণ করতে পারে। তারা একসাথে কাজ শুরু করল, কিন্তু 2 দিন পর C চলে গেল। বাকি কাজটি কত দিনে শেষ হবে?
(a) 4 দিন
(b) 5 দিন
(c) 6 দিন
(d) 10 দিন
79. একটি ত্রিভুজের তিনটি কোনের অনুপাত 1:4:7 হলে তার বৃহত্তম ও ক্ষুদ্রতম কোনের অনুপাত কত হবে?
(a) 7:2
(b) 2:3
(c) 7:1
(d) 3:5
80. পরপর 5 টি জোড় সংখ্যার সমষ্টি 90 হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা যোগফল কি হবে ?
(a) 36
(b) 38
(c) 40
(d) 42
81. পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 7, 11, 13 দ্বারা বিভাজ্য ?
(a) 98098
(b) 96096
(c) 97097
(d) 99099
82. 2004 সালের 3 ফেব্রুয়ারি তারিখটি রবিবার হলে, ওই বছরের 1 মে তারিখটি কী বার হবে?
(a) শুক্রবার
(b) বৃহস্পতিবার
(c) বুধবার
(d) শনিবার
83. নীচের সংখ্যা শ্রেণীটিতে আলাদা সংখ্যা কোনটি?
25, 49, 81, 121, 169
(a) 49
(b) 81
(c) 121
(d) 169
84. যদি ‘÷’ চিহ্নটি গুণ, ‘x’ চিহ্নটি যোগ, ‘+’ চিহ্নটি বিয়োগ এবং ‘-‘ চিহ্নটি ভাগ করা নির্দেশ করে, তবে
16 × 3 + 5 – 2 ÷ 4 এই রাশিমালাটির মান হবে-
(a) 10
(b) 19
(c) 9
(d) 15
85. নীচের সংখ্যা সারিতে এমন কতগুলি ‘০’ আছে যার আগের ও পরের অঙ্ক দুটির পার্থক্য সর্বাধিক 1?
2032786082098280723404307
(a) 4
(b) 3
(c) 2
(d) 5
86. ‘HYPOCHONDRIA’ শব্দটির অক্ষরগুলিকে alphabetical order-এ সাজালে, বামদিক থেকে সপ্তম স্থানে কোন্ অক্ষরটি বসবে?
(a) N
(b) P
(c) R
(d) Y
87. যদি 16+2 = 16, 20 + 4 = 40 24 + 8 = 96 হয়, তবে 15+6=?
(a) 45
(b) 40
(c) 90
(d) 21
88. Paint: Artist :: Wood: ?
(a) Furniture
(b) Forest
(c) Carpenter
(d) Tree
89. দুই সংখ্যার অনুপাত 4: 3 করলে, প্রত্যেক সংখ্যার সঙ্গে 9 বিয়োগ সংখ্যা দুটি কত?
(a) 27, 18
(b) 36, 27
(c) 44, 33
(d) 48, 36
90. একটি নির্দিষ্ট ভাষায়, 134-এর অর্থ হল Good and Tasty, 475-এর অর্থ হল See Good Pictures এবং 729-এর অর্থ হল Pictures are faint, ‘See’ বোঝাতে কোন সংখ্যাটি ব্যবহৃত হয়েছে?
(a) 1
(b) 5
(c) 7
(d) 2
91 . PRODUCER শব্দের মধ্যে এমন ক জোড়া বর্ণ রয়েছে যাদের মধ্যে থাকা বর্ণের সংখ্যা, ইংরাজী বর্ণমালায় তাদের মধ্যেকার ব্যবধানের সমান?
(a) এক
(b) চার
(c) দুই
(d) তিন
92. একটি নির্দিষ্ট ভাষায় ‘COVER’ লেখা হয় ₹$#%* এবং VISIT লেখা হয় #+x+- তবে SCORE লেখা হবে কোন ভাষায়?
(a) x₹$*%
(b) x₹*$%
(c) %₹×$*
(d) কোনটিই নয়
93. একজন ব্যক্তি পশ্চিমদিকে মুখ করে রয়েছেন। তিনি ঘড়ির কাঁটার ক্রমানুসারে প্রথমে 60° এবং তারপরে আরো 180° ঘুরলেন। শেষে ঘড়ির কাঁটার বিপরীতে 285° ঘুরলেন। বর্তমানে তিনি কোনদিকে মুখ করে দাঁড়িয়ে আছে ?
(a) উত্তর-পশ্চিম
(b) দক্ষিণ-পশ্চিম
(c) পশ্চিম
(d) দক্ষিণ
94. রাজ্য, জেলা, কেন্দ্রশাসিত অঞ্চল – নিচের কোনটি এর ভেনচিত্র হবে?
(a) B
(b) A
(c) C
(d) D
95. নীচের ছক্কায় 4-এর বিপরীতে কোন্ সংখ্যাটি বসবে?
(a) 2
(b) 6
(c) 3
(d) 5
96.নীচের চিত্রে মোট ত্রিভুজের সংখ্যা নির্ণয় করো।
(a) 22
(b) 26
(c) 20
(d) 24
97. নীচের চিত্রানুযায়ী, কোন্ সংখ্যা দ্বারা মহিলা ডাক্তার কিন্তু অবিবাহিত চিহ্নিত করা যায়?
(a) 6
(b) 2
(c) 5
(d) 4
98. নিচের ডায়াগ্রামে জিজ্ঞাসা (?) চিহ্ন স্থানে কি বসবে?
(a) 6
(b) 4
(c) 10
(d) 8
99. নিচের ডায়াগ্রামে জিজ্ঞাসা (?) চিহ্ন স্থানে কি বসবে?
(a) 60
(b) 20
(c) 50
(d) 40
100. উপযুক্ত বর্ণ বসিয়ে শূন্যস্থান পূরণ করো- bb_cd_bcc_db_c_dd_.
(a) cdbdbe
(b) cdbbdc
(c) cdcbbd
(d) cddbec
COURSE:- COMBINED,DEFENCE,KP,WBP, NURSING,
PRIMARY -TET, PRIMARY MOCK DEMO AND INTERVIEW, MTS, RAIL ETC.
Mock Test টির উত্তরের জন্য এই ওয়েবসাইটের KP MOCK TEST SET -1 (Prelims)Answer
Post এ Visit করুন I