1.স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল হলেন?
(a)লর্ড মাউন্টব্যাটেন
(b) আবুল কালাম আজাদ
(c) লর্ড ক্যানিং
(d)চক্রবর্তী রাজাগোপালাচারী
2. ইম্পিরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে ইলবার্ট বিল পেশ করা হয় কত?
(a) 1881 সালে
(b) 1883 সালে
(c)1885 সালে
(d) 1887 সালে
3.আধুনিক ভারতে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার প্রবর্তন কে করেন?
(a) লর্ড রিপন
(b)লর্ড ক্যানিং
(c)লর্ড আরউইন
(d)লর্ড ডাফরিন
4. স্বত্ববিলোপ নীতি কে প্রবর্তন করেন?
(a)লর্ড রিপন
(b) লর্ড ডালহৌসি
(c)লর্ড ক্যানিং
(d)লর্ড ডাফরিন
5.কবে চিরস্থায়ী বন্দোবস্তের প্রচলন করেন?
(a)1798 খ্রি.
(b)1791 খ্রি.
(c)1793 খ্রি.
(d)1795 খ্রি.
6.ভারতের কোন্ গভর্নর জেনারেল পোস্টেজ স্ট্যাম্প প্রবর্তন করেছিলেন?
(a) লর্ড ডালহৌসি
(b) লর্ড অকল্যান্ড
(c) লর্ড ক্যানিং
(d)লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
7. নিম্নলিখিত কে ভারতের প্রথম ভাইসরয় ছিলেন?
(a)লর্ড কর্নওয়ালিস
(b)লর্ড ডালহৌসি
(c) লর্ড ক্যানিং
(d)রবার্ট ক্লাইভ
8.লর্ড ডালহৌসি কবে অযোধ্যা অধিগ্রহণ করেছিলেন?
(a)1851 খ্রি.
(b)1857 খ্রি.
(c)1855 খ্রি.
(d)1856 খ্রি.
9.বোর্ড অব রেভিনিউ কে গঠন করেন?
(a) ওয়ারেন হেস্টিংস
(b) লর্ড ক্লাইভ
(c) লর্ড কর্নওয়ালিস
(d) লর্ড ডালহৌসি
10. উডের ডেসপ্যাচ প্রকাশিত হয়-
(a) 1850 খ্রি.
(b)1851 খ্রি.
(c)1853 খ্রি.
(d)1854 খ্রি.
11. কোন্ গভর্নর জেনারেল নিজেকে ‘বেঙ্গল টাইগার’ বলতেন?
(a) লর্ড ওয়ারেন হেস্টিংস
(b)লর্ড ওয়েলেসলি
(c) লর্ড ডালহৌসি
(d) লর্ড রিপন
12. অস্ত্র আইন কে প্রবর্তন করেন?
(a)লর্ড লিটন
(b) লর্ড নর্থব্রুক
(c) লর্ড ডালহৌসি
(d)লর্ড রিপন
13.. সতীদাহ প্রথা নিবারণ করেন কে?
(a)লর্ড রিপন
(b) লর্ড মিন্টো
(c) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
(d) উপরোক্ত কেউই নন
14. প্রথম কারখানা আইনের প্রবর্তন কে করেন?
(a) লর্ড রিপন
(b) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
(c) লর্ড নর্থব্রুক
(d)লর্ড লিটন
15.কত সালে বিধবাবিবাহ আইন পাস হয়?
(a)1829 খ্রি.
(b)1853 খ্রি.
(c)1856 খ্রি.
(d)1858 খ্রি.
16.কত সালে এশিয়াটিক সোসাইটির পত্তন হয়?
(a)1784 খ্রি.
(b)1786 খ্রি.
(c)1794 খ্রি.
(d)1785 খ্রি.
17. ‘Liberator of Press’-কাকে বলে?
(a) লর্ড ডালহৌসি
(b) লর্ড মেয়ো
(c) চার্লস মেটকাফ
(d) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
18. মহলওয়ারি ব্যবস্থাকে প্রবর্তন করেন?
(a)চক্রবর্তী রাজাগোপালাচারী
(b)লর্ড মাউন্টব্যাটেন
(c) হল্ট ম্যাকেঞ্জি
(d) টমাস মুনরো
19. ভারতের প্রথম কলকাতা মাদ্রাসা কত সালে প্রতিষ্ঠিত হয়?
(a)1783
(b)1781
(c)1782
(d)1772
20. লর্ড মেয়োকে হত্যা করেন কে?
(a)মোহাম্মদ আলী
(b)শের আলী
(c)আলি ইব্রাহীম
(d)উপরের কোনটিই নয়
21. নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কত সালে প্রবর্তন হয়?
(a)1876
(b)1875
(c)1877
(d)1888
22. কলকাতা মেডিকেল কলেজ কত সালে স্থাপিত হয়?
(a)1833
(b)1836
(c)1835
(d)1839
23. রায়তওয়ারি বন্দোবস্ত কে প্রবর্তন করেন?
(a)হল্ট ম্যাকেনজি
(b)রবার্ট ব্রুস
(c)টমাস মুনরো
(d)ওপরের কোনোটিই নয়
24. ভারতের সিভিল সার্ভিসের জনক কাকে বলে?
(a) ওয়েলেসলি
(b) ওয়ারেন হেস্টিং
(c) কর্নওয়ালিস
(d) লর্ড বেন্টিং
25. দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান কে?
(a) লর্ড লাইভ
(b) ওয়ারেন হেস্টিংস
(c) কর্নওয়ালিস
(d) স্যার জনশোর
26. ওয়ারেন হেস্টিং এর সময়কালে ভারতে প্রথম কলকাতায় সুপ্রিম কোর্ট কত সালে স্থাপিত হয়?
(a)1775
(b)1771
(c)1774
(d)1772
27. প্রথম সংবাদপত্র হিকি’র বেঙ্গল গেজেট কার সময়কালে প্রকাশ হয়?
(a)লর্ড ক্লাইভ
(b)হেনরি ভ্যান্সিটার্ট
(c)লর্ড ওয়েলেসলি
(d)ওয়ারেন হেস্টিংস
28.ভারতের শিক্ষা খাতে প্রতি এক বছর টাকা ব্যয়ের নির্দেশ দেওয়া হয় কোন আইনে?
(a)1813 সনদ আইনে
(b)1833 সনদ আইনে
(c)1835 সনদ আইনে
(d)উপরের কোনটি নয়
29. বেসিনের চুক্তি কার সময় কালে হয়?
(a)লর্ড ক্লাইভ
(b)হেনরি ভ্যান্সিটার্ট
(c)লর্ড ওয়েলেসলি
(d)ওয়ারেন হেস্টিংস
30. পাঁচশালা বন্দোবস্ত কত সালে হয়?
(a)1772
(b)1775
(c)1776
(d)1771