
Aim of life , Competitive Coaching Centre , Raghunathganj, Murshidabad ,
SHORT MOCK TEST , F.M. – 50 , T – 40 Min.
1. মহারাষ্ট্র রাজ্য মূলত-
(a) লোহিত মৃত্তিকা
(b) ল্যাটেরাইট মৃত্তিকা
(c) ক্ষারীয় মৃত্তিকা
(d) কৃষ্ণ মৃত্তিকা
2. এক ব্যক্তি ঘণ্টায় 50 কিমি বেগে একস্থানে গিয়ে ঘণ্টায় 70 কিমি. বেগে ফিরে এলেন। সমগ্র যাত্রাপথে ব্যক্তিটির গড় গতিবেগ কত?
(a) 55 কিমি/ঘন্টা
(b) 60 কিমি/ঘন্টা
(c) 58⅓ কিমি/ঘন্টা
(d) 60.5 কিমি/ঘন্টা।
3. কাকে ভারতীয় সংবিধানের স্থপতি বলে মনে করা হয়?
(a) জওহরলাল নেহেরু
(b) বি. আর. আম্বেদকর
(c) রাজেন্দ্রপ্রসাদ
(d) বি. এন. রাও
4. ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন-
(a) এ. ও. হিউম
(b) মতিলাল নেহেরু
(c) বি জি তিলক
(d) সুরেন্দ্রনাথ ব্যানার্জী
5. 350 মি. দীর্ঘ একটি ট্রেন 400 মি. দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে 54 সেকেন্ডে অতিক্রম করল। ট্রেনটির গতিবেগ কত?
(a) 54 কিলোমিটার
(b) 56 কিলোমিটার
(c) 50 কিলোমিটার
(d) 48 কিলোমিটার।
6. জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম ‘বন্দেমাতরম’ গানটি গাওয়া হয়েছিল?
(a) 1920 অধিবেশন
(b) 1906 অধিবেশন
(c) 1896 অধিবেশন
(d) 1922 অধিবেশন
7. ঘণ্টায় 72 কিমি বেগে ধাবমান 260 মিটার দীর্ঘ একটি ট্রেন রেল লাইনের পাশে দাঁড়ানো এক ব্যক্তিকে কতক্ষণে অতিক্রম করবে ?
(a) 14 সেকেন্ড
(b) 15 সেকেন্ড
(c) 10 সেকেন্ড
(d) 13 সেকেন্ড।
8. A, B, C, D, E এবং F একটি গোল টেবিলের চারিদিকে বসে আছে। E ও F-এর মাঝখানে A আছে; D -এর বিপরীতে E আছে এবং E -এর পাশাপাশি কোনো স্থানে C কিন্তু নেই। তাহলে B-এর বিপরীতে কে আছে?
(a) C
(b) D
(c) F
(d) কোনোটিই নয়
9. নবীন পলিমাটি “খাদার” কোন রাজ্যে দেখা যায়?
(a) বিহার
(b) উত্তরপ্রদেশ
(c) রাজস্থান
(d) আসাম
10. সুরাট অধিবেশন কত সালে হয়?
(a) 1888
(b) 1905
(c) 1906
(d) 1907
11. একই গতিতে ধাবমান একটি ট্রেন 175 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 10 সেকেন্ডে এবং 250 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 16 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ হবে?
(a) 45 কিমি/ঘন্টা
(b) 48 কিমি/ঘন্টা
(c) 54 কিমি/ঘন্টা
(d) 60 কিমি/ঘন্টা।
12. ভারতীয় সংবিধানের বৃহত্তর উৎস কোনটি?
(a) 1919 সালের ভারত শাসন আইন
(b) 1935 সালের ভারত শাসন আইন
(c) 1947 সালের ভারতীয় স্বাধীনতা আইন
(d) কোনোটিই নয়
13. A, B, C, D, E, F, G ও H এই ৪ জন একটি গোলটেবিল ঘিরে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। D বসেছে F-এর বাঁদিকের দ্বিতীয় স্থানে এবং H-এর ডানদিকের তৃতীয় স্থানে। A বসেছে F-এর ডানদিকের দ্বিতীয় স্থানে এবং তার পাশে বসেছে H, C বসেছে B এর ডানদিকের দ্বিতীয় স্থানে এবং F বসেছে B এর ডানদিকের তৃতীয় স্থানে। Fএর পাশে G বসেনি। ওপরের তথ্য অনুসারে A এর ঠিক বাঁদিকে কে বসেছে?
(a) E
(b) H
(c) G
(d) B
14. এশিয়াটিক সোসাইটি কে স্থাপন করেন?
(a) ডেভিড হেয়ার
(b) ডিরোজিও
(c) আলেকজান্ডার ডাফ
(d) উইলিয়াম জোন্স
15. একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে 20 সেকেন্ডে এবং প্ল্যাটফর্ম এ দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে কে 6 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য যদি 150 মিটার হয় তবে প্ল্যাটফর্ম এর দৈর্ঘ্য কত ?
(a) 405 মি.
(b) 300 মি.
(c) 375 মি.
(d) 350 মি.।
16. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন?
(a) ফজলুল হক
(b) বদরুদ্দিন তায়েবজি
(c) সৈয়দ আহমেদ খান
(d) আবুল কালাম আজাদ
17. কংগ্রেসকে ‘আণুবীক্ষনিক সংখ্যালঘিষ্ঠ’ কে বলেছিলেন সমালোচনা করেছিলেন?
(a) স্যার সৈয়দ আহমেদ খান
(b) লর্ড ডাফরিন
(c) লর্ড কার্জন
(d) থিওডোর বেক
18. A, B, C, D, E এবং F একটি গোলটেবিলে বসে আছে। A, E এবং F-এর মধ্যে বসে আছে। E, D-এর ঠিক বিপরীতে। C, E-এর পাশে নেই। তাহলে B-এর বিপরীতে কে আছে?
(a) A
(b) C
(c) D
(d) F
19. ভারতের সবচেয়ে বেশি এলাকা জুড়ে রয়েছে?
(a) ল্যাটেরাইট মৃত্তিকা
(b) লোহিত বা লাল মৃত্তিকা
(c) কৃষ্ণ মৃত্তিকা
(d) পলি মৃত্তিকা
20. শুভ ও মৌসুমী একটি কাজ যথাক্রমে 14 দিনে ও 21 দিনে করতে পারে। প্রথমে শুভ কাজ শুরু করার 4 দিন পর মৌসুমী কাজে যোগ দিলো। বাকি কাজ তারা একত্রে কতদিন করেছিল।
(a) 6 দিন
(b) 7 দিন
(c) 5 দিন
(d) 15½ দিন
21. রেগুর মৃত্তিকা কোনটি চাষের জন্য সুপরিচিত?
(a) পাট
(b) কফি
(c) কার্পাস
(d) চা
22.
(a) 102
(b) 88
(c) 108
(d) 27
23. ভারতের স্বাধীনতা সংগ্রাম প্রসঙ্গে নিম্নলিখিত কাকে কংগ্রেসের ‘নরমপন্থী’ নেতা হিসেবে অ্যাখ্যা দেওয়া হয়?
(a) গোপাল কৃষ্ণ গোখলে
(b) বিপিন চন্দ্র পাল
(c) লালা লাজপত রায়
(d) অরবিন্দ ঘোষ
24. একটি ষড়ভূজাকার টেবিলের চারিপাশে 6 জন ব্যক্তি বসে আছে। অনুপ বিলালের বিপরীতে বসে আছে। বিলাল, চিরাগ এবং ডেরেকের মাঝখানে বসে আছে। অনুপ, ইলা ও ফারুকের মাঝখানে বসে আছে। ইলা, ডেরেকের বামদিকে বসে আছে। প্রদত্ত জোড়গুলির কোল্টিন্ট মুখোমুখি অবস্থানকে বোঝায়?
(a) ইলা এবং ফারুক
(b) ডেরেক এবং ইলা
(c) চিরাগ এবং ইলা
(d) চিরাগ এবং ডেরেক
25. A, B এবং C একটি কাজ যথাক্রমে 12 দিন, 15 দিন এবং 18 দিনে শেষ করতে পারে। যদি তিন জন মিলে করে, তাহলে কাজটি কত দিনে শেষ হবে ?
(a) 4 32/37 দিন
(b) 6 ⅝ দিন
(c) 4 5/32 দিন
(d) 3 ⅓ দিন
26. ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা নিম্নলিখিত কোন বৈশিষ্ট্য সম্পন্ন?
(a) লৌহকণায় সমৃদ্ধ
(b) হিউমাস সমৃদ্ধ
(c) ব্যাসল্ট লাভা সমৃদ্ধ
(d) ইউরেনিয়াম সমৃদ্ধ
27. একটি কাজ A 15 দিনে ও B 25 দিনে করতে পারে। কাজটি শেষ হাওয়ার 3 দিন আগে A কাজ ছেড়ে দেয়। মোট কতদিনে কাজটি শেষ হবে।
(a) 10 ½ দিন
(b) 12⅓ দিন
(c) 11¼দিন
(d) 14⅔দিন
28. কে বলেছিলেন, ‘আমি আপনাদের একটি মুসলমান প্রদেশ দিতেছি’?
(a) ফজলুল হক
(b) লর্ড কার্জন
(c) স্ট্যাফোর্ড ক্রিপস
(d) লর্ড মাউন্টব্যাটেন
29. সঠিক শব্দবন্ধটিকে চিহ্নিত করুন যা নিচের সিরিজে প্রশ্নচিহ্নের (?) স্থানে বসবে।
DI, GO, LU, OA, TG,?
(a) WM
(b) WL
(c) YM
(d) UL
30. নীচের কে ক্যাবিনেট মিশনের (1946 খ্রিঃ) সদস্য ছিলেন না?
(a) পেথিক লরেন্স
(b) স্ট্যাফোর্ড ক্রিপস
(c) এ. ভি. আলেকজান্ডার
(d) জন সাইমন
31.অধিক জলসেচের ফলে মৃত্তিকা হয়ে ওঠে –
(a) ক্ষারীয়
(b) অম্লিক
(c) প্রশম
(d) সবগুলি।
32. সঠিক বিকল্পটিকে চিহ্নিত করুন যা নিচের সিরিজে প্রশ্নচিহ্নের (?) স্থানে বসবে: 86, 89, 95, 104,?, 131, 149
(a) 122
(b) 116
(c) 114
(d) 113
33. নিম্নলিখিত কোন ব্যক্তি সংবিধানের খসড়া কমিটির সদস্য ছিলেন না?
(a) বি. আর. আম্বেদকর
(b) ডঃ রাজেন্দ্রপ্রসাদ
(c) আল্লাদি কৃষ্ণস্বামী
(d) গোপালস্বামী আয়াঙ্গার
34. সঠিক ভেন ভায়াগ্রামটিকে বেছে নিন যা সবচেয়ে ভালোভাবে নিচে দেওয়া দ্রব্যগুলির মধ্যেকার সম্পর্ককে বোঝায়:
পেয়ারা, আলু, সবজি
35. আগ্নেয় শিলা গ্রানাইট দিয়ে তৈরি হয় কোন মৃত্তিকা
(a) কৃষ্ণ মৃত্তিকা
(b) পডসল মৃত্তিকা
(c) পিট মৃত্তিকা
(d) ল্যাটেরাইট মৃত্তিকা
36. নিচের কোন সংখ্যাটি প্রদত্ত সিরিজের প্রশ্নচিহ্নের স্থানে বসবে?
12, 14, 20, 34, 60, ?
(a) 108
(b) 100
(c) 102
(d) 104
37. ‘স্বরাজ আমার জন্মগত অধিকার’-উক্তিটি কার?
(a) লালা লাজপত রায়
(b) অরবিন্দ ঘোষ
(c) নেতাজি সুভাষচন্দ্র বোস
(d) বাল গঙ্গাধর তিলক
38. অনুভূমিক তলের সঙ্গে আনত তলের দৈর্ঘ্য তত বড়ো হবে__
(a) যান্ত্রিক সুবিধা তত বাড়বে।
(b)যান্ত্রিক সুবিধা তত কমবে।
(c)যান্ত্রিক সুবিধা দ্বিগুন হারে বাড়বে।
(d)যান্ত্রিক সুবিধা একই থাকবে।
39. মুসলিম লীগ কত সালে গঠিত হয়?
(a) 1905 সালে
(b) 1903 সালে
(c) 1907 সালে
(d) 1906 সালে
40. যদি A এবং B একসাথে কোনো কাজ 10 দিনে শেষ করে এবং B একা কাজটি 15 দিনে শেষ করে, তাহলে A একা কাজটি কত দিনে শেষ করবে?
(a) 60 দিন
(b) 45 দিন
(c) 40 দিন
(d) 30 দিন
41. সংবিধান সভার সভাপতি কবে সংবিধানে স্বাক্ষর করেন এবং সংবিধান গৃহীত বলে ঘোষণা করা হয়?
(a) 1949 সালের 26 নভেম্বর
(b) 1949 সালের 6 ডিসেম্বর
(c) 1949 সালের 14 নভেম্বর
(d) 1950 সালের 15 আগস্ট
42. সংবিধানের খসড়া কমিটির পূর্বে প্রস্তাবনার কথা বলেছিলেন-
(a) জওহরলাল নেহেরু
(b) বি. আর. আম্বেদকর
(c) বি. এন. রাও
(d) মহাত্মা গান্ধী
43.কোনো লিভারের যান্ত্রিক সুবিধা হল-
(a) রোধ বাহু × বল বাহু
(b)রোধ বাহু / বল বাহু
(c)বল বাহু / রোধ বাহু
(d)কোনটি নয়।
44. ‘সমাজতান্ত্রিক’ ও ‘ধর্মনিরপেক্ষ’ এই শব্দ দুটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত হয়েছিল-
(a) 24 তম সংশোধনীর দ্বারা
(b) 42 তম সংশোধনীর দ্বারা
(c) 43 তম সংশোধনীর দ্বারা
(d) 44 তম সংশোধনীর দ্বারা
45. সাঁড়াশি একটি-
(a) প্রথম শ্রেণির লিভার
(b) দ্বিতীয় শ্রেণির লিভার
(c)তৃতীয় শ্রেণির লিভার
(d)প্রথম ও দ্বিতীয় শ্রেণির যুগ্ম লিভার
46. ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে ‘সংবিধানের আত্মা’ বলেছেন-
(a) দুর্গাদাস বসু
(b) অস্টিন
(c) কে এম মুন্সি
(d) ঠাকুরদাস ভার্গব
47. X, Y, Z কোন কাজ যথাক্রমে 15 দিন, 20 দিন এবং 30 দিনে শেষ করতে পারে। তিনজন একসাথে কাজটি শুরু করল। কাজটি শুরু হওয়ার 5 দিন পরে X কাজটি ছেড়ে দিল এবং কাজটি শেষ হওয়ার 5 দিন আগে Y কাজটি ছেড়ে দিল। মোট কত দিন কাজটি শেষ হবে ?
(a) 10 দিন
(b) 11 দিন
(c) 12 দিন
(d) 15 দিন
48. বিকল্পগুলির মধ্য থেকে সঠিক অক্ষর সমষ্টিটিকে চিহ্নিত করুন যা নিচের সিরিজে প্রশ্নচিহ্নের (?) স্থানে বসবে:
CEGI, EDIH, GCKG, IBMF,?
(a) KAOE
(b) QXUB
(c) OYSC,
(d) MZQD
49. দ্বিতীয় শ্রেণির লিভার হল-
(a) মানুষের হাত
(b) শাবল
(c) নৌকার দাঁড়
(d) কাঁচি
50. তৃতীয় শ্রেণির যুগ্ম লিভারের একটি উদাহরণ হল-
(a) সাঁড়াশি
(b) চিমটা
(c) কাঁচি
(d) নলকূপের হাতল
Mock Test টির Answer এর জন্য এখানে CLICK করুন।