
1. ভারতে আমুল অর্থনৈতিক সংস্কার ও উদারনীতি চালু হয়েছিল কোন সালে
(A) 1990 সালে
(B) 1991 সালে
(C) 1992 সালে
(D) 1993 সালে
Answer: [B] 1991 সালে।
2. মানবিক উন্নয়ন সূচক প্রথম কোন সালে ব্যবহৃত হয় ?
(A) 1980 সালে
(B) 1990 সালে
(C) 1995 সালে
(D) 2000 সালে
Answer: [B] 1990 সালে।
3. AGMARK নিম্নলিখিত কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত ?
(A) শিল্প
(B) ভারতীয় রেল
(C) কৃষিদ্রব্য
(D) সোনা
Answer: [C] কৃষিদ্রব্য।
4. সমাজের কোন শ্রেণির মানুষ নিরন্তর মুদ্রাস্ফীতিজনিত মূল্যবৃদ্ধির কারনে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হন ?
(A) ব্যবসা বাণিজ্য পরিচালনায় যুক্ত মানুষজন
(B) বিনিয়োগকারী শ্রেণি
(C) স্বনির্ভর গোষ্ঠীর মানুষজন
(D) স্থির আয়কারী মানুষজন
Answer: [B] বিনিয়োগকারী শ্রেণি।
5. ‘সমষ্টি উন্নয়ন কর্মসূচি’ টি ভারতে কোন সালে চালু হয়েছিল ।
(A) 1950
(B) 1951
(C) 1952
(D) 1953
Answer: [C] 1952।
6. বি.পি.এল [BP.L.] বলতে কি বোঝায় ?
(A) দারিদ্রসীমার নীচে (Below Poverty Line)
(B) সরকারী মামলার পিছনে (Behind Public Litigation)
(C) ব্যক্তিগত সীমার বাইরে (Beyond Private Limits)
(D) অনুর্বর সরকারী জমি (Barren Public Land)
Answer: [A] দারিদ্রসীমার নীচে (Below Poverty Line)।
7. নিম্নলিখিত কোন রাষ্ট্রের রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ভেটো দেওয়ার ক্ষমতা নেই ?
(A) চীন
(B) ইউনাইটেড কিংডম
(C) কানাডা
(D) ফ্রান্স
Answer: [C] কানাডা।
8. অর্থ কমিশন গঠিত হয় একজন সভাপতি ও কত জন সদস্য নিয়ে ?
(A) 4 জন সদস্য নিয়ে
(B) 5জন সদস্য নিয়ে
(C) 6জন সদস্য নিয়ে
(D) 7 জন সদস্য নিয়ে
Answer: [A] 4 জন সদস্য নিয়ে।
9. একাদশ পরিকল্পনার উন্নয়নের হারের সংশোধিত লক্ষ্যমাত্র কী ছিলো ?
(A) 8 শতাংশ
(B) 8.5 শতাংশ
(C) 9 শতাংশ
(D) 8.3 শতাংশ
Answer: [A] 8 শতাংশ।
10. ন্যাটোর (NATO) প্রধান কার্যালয় কোথায় ?
(A) নিউইয়র্ক
(B) ভিয়েনা
(C) ব্রাসেলস
(D) লন্ডন
Answer: [C] ব্রাসেলস।
11. শিল্পে উদারনীতির অর্থ কি ?
(i) শিল্পে লাইসেন্স প্রথার অপসারণ করা।
(ii) ক্ষুদ্রশিল্পের সারণী থেকে কিছু বিষয় সংরক্ষণচ্যুত করা।
(iii) MRTP সংক্রান্ত বিধিনিষেধ তুলে নেওয়া ।
(A) i,ii এবং iii
(B) i এবং ii
(C) i এবং iii
(D) ii এবং iii
Answer: [C] i এবং iii
12. NABARD (নাবার্ড) প্রতিষ্ঠানটি কার সাথে জড়িত ?
(A) শিল্পের উন্নয়ন
(B) শহরের উন্নয়ন
(C) গ্রামের উন্নয়ন
(D) রেলের উন্নয়ন
Answer: [C] গ্রামের উন্নয়ন।
13. ভারতের বৃহৎ শিল্পায়ন শুরু হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে ?
(A) প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে
(B) দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে
(C) তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে
(D) চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে
Answer: [B] দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে।
14. ভারতের EXIM ব্যাংক কাজ করে কাদের জন্য ?
(A) ভারতের চাষীদের জন্য
(B) ভারতের শিল্প শ্রমিকদের জন্য
(C) ভারতের আমদানি-রপ্তানীর জন্য
(D) ভারতের সংসদ-সদস্যদের জন্য
Answer: [C] ভারতের আমদানি-রপ্তানীর জন্য।
15. বিশ্ব বাণিজ্য সংস্থা (World Trade Organization) প্রতিষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে ?
(A) 1986 সালে
(B) 1995 সালে
(C) 2000 সালে
(D) 2005 সালে
Answer: [B] 1995 সালে
16. WTO বা বিশ্ব বাণিজ্য সংস্থার পূর্ব নাম কি ছিল ?
(A) MFA
(B) GATT
(C) TRIPS
(D) GATS
Answer: [B] GATT
17. নিম্নের করগুলির মধ্যে কোনটি কেন্দ্রীয় সরকারের এক্তিয়ার ভুক্ত ?
(A) কর্পোরেশন কর
(B) বৃত্তি কর
(C) ভূমি রাজস্ব
(D) মদের উপর অন্তঃশুল্ক
Answer: [A] কর্পোরেশন কর।
18. জাতীয় গ্রামীণ রোজগার সুরক্ষা যোজনায় কত দিনের কাজের অধিকার দেওয়া হয়েছে ?
(A) বছরে 70 দিন
(B) বছরে 200 দিন
(C) বছরে 100 দিন
(D) বছরে 30 দিন
Answer: [C] বছরে 100 দিন।
19. নিচে উল্লিখিত করগুলির কোনটি পরোক্ষ কর , যেটি কেন্দ্রিয় সরকার ধার্য করে ?
(A) পরিষেবা কর
(B) কোম্পানি আয়কর
(C) বৃত্তি কর
(D) কৃষি আয়কর
Answer: [A] পরিষেবা কর।
20. ভারতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের মূল লক্ষ্য কী ?
(A) কিছু করমুক্ত বিশেষ উন্নত কেন্দ্র তৈরি করা মুখ্যত রপ্তানীক্ষেত্রকে প্রসারিত করার জন্য
(B) এমন কতিপয় শক্তিশালী শিল্প ইউনিট করা যাতে কর্ম সংস্থানের সুবিধা হয়
(C) কতিপয় শিল্প ইউনিটকে বিশেষ সুবিধা দেওয়া
(D) উপরের কোনটিই নয়
Answer: [A] কিছু করমুক্ত বিশেষ উন্নত কেন্দ্র তৈরি করা মুখ্যত রপ্তানীক্ষেত্রকে প্রসারিত করার জন্য।